উচ্চমাধ্যমিক শিক্ষাবিজ্ঞান mcq প্রশ্ন উত্তর 2019


উচ্চ মাধ্যমিক শিক্ষা বিজ্ঞান বিষয় থেকে 2019 সালের mcq প্রশ্ন উত্তর গুলো এখানে আলোচনা করা হলো। দ্বাদশ শ্রেণি শিক্ষা বিজ্ঞান প্রশ্ন উত্তর। উচ্চ মাধ্যমিক শিক্ষা বিজ্ঞান বিগত বছরের প্রশ্ন উত্তর 2019। 

1. গাগনি এর মতে শিখনের শেষ স্তর টি হল
a) বাচনিক বিকাশ
b) সংকেত শিখন
c) ধারণার শিখন
d) সমস্যা সমাধানের শিখন

উত্তর - সমস্যা সমাধানের শিখন

2. 'C' বুদ্ধির সংজ্ঞা দিয়েছেন মনোবিদ
a) হেব
b) স্যান্ডিফোর্ড
c) ভার্ণন
d) থর্ণডাইক

উত্তর - ভার্ণন

3. 'The Nature of Intelligence' বইটির রচয়িতা হলেন
a) স্কিনার
b) স্পিয়ারম্যান
c) থার্স্টন
d) পাভলভ

উত্তর - থার্স্টন

4. R - type অনুবর্তনটির নামকরণ করেছেন
a) স্কিনার
b) পাভলভ
c) থর্ণডাইক
d) ভার্ণন

উত্তর - স্কিনার

5. গেস্টাস্ট মতবাদের মূল ভিত্তি হল
a) প্রতিক্রিয়া
b) উদ্দীপক
c) সাধারণীকরণ
d) প্রত্যক্ষণ

উত্তর - প্রত্যক্ষণ

6. অন্ত:দৃষ্টিমূলক শিখন হল
a) প্রচেষ্টা ও ভুলের কৌশল
b) সক্রিয় অনুবর্তন
c) গেস্টাস্ট তত্ত্ব
d) প্রাচীন অনুবর্তন

উত্তর - গেস্টাস্ট তত্ত্ব 

7) রাশিবিজ্ঞানে 𝝨 চিহ্ন টি প্রকাশ করে
a) যোগফল
b) ভাগফল 
c) বিয়োগফল
d) গুণফল

উত্তর - যোগফল

8) কেন্দ্রীয় প্রবণতা নির্ণয়ের সবচেয়ে দ্রুত গতি পদ্ধতি হল
a) মিন
b) পরিসংখ্যা বিভাজন
c) মোড
d) মিডিয়ান

উত্তর - মোড বা মিডিয়ান

9) 4, 6, 9, 7, 5 এবং 12 স্কোর গুলির মধ্যমা হল
a) 6
b) 9
c) 6.5
d) 7

উত্তর - 6.5

10) ভারতীয় সংবিধানের কত নং ধারায় নারীদের শিক্ষার সুযোগ সুবিধার কথা বলা হয়েছে
a) 45 নং ধারায়
b) 25 নং ধারায়
c) 15 (i) নং ধারায়
d) 45 (i) নং ধারায়

উত্তর - 15 (i) নং ধারায়

11) রামকৃষ্ণন কমিশনের ভারতীয় সদস্য ছিলেন
a) 7 জন
b) 9 জন
c) 8 জন
d) 5 জন

উত্তর -  7 জন

12) স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হল 
a) কোঠারী কমিশন
b) বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন
c) মুদালিয়র কমিশন
d) মাধ্যমিক শিক্ষা কমিশন

উত্তর - বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন

13) মুদালিয়র কমিশনের সুপারিশ অনুসারে উচ্চ মাধ্যমিক শিক্ষার সময়  কাল হল
a) 2 বছর
b) 3 বছর
c) 4 বছর
d) 5 বছর

উত্তর -  3 বছর

14) মুদালিয়র কমিশনের মতে মধ্যশিক্ষা পরিষদের সভাপতি হলেন
a) শিক্ষামন্ত্রী
b) মুখ্য সচিব
c) রাজ্যের শিক্ষা আধিকারিক
d)  শিক্ষা সচিব

উত্তর - রাজ্যের শিক্ষা আধিকারিক

15) ভারতীয় শিক্ষা কমিশনের সময়সীমা হল
a) 1948-49
b) 1952-53
c) 1964-66
d) 1990-92

উত্তর - 1964-66

16) কিন্ডার গার্ডেন হল একটি ........ শিক্ষা প্রতিষ্ঠান
a) প্রাক প্রাথমিক
b) মাধ্যমিক
c) প্রাথমিক
d) নিম্ন মাধ্যমিক

উত্তর - প্রাক প্রাথমিক

17) ভারতের শিক্ষানীতির শিক্ষা কাঠামোটি হল
a) 10+2+3
b) 9+3+3
c) 10+3+2
d) 8+2+2+3

উত্তর - 10+2+3

18) কমন স্কুলের কথা উল্লেখ করা হয়েছে
a) রাধাকৃষ্ণন কমিশনে
b) মাধ্যমিক শিক্ষা কমিশনে
c) কোঠারি কমিশনে
d) রামমূর্তি কমিটিতে

উত্তর - কোঠারি কমিশনে

19) দৃষ্টিহীন শিশুদের শিক্ষণ পদ্ধতিটি হল
a) বাচনিক পঠন
b) কম্পিউটার
c) হস্ত মুদ্রার ভাষা 
d) ব্রেইল পদ্ধতি

উত্তর - ব্রেইল পদ্ধতি

20) বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা হিসাবে অভিহিত করেন
a)  এ.পি. জে আব্দুল কালাম
b) মৌলানা আবুল কলাম আজাদ
c) রাজেন্দ্র প্রসাদ
d) এম রামকৃষ্ণন

উত্তর - মৌলানা আবুল কলাম আজাদ

21) স্ক্রিন রিডার যন্ত্র ব্যবহৃত হয়
a) দৃষ্টিহীন শিশুদের শিক্ষার জন্য
b) মূক ও বধির শিশুদের শিক্ষার জন্য
c) মানসিক প্রতিবন্ধী শিশুদের শিক্ষার জন্য
d) অনগ্রসর শিশুদের শিক্ষার জন্য

উত্তর - দৃষ্টিহীন শিশুদের শিক্ষার জন্য

22) কম্পিউটারের স্থায়ী স্মৃতি কেন্দ্র হল
a) ROM
b) RAM
c) CAI
d) CPU

উত্তর - ROM

23) ডেলরস কমিশনের সুপারিশ অনুযায়ী শিক্ষার স্তম্ভ হল
a) 2টি
b) 3টি
c) 4টি
d) 5টি 

উত্তর - 4টি

24) নিম্নলিখিত কোনটি কম্পিউটারের আউটপুট যন্ত্র
a) মাউস
b) কিবোর্ড
c) প্রিন্টার
d) স্ক্যানার

উত্তর - প্রিন্টার

কোন মন্তব্য নেই:

Deejpilot থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.