উচ্চ মাধ্যমিক ইতিহাস mcq প্রশ্ন উত্তর 2019


এখানে 2019 সালের উচ্চ মাধ্যমিক ইতিহাস mcq প্রশ্ন উত্তর গুলি আলোচনা করা হলো। উচ্চ মাধ্যমিক ইতিহাস বিগত বছরের প্রশ্ন উত্তর। উচ্চ মাধ্যমিক ইতিহাস 2019 সালের mcq প্রশ্ন উত্তর। উচ্চ মাধ্যমিক ইতিহাস প্রশ্ন উত্তর 2019। দ্বাদশ শ্রেণীর ইতিহাস প্রশ্ন উত্তর। 

1) SAPTA এর সম্পূর্ণ নাম 
a) South Asian Preferantial Trade Agreement
b) South African Preferantial Trade Agreement
c) Senegal and Portugal Trade Agreement
d) Spain and Portugal Trade Agreement

উত্তর - South Asian Preferantial Trade Agreement

2. আওয়ামী লীগ পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন 
a) সুরাবর্দি
b) ফজলুল হক
c) শেখ মুজিবর রহমান
d) জুলফিকার আলী ভুট্টো

উত্তর - সুরাবর্দি

3) নিয়ন্ত্রিত গনতন্ত্র ধারণাটি কোন ব্যক্তির সাথে সম্পর্কিত 
a) সুকর্ণ
b) হো চি মিন
c) সুহার্ত
d) নেলসন ম্যান্ডেলা

উত্তর - সুকর্ণ

4) ভারতের পরিকল্পনা কমিশন কবে গঠিত হয়
a) 1949 সালে
b) 1950 সালে
c) 1951 সালে
d) 1952 সালে

উত্তর - 1950 সালে

5) সুয়েজ খাল জাতীয়করণ করেন
a) নাসের
b) জেনারেল নেগেইব 
c) বুলগানিন
d) টিটো

উত্তর - নাসের

6) ন্যাটো গঠিত হয়
a) 1947 সালে
b) 1948 সালে
c) 1949 সালে
d) 1950 সালে

উত্তর - 1949 সালে

7) পঞ্চশীল নীতি স্বাক্ষরিত হয় ভারত ও
a) পাকিস্তানের মধ্যে
b) রাশিয়ার মধ্যে
c) চীনের মধ্যে
d) তিব্বতের মধ্যে

উত্তর - চীনের মধ্যে

8) বার্লিন অবরোধকারী দেশ হল
a) ইংল্যান্ড
b) ফ্রান্স
c) রাশিয়া
d) ইতালি

উত্তর - রাশিয়া

9) ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না
a) স্যার স্ট্র্যাফোর্ড ক্রিপস
b) লর্ড ওয়াভেল
c) এ. ভি. আলেকজান্ডার
d) লর্ড পেথিক লরেন্স

উত্তর - লর্ড ওয়াভেল

10. ইন্ডিয়া উইনস ফ্রিডম এর লেখক
a) সুভাষচন্দ্র বসু
b) নেহরু
c) মহাত্মা গান্ধী
d) মৌলানা আবুল কালাম আজাদ

উত্তর - মৌলানা আবুল কালাম আজাদ

11. পৃথক নির্বাচনের নীতি প্রবর্তিত হয় যে আইনের দ্বারা সেটি হল
a) ভারতীয় কাউন্সিল আইন, 1892
b) 1909 সালের ভারত শাসন আইন
c) 1919 সালের ভারত শাসন আইন
d) ভারত শাসন আইন, 1935

উত্তর - 1909 সালের ভারত শাসন আইন

12. অল ইন্ডিয়া ডিপ্রেসড ক্লাসেস কংগ্রেস এর প্রতিষ্ঠাতা কে?
a) মহাত্মা গান্ধী
b) জ্যোতিবা ফুলে
c) বি. আর. আম্বেদকর
d) বিরসালিঙ্গম পানতুলু

উত্তর -  বি. আর. আম্বেদকর

13. ত্রিপুরী কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন
a) জওহরলাল নেহরু
b) ড: সিতারামাইয়া
c) সুভাষচন্দ্র বসু
d) বল্লভ ভাই প্যাটেল

উত্তর - সুভাষচন্দ্র বসু

14. মর্লে মিন্টো সংস্কার আইন প্রবর্তিত হয়
a) 1906 সালে
b) 1909 সালে
c) 1915 সালে
d) 1919 সালে

উত্তর - 1909 সালে

15. শুদ্ধি আন্দোলন শুরু করেন
a) স্বামী দয়ানন্দ সরস্বতী
b) কেশব চন্দ্র সেন
c) শ্রী নারায়ণ গুরু
d) স্বামী বিবেকানন্দ

উত্তর - স্বামী দয়ানন্দ সরস্বতী

16. মহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন
a) থিওডোর বেক
b) স্যার সৈয়দ আহমেদ খান
c) ইউসুফ আলী
d) মৌলভী মোমিন

উত্তর - থিওডোর বেক

17. কোন গভর্নর জেনারেলের আমলে মেকলে মিনিটস গৃহীত হয়
a) ওয়ারেন হেস্টিংস
b) ক্যানিং
c) ডালহৌসি
d) বেন্টিঙ্ক

উত্তর - বেন্টিঙ্ক

18. পিটের ভারত শাসন আইন পাস হয়েছিল 
a) 1773 সালে
b) 1774 সালে
c) 1783 সালে
d) 1784 সালে

উত্তর - 1784 সালে

19. বন্দিবাসের যুদ্ধ হয়েছিল
a) 1760 সালে 
b) 1765 সালে
c) 1770 সালে 
d) 1772 সালে

উত্তর - 1760 সালে

20. বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন
a) মুর্শিদকুলি খাঁ
b) আলীবর্দী খাঁ
c) সুজাউদ্দিন
d) সিরাজ উদ দ্দৌলা

উত্তর - সিরাজ উদ দ্দৌলা

21. এশিয়ার কোন দেশ বিদেশী বণিকদের বিরুদ্ধে প্রথম পদক্ষেপ গ্রহণ করে 
a) ভারত
b) চীন
c) ইন্দোনেশিয়া
d) শ্রীলংকা

উত্তর - চীন

22. উত্তমাশা অন্তরীপ সর্বপ্রথম প্রদক্ষিণ করেন
a) কলম্বাস
b) ম্যাগেলান
c) বার্থোলোমিউ ডিয়াজ 
d) ভাস্কো দা গামা

উত্তর - বার্থোলোমিউ ডিয়াজ 

23. বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক বলা হয় 
a) থুকিডিডিস কে 
b) হেরোডোটাস কে
c) সু মা কিয়েন কে
d) ইবন খাল দুন কে

উত্তর - থুকিডিডিস কে 

24. মণিকুন্তলা সেন রচিত স্মৃতিকথার নাম
a) একাত্তরের ডায়েরী
b) আমি নেতাজীকে দেখেছি
c) সেদিনের কথা
d) জীবনের জলসাঘরে

উত্তর - সেদিনের কথা


কোন মন্তব্য নেই:

Deejpilot থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.