বিভিন্ন কৃষি বিপ্লব


ভারতের বিভিন্ন ধরনের কৃষি বিপ্লব সম্পর্কে এখানে আলোচনা করা হলো।

সবুজ বিপ্লব কাকে বলে?
উত্তর - সবুজ বিপ্লব বা গ্রিন রেভলুশন শব্দটি প্রথম ব্যবহার করেন উইলিয়াম গ্যাড। কৃষি ব্যবস্থায় উচ্চ ফলনশীল বীজ, জলসেচ, রাসায়নিক সার, কীটনাশক ও আধুনিক প্রযুক্তির ব্যবহারের ফলে কৃষিজ ফসলের অস্বাভাবিক উৎপাদন বৃদ্ধি কে সবুজ বিপ্লব বলা হয়। সবুজ বিপ্লবের জনক বলা হয় নরম্যান আর্নেস্ট বোরলঙ
কে। আর ভারতের সবুজ বিপ্লবের জনক হলেন এম এস স্বামীনাথন। 

শ্বেত বিপ্লব কাকে বলে?
উত্তর - 1970 সালে জাতীয় দুগ্ধ উন্নয়ন পর্ষদ দ্বারা দুধের উৎপাদন বৃদ্ধির উদ্দেশ্যে বিভিন্ন ধরনের পরিকল্পনা নেওয়া হয়, যা অপারেশন ফ্লাড নামে পরিচিত। এর ফল স্বরূপ ভারতে দুধের উৎপাদন প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়, যা শ্বেত বিপ্লব নামে পরিচিত। শ্বেত বিপ্লবের জনক বলা হয় ভার্গিস কুরিয়েন কে।

নীল বিপ্লব কাকে বলে?
উত্তর - মানুষের প্রয়োজনীয় মাছের জোগান অব্যাহত রাখার উদ্দেশ্যে বিজ্ঞান সম্মত পদ্ধতিতে মাছ চাষ ও মাছ শিকারের পদ্ধতি অবলম্বন করা এবং তার ফলে মাছের উৎপাদন বৃদ্ধি পাওয়া কে নীল বিপ্লব বলে। নীল বিপ্লবের জনক হলেন অরূপ কৃষ্ণান। 

হলুদ বিপ্লব কাকে বলে?
উত্তর - তৈলবীজ উৎপাদন বৃদ্ধির মাধ্যমে ভারতে ভোজ্য তেলের যোগানে স্বনির্ভরতা অর্জন করা কে হলুদ বিপ্লব বলে। 

গোলাপী বিপ্লব কাকে বলে?
উত্তর - চিংড়ির বিপুল পরিমাণ উৎপাদন বৃদ্ধি কে গোলাপী বিপ্লব বলে।

গোল বিপ্লব কি?
উত্তর - আলুর উৎপাদন বৃদ্ধি কে গোল বিপ্লব বলে।

ধূসর বিপ্লব কাকে বলে?
উত্তর - পশুর পশম উৎপাদন বৃদ্ধি কে ধূসর বিপ্লব বলে। 

বাদামি বিপ্লব কাকে বলে?
উত্তর - মশলা বা কফির উৎপাদন বৃদ্ধি কে বাদামি বিপ্লব বলে।

লাল বিপ্লব কাকে বলে?
উত্তর - মাংস উৎপাদন বৃদ্ধি লাল বিপ্লব নামে পরিচিত। 

রামধনু বিপ্লব কাকে বলে?
উত্তর - সমস্ত ধরনের কৃষি ব্যবস্থার উন্নতির সাথে রামধনু বিপ্লব জড়িত। প্রধানত আধুনিক জৈব কৃষি ব্যবস্থা রূপায়ণের মাধ্যমে কৃষির সুস্থায়ী উন্নয়ন রামধনু বিপ্লব নামে পরিচিত। 

রৌপ্য বিপ্লব কাকে বলে?
উত্তর - হাঁস মুরগির ডিমের উৎপাদন বৃদ্ধি কে রৌপ্য বিপ্লব বলে। 

কোন মন্তব্য নেই:

Deejpilot থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.