উচ্চ মাধ্যমিক শিক্ষাবিজ্ঞান mcq প্রশ্ন উত্তর 2018
উচ্চ মাধ্যমিক শিক্ষা বিজ্ঞান বিষয় থেকে 2018 সালের mcq প্রশ্ন উত্তর গুলো এখানে আলোচনা করা হলো। দ্বাদশ শ্রেণি শিক্ষা বিজ্ঞান প্রশ্ন উত্তর। উচ্চ মাধ্যমিক শিক্ষা বিজ্ঞান বিগত বছরের প্রশ্ন উত্তর 2018। শিক্ষা বিজ্ঞান mcq প্রশ্ন উত্তর।
1. মনোযোগের একটি বাহ্যিক নির্ধারক হল
a) অভ্যাস
b) তীব্রতা
c) আগ্রহ
d) মেজাজ
উত্তর - তীব্রতা
2. 6, 8, 14, 6, 10, 7, 6, 8 স্কোর গুলির ভূয়িষ্টক হল
a) 8
b) 10
c) 6
d) 14
উত্তর - 6
3. প্রচেষ্টা ও ভুলের শিখন তত্ত্বের প্রবক্তা হলেন
a) প্যাভলভ
b) স্কিনার
c) থর্ণডাইক
d) এদের কেউ নয়
উত্তর - থর্ণডাইক
4. g উপাদান প্রয়োজন হয়
a) কোন কোন কাজে
b) সব কাজে
c) কেবলমাত্র শিক্ষামূলক কাজে
d) কেবলমাত্র গণনার কাজে
উত্তর - সব কাজে
5. নবোদয় বিদ্যালয় গঠনের কথা কোন কমিশনে বলা হয়েছে
a) জাতীয় শিক্ষানীতি 1968
b) জাতীয় শিক্ষানীতি 1986
c) রামকৃষ্ণন মিশন
d) ভারতীয় শিক্ষা কমিশন
উত্তর - জাতীয় শিক্ষানীতি 1986
6. শিক্ষাকে যুগ্ম তালিকা ভুক্ত করা হয় সংবিধানের যে সংশোধনীতে তা হল
a) 62 তম
b) 42 তম
c) 44 তম
d) 93 তম
উত্তর - 42 তম
7. অপারেশন ব্ল্যাক বোর্ড কোন স্তরের শিক্ষার জন্য কর্মসূচি
a) মাধ্যমিক
b) প্রাথমিক
c) উচ্চ মাধ্যমিক
d) প্রাক প্রাথমিক
উত্তর - প্রাথমিক
8. বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা হল
a) U.G.C
b) C. A. B. E
c) A. I. C. T. E
d) N. C. T. E
উত্তর - A. I. C. T. E
9. মূক ও বধির দের জন্য মৌখিক পদ্ধতির প্রবর্তন করেন
a) কেটি অ্যালকর্ণ
b) লুইস ব্রেইল
c) সোফিয়া অ্যালকন
d) জুয়ান পাবলো বণে
উত্তর - জুয়ান পাবলো বণে
10. আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস হল
a) 8 আগস্ট
b) 8 সেপ্টেম্বর
c) 8 অক্টোবর
d) 8 নভেম্বর
উত্তর - 8 সেপ্টেম্বর
11. 2000 সালে ডাকারে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনের বিষয় ছিল
a) অন্তর্ভুক্ত শিক্ষা
b) পরিবেশ শিক্ষা
c) প্রথাগত শিক্ষা
d) সকলের জন্য শিক্ষা
উত্তর - সকলের জন্য শিক্ষা
12. শিখনের শেষ স্তর টি হল
a) পুনঃ রুদ্রক
b) জ্ঞানার্জন
c) প্রত্যভিজ্ঞা
d) ধারণ বা সংরক্ষণ
উত্তর - প্রত্যভিজ্ঞা
13. জ্ঞানের শিখনের প্রথম স্তর টি হল
a) বাচনিক শিখন
b) সংকেত মূলক শিখন
c) ধারণার শিখন
d) সমস্যা সমাধানের শিখন
উত্তর - সংকেত মূলক শিখন
14. থার্স্টনের বহু উপাদান তত্ত্বে M বলতে বোঝায়
a) প্রেষনা
b) স্মৃতি
c) নড়াচড়া
d) পরিমাপ
উত্তর - স্মৃতি
15. প্রাচীন অনুবর্তন হল
a) S- type
b) R - type
c) P - type
d) N - type
উত্তর - S- type
16. সরকারি চাকরি সংক্রান্ত সম সুযোগের কথা বলা হয়েছে ভারতীয় সংবিধানের যে ধারায়, তা হল
a) 16 নং
b) 17 নং
c) 15 নং
d) 18 নং
উত্তর - 16 নং
17. বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কত সালে গঠিত হয়
a) 1952
b) 1948
c) 1964
d) 1986
উত্তর - 1948
18. বহুমুখী বিদ্যালয়ের কথা কোন কমিশনে উল্লেখ আছে
a) কোঠারী কমিশন
b) রাধাকৃষ্ণন কমিশন
c) মুদালিয়র কমিশন
d) জাতীয় শিক্ষা নীতি, 1986
উত্তর - মুদালিয়র কমিশন
19. ভারতীয় শিক্ষা কমিশন গঠিত হয়েছিল
a) 1960 সালে
b) 1962 সালে
c) 1963 সালে
d) 1964 সালে
উত্তর - 1964 সালে
20. জনার্দন রেড্ডি কমিটি কত সালে গঠিত হয়
a) 1990
b) 1992
c) 1986
d) 1991
উত্তর - 1992
21. কত সালে ভারতীয় সাংসদে শিক্ষার অধিকার আইনটি পাশ হয়
a) 2006
b) 2007
c) 2009
d) 2010
উত্তর - 2009
22. Jacques Delors কমিশন স্থাপিত হয়
a) 1996 সালে
b) 1896 সালে
c) 1994 সালে
d) 1998 সালে
উত্তর - 1996 সালে
23. শিক্ষা বিজ্ঞানের প্রযুক্তিবিদ্যা এর উদাহরণ হল
a) প্রোগ্রাম শিখন
b) রেডিও
c) ওভারহেড প্রজেক্টর
d) ইন্টারনেট
উত্তর - ওভারহেড প্রজেক্টর
কোন মন্তব্য নেই: