উচ্চমাধ্যমিক ভূগোল 2016 সালের saq প্রশ্নের সমাধান
উচ্চ মাধ্যমিক ভূগোল বিগত বছরের প্রশ্নের সমাধান। উচ্চ মাধ্যমিক ভূগোল 2016 সালের saq প্রশ্নের সমাধান। HS geography saq question answer। দ্বাদশ শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর।
1. অন্ধ উপত্যকা কাকে বলে?
উত্তর - চুনাপাথর গঠিত অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত নদীর গতি পথে হঠাৎ কোন সিঙ্কহোল সৃষ্টি হলে নদী ওই গর্তের মধ্যে দিয়ে ভূ গর্ভে প্রবেশ করে। সিঙ্কহোল পর্যন্ত প্রসারিত জল পূর্ণ নদী উপত্যকা কে অন্ধ উপত্যকা বলে।
2. ড্যুরিক্রাস্ট কিভাবে গঠিত হয়?
উত্তর - ল্যাটেরাইট মৃত্তিকায় ড্যুরিক্রাস্ট দেখা যায়। ক্রান্তীয় অঞ্চলে ল্যাটেরাইট মৃত্তিকা গঠন কালে দ্রবীভূত পদার্থ সমূহ অবসৃত হলে কেবল Fe ও Al থাকে এবং সঙ্গে থাকে কোয়ার্টজ ও কেওলিনাইট। যা পরবর্তী কালে মৃত্তিকার B স্তরে যে কঠিন স্তর গঠন করে, তাকে ড্যুরিক্রাস্ট বলে।
3. উত্থিত উপকূল কাকে বলে?
উত্তর - ভূ আলোড়নের ফলে যখন কোন উপকূল উত্থিত হয়ে যায়, তখন সেই উপকূল কে উত্থিত উপকূল বলে। যেমন - ভারতের কৃষ্ণ নদীর বদ্বীপ অঞ্চল থেকে দক্ষিণ কুমারিকা অন্তরীপ পর্যন্ত বিস্তৃত উপকূল।
4. বাজাদা বলতে কি বোঝ?
উত্তর - মরু অঞ্চলে পর্বতের পাদদেশে নদী বাহিত পদার্থ জমে যে মৃদু ঢালু সমতল ভূমি রূপের সৃষ্ট, তাকে বাজাদা বলে। বাজাদা মূলত বায়ু ও জল ধারার মিলিত কার্যের ফলে গঠিত হয়।
5. পূর্ববর্তী নদীর সংজ্ঞা দাও?
উত্তর - সাম্প্রতিক ভূ উন্নয়নের আগে গঠিত নদী যদি এই অঞ্চলের ভূ উন্নয়নের সাথে সামঞ্জস্য রেখে দ্রুত নিম্ন ক্ষয়ের দ্বারা তার আগেকার প্রবাহ পথ টি ধরে রাখতে পারে, তখন সেই নদীকে পূর্ববর্তী নদী বলে। যেমন - গঙ্গা, ব্রহ্মপূত্র নদী।
6. কোন ধরনের মৃত্তিকা শারীরবৃত্তীয়শুষ্ক মৃত্তিকা নামে পরিচিত?
উত্তর - লবণাক্ত মৃত্তিকা শারীরবৃত্তীয়শুষ্ক মৃত্তিকা নামে পরিচিত।
7. মৃত্তিকা সংরক্ষণের দুটি পদ্ধতি উল্লেখ করো?
উত্তর - মৃত্তিকা সংরক্ষণের দুটি পদ্ধতি হল - i. বন সৃজন ও ii. পশু চারণ নিয়ন্ত্রণ
8. ঘূর্ণবাতের চক্ষু বলতে কি বোঝায়?
উত্তর - ঘূর্ণবাতের এক বারে কেন্দ্র স্থলে শান্ত, বায়ু প্রবাহ হীন, মেঘ মুক্ত নির্মল আকাশ, বৃষ্টিহীন, সর্বনিম্ন বায়ু চাপ এবং সর্বোচ্চ উষ্ণতা ও আর্দ্রতা যুক্ত বৃত্তাকার অঞ্চল কে ঘূর্ণবাতের চক্ষু বলে।
9. জেট বায়ু প্রবাহ কি?
উত্তর - ভূপৃষ্ঠ থেকে ওপরে 6-12 কিমি উচ্চতায় প্রধানত 30 ডিগ্রি থেকে 40 ডিগ্রি উত্তর অক্ষাংশ এর মধ্যে যেখানে দ্রুত তাপ পরিবর্তন হয় সেখানে পশ্চিম থেকে পূর্বে সর্পিলকারে ঘন্টায় 320-400 কিমি বেগে যে বায়ু প্রবাহিত হয়, তাকে জেট বায়ু প্রবাহ বলে।
10. ভাসমান মূলী জলজ উদ্ভিদের সংজ্ঞা দাও?
উত্তর - যে সমস্ত জলজ উদ্ভিদের মূল জলাশয়ের তলদেশের কর্দমাক্ত মাটিতে প্রোথিত থাকে কিন্তু পাতা ও ফুল গুলি জল তলের ঊর্ধ্বে ভাসমান অবস্থায় থাকে, তাদের ভাসমান মূলী জলজ উদ্ভিদ বলে। যেমন - পদ্ম, শালুক ।
11. উচ্চ তাপযুক্ত উদ্ভিদ বলতে কি বোঝায়?
উত্তর - যে সব উদ্ভিদের সারা বছর অধিক উষ্ণতার প্রয়োজন, তাদের মেগা থার্ম উদ্ভিদ বলে। নিরক্ষীয় অঞ্চলের উদ্ভিদ সমূহ এই শ্রেণীর অন্তর্গত।
12. কোন অঞ্চলের শস্য প্রগাঢ়তা কিভাবে নির্ণয় করা হয়?
উত্তর - শস্য প্রগাঢ়তা নির্ণয়ের সূত্র টি হল - (মোট চাষের জমি/প্রকৃত চাষের জমি)×100
13. কেরালায় স্থানান্তর কৃষি কি নামে পরিচিত?
উত্তর - কেরালায় স্থানান্তর কৃষি পুনাম নামে পরিচিত।
14. দক্ষিণ ভারতের দুটি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রের নাম করো?
উত্তর - অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম ও তামিলনাড়ুর সালেম ।
15. কাগজ শিল্পের চারটি কাঁচামালের নাম লেখ?
উত্তর - সরল বর্গীয় গাছের নরম কাঠ, বাঁশ, কষ্টিক সোডা ও সোডা অ্যাস।
16. W.T.O এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
উত্তর - W.T.O এর প্রধান কার্যালয় সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় অবস্থিত।
17. জলবিন্দু বসতি বলতে কি বোঝ?
উত্তর - শুষ্ক মরু প্রায় বা জলের অভাব যুক্ত অঞ্চল গুলিতে জলের উৎস কে কেন্দ্র করে যে বসতি গড়ে ওঠে তাকে জলবিন্দু বসতি বলে।
18. অতিজনাকীর্ণতা বলতে কী বোঝায়?
উত্তর - যখন কার্যকর জমির ধারণ ক্ষমতার তুলনায় অনেক বেশি জনসংখ্যা গড়ে ওঠে অর্থাৎ জন প্রতি সম্পদের যোগান কম হয়, তখন তাকে অতিজনাকীর্ণতা বলে।
কোন মন্তব্য নেই: