উচ্চমাধ্যমিক শিক্ষাবিজ্ঞান mcq প্রশ্ন উত্তর 2016


উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান বিষয় থেকে 2016 সালের mcq প্রশ্ন উত্তর গুলো এখানে আলোচনা করা হলো। দ্বাদশ শ্রেণি শিক্ষা বিজ্ঞান প্রশ্ন উত্তর। উচ্চ মাধ্যমিক শিক্ষা বিজ্ঞান বিগত বছরের প্রশ্ন উত্তর 2016। শিক্ষা বিজ্ঞান mcq প্রশ্ন উত্তর। দ্বাদশ শ্রেণী শিক্ষা বিজ্ঞান বিগত বছরের প্রশ্ন উত্তর 2016। 

1. অপারেন্ট অনুবর্তনের প্রবর্তক কে
a) স্কিনার
b) প্যাভলভ
c) মৈগণ
d) কোহলার

উত্তর - স্কিনার

2. অন্তর্দৃষ্টি মূলক শিখন মূলত সম্ভব হয় 
a) অনুশীলনের দ্বারা
b) বুদ্ধির দ্বারা
c) অনুকরনের দ্বারা
d) অনুবর্তনের দ্বারা

উত্তর - বুদ্ধির দ্বারা

3. রাশিবিজ্ঞানে উচ্চ স্কোর ও বিস্তৃতি যদি যথাক্রমে 120 ও 30 হয়, তবে নিম্ন স্কোর হবে
a) 30
b) 150
c) 90
d) 75

উত্তর - 90

4. কোঠারি কমিশন বা ভারতীয় শিক্ষা কমিশন বিদ্যালয় শিক্ষার ...... টি স্তরের কথা বলেছেন।
a) দুইটি 
b) তিনটি
c) চারটি
d) পাঁচটি

উত্তর - দুইটি

5. নবোদয় বিদ্যালয় গঠনের সুপারিশ করেন
a) মুদালিয়র কমিশন
b) রামমূর্তি কমিটি
c) বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন
d) জাতীয় শিক্ষানীতি

উত্তর - জাতীয় শিক্ষানীতি

6. গ্রামীণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা যে শিক্ষা কমিশনে বলা হয়েছে, তা হল
a) মুদালিয়র কমিশন
b) কোঠারি কমিশন
c) জাতীয় শিক্ষা নীতি 1986
d) রামকৃষ্ণন কমিশন

উত্তর - রামকৃষ্ণন কমিশন

7. রামকৃষ্ণন কমিশনের সুপারিশ অনুযায়ী উচ্চ প্রাথমিক স্তরের সময়কাল হল 
a) 3 বছর
b) 4 বা 5 বছর
c) 6 বছর
d) 7 বছর

উত্তর - 4 বা 5 বছর

8. বহুমুখী বিদ্যালয় স্থাপনের কথা কোন কমিশন উল্লেখ করেছে
a) রামকৃষ্ণন কমিশন
b) কোঠারি কমিশন
c) মুদালিয়র কমিশন
d) জাতীয় শিক্ষা নীতি 1986

উত্তর - মুদালিয়র কমিশন

9. জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচি NAEP কার্যকরী হয়
a) 1986 সালে
b) 1987 সালে
c) 1978 সালে
d) 2001 সালে

উত্তর - 1978 সালে

10. নিচের কোনটি জ্যাকডেলর দ্বারা দেওয়া শিখনের স্তম্ভ নয়
a) জ্ঞান অর্জনের জন্য শিক্ষা
b) একসঙ্গে বসবাস করার শিক্ষা
c) সকলকে সাহায্য করা শিক্ষা
d) কর্মের শিক্ষা

উত্তর - সকলকে সাহায্য করা শিক্ষা

11. ডেলর কমিশনের প্রতিবেদন প্রকাশিত হয়
a) 1990 সালে
b) 1996 সালে
c) 2000 সালে
d) 2001 সালে

উত্তর - 1996 সালে

12. মানসিক ক্ষমতা সংক্রান্ত বহু উপাদান তত্ত্বের প্রবক্তা হলেন
a) স্পিয়ার ম্যান
b) থর্ণ ডাইক
c) থার্স্টন
c) গিলফোর্ড

উত্তর - থার্স্টন

13. 'আগ্রহ হল সুপ্ত মনোযোগ ও মনোযোগ হল ক্রিয়াশীল আগ্রহ' এ কথা বলেছেন 
a) ড্রেভার
b) রাসেল
c) লডেল
d) ম্যাগডুগাল

উত্তর - ম্যাগডুগাল

14. 7, 10, 11, 14, 15, 16, 18 স্কোর গুলির মধ্যমমান কত
a)  11
b) 14
c) 11.5
d) 14.5

উত্তর - 14

15. শ্রেণী 40-45 এর এর শ্রেণী সীমানা (নিম্ন ও উচ্চ সীমা হল) 
a) 40.5 - 45.5
b) 39.5 - 45.5
c) 40.5 - 45
d)  39.5 - 44.5

উত্তর - 39.5 - 45.5

16. বুদ্ধি হল ' শেখার ক্ষমতা' এ কথা বলেছেন
a) প্লেটো
b) অ্যারিস্টটল
c) থর্নডাইক
d) বাকিংহাম

উত্তর - বাকিংহাম

17. মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি ছিলেন
a) ডি এস কোঠারি
b) এস রাম কৃষ্ণান 
c) ড: জাকির হোসেন
d) এ. লক্ষ্মণ স্বামী মুদালিয়র

উত্তর - ডি এস কোঠারি

18. জাতীয় সংবিধানের ...... ধারায় সম্পূর্ণভাবে রাজ্যের আর্থিক সহায়তায় পরিচালিত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় নির্দেশনা প্রদান করা যাবে না
a) 18 নং
b) 16 নং
c) 28 নং
d 45 নং

উত্তর - 28 নং

19. নিম্নলিখিত কোনটি প্রাক প্রাথমিক শিক্ষালয় নয়
a) মন্তেসরি স্কুল
b) নার্সারি স্কুল
c) কে. জি স্কুল
d) নিম্ন বুনিয়াদী স্কুল

উত্তর - নিম্ন বুনিয়াদী স্কুল

20. 'কমন স্কুল' এর কথা বলা হয়েছে
a) বিশ্ব বিদ্যালয় শিক্ষা কমিশন
b) মাধ্যমিক শিক্ষা কমিশনে
c) ভারতীয় শিক্ষা কমিশনে
d) জাতীয় শিক্ষা নীতি, 1986

উত্তর - ভারতীয় শিক্ষা কমিশনে

21. ঠোঁট নাড়া পদ্ধতি ব্যবহৃত হয়
a) মানসিক প্রতিবন্ধী দের
b) দৃষ্টিহীন দের
c) মূক ও বধির দের
d) প্রক্ষোভ জনিত সমস্যা সংক্রান্ত 

উত্তর - মূক ও বধির দের

22. স্কিন রিডার যন্ত্র ব্যবহৃত হয়
a) দৃষ্টিহীন দের শিক্ষার জন্য
b) মূক ও বধির দের জন্য
c) মানসিক প্রতিবন্ধী দের শিক্ষার জন্য
d) অনগ্রসর দের শিক্ষার জন্য

উত্তর - দৃষ্টিহীন দের শিক্ষার জন্য

23. একটি ম্যাল্টি মিডিয়ার উদাহরণ হল
a) অডিও ক্যাসেট
b) দূরদর্শন
c) রেডিও
d) টেলিফোন

উত্তর - দূরদর্শন



কোন মন্তব্য নেই:

Deejpilot থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.