উচ্চ মাধ্যমিক ইতিহাস mcq প্রশ্ন উত্তর 2016

এখানে 2016 সালের উচ্চ মাধ্যমিক ইতিহাস mcq প্রশ্ন উত্তর গুলি আলোচনা করা হলো। উচ্চ মাধ্যমিক ইতিহাস বিগত বছরের প্রশ্ন উত্তর। উচ্চ মাধ্যমিক ইতিহাস 2016 সালের mcq প্রশ্ন উত্তর। উচ্চ মাধ্যমিক ইতিহাস প্রশ্ন উত্তর 2016। দ্বাদশ শ্রেণীর ইতিহাস প্রশ্ন উত্তর। 

1. "সব ইতিহাসই সমকালীন ইতিহাস" - এটি কার উক্তি 
a) ক্রোচের
b) রাঙ্কের
c) রালের
d) ই. এইচ. কার

উত্তর - ক্রোচের

2. রাজতরঙ্গিনী রচনা করেন
a) কৌটিল্য
b) কলহন
c) বিলহন
d) কালিদাস

উত্তর - কলহন

3. পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলতো 
a) কয়লা কে
b) গোলমরিচ কে
c) লবঙ্গ কে
d) দারুচিনিকে

উত্তর - গোলমরিচ কে

4. ভারতে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় 
a) 1784 সালে
b) 1774 সালে
c) 1798 সালে
d) 1874 সালে

উত্তর - 1784 সালে

5. ভারতের কোন রাজ্যে প্রথম ইংরেজরা রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করে
a) বোম্বে
b) গুজরাট
c) মাদ্রাজ
d) বাংলাতে

উত্তর - বাংলা তে

6. নানকিং এর চুক্তি স্বাক্ষরিত হয়েছিল
a) 1839 খ্রিস্টাব্দে
b) 1841 খ্রিস্টাব্দে
c) 1843 খ্রিস্টাব্দে
d) 1845 খ্রিস্টাব্দে

উত্তর - 1841 খ্রিস্টাব্দে

7. বর্তমান ভারত রচনা করেন
a) বিবেকানন্দ
b) বিদ্যাসাগর
c) রামমোহন
d) রবীন্দ্রনাথ

উত্তর - বিবেকানন্দ

8. শুদ্ধি আন্দোলনের প্রবর্তক ছিলেন 
a) দয়ানন্দ সরস্বতী
b) লালা হংসরাজ
c) কেশব চন্দ্র সেন
d) বালগঙ্গাধর তিলক

উত্তর - দয়ানন্দ সরস্বতী

9. রামমোহন রায় কে 'রাজা' উপাধি দিয়েছিলেন 
a) লর্ড মিন্টো
b) সম্রাট বাহাদুর শাহ
c) মুঘল সম্রাট দ্বিতীয় আকবর
d) রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তর - মোগল সম্রাট দ্বিতীয় আকবর

10. 'Proverty and Un-british rule in India' রচনা করেন
a) অরবিন্দ
b) গান্ধীজী
c) দাদাভাই নৌরজি
d) সুরেন্দ্রনাথ 
 
উত্তর - দাদাভাই নৌরজি

11. মুসলিম লীগের কোন অধিবেশনে পাকিস্তান দাবি করা হয় 
a) লাহোর
b) লখনৌ
c) মাদ্রাজ
d) পাঞ্জাব

উত্তর - লাহোর অধিবেশনে

12. 1943 এর বাংলার দুর্ভিক্ষের সময় ভারতে ভাইসরয় কে ছিলেন 
a) ওয়াভেল
b) রিপন
c) আরউইন
d) ক্লাইভ

উত্তর - ওয়াভেল

13. স্বাধীন ইন্দোনেশিয়ার জন্ম হয় 
a) 1949 খ্রিস্টাব্দে
b) 1947 খ্রিস্টাব্দে
c) 1948 খ্রিস্টাব্দে
d) 1849 খ্রিস্টাব্দে

উত্তর - 1949 খ্রিস্টাব্দে

14. ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় ছিলেন
a) মাউন্টব্যাটেন
b) এটলী
c) ক্যানিং
d) ওয়ারেন হেস্টিংস

উত্তর - মাউন্টব্যাটেন

15. পটসডাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল
a) 1943 সালে
b) 1944 সালে
c) 1945 সালে
d) 1946 সালে

উত্তর - 1945 সালে

16. 1949 খ্রিস্টাব্দে সোভিয়েত বিরোধী যে সামরিক চুক্তি হয়েছিল তা হল
a) ন্যাটো
b) ব্রাসেলস
c) সিয়েটো
d) ওয়ারশ

উত্তর - সিয়েটো

17. 27 দফা দাবি পেশ করা হয়েছিল কোন সম্মেলনে
a) বান্দুং
b) বেলগ্রেড
c) তেহরান
d) নতুন দিল্লি

উত্তর - বেলগ্রেড

18. জিওনিস্টদের সংগঠনের সভাপতি ছিলেন
a) নাসের
b) বেন গুরিয়ান
c) ওয়াইজম্যান
d) আরাফত

উত্তর - ওয়াইজম্যান

19. পি. সি. মহলানবিশ ভারতে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়া প্রস্তুত করেন 
a) প্রথম
b) দ্বিতীয়
c) তৃতীয়
d) চতুর্থ

উত্তর - দ্বিতীয়

20. বাংলাদেশ স্বাধীনতা লাভ করে ...... সালে
a) 1972
b) 1971
c) 1947
d) 1975

উত্তর - 1971 সালে

21. পেরেস্ত্রৈকার প্রবর্তক ছিলেন 
a) ক্রুশ্চেভ 
b) লেনিন
c) স্ট্যালিন
d) গর্বাচেভ

উত্তর - গর্বাচেভ

22. ভারতের প্রথম পারমাণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান ছিলেন 
a) ভাটনাগর
b) মেঘনাদ সাহা
c) রাজা রমন্না
d) হোমি ভাবা

উত্তর - হোমি ভাবা


কোন মন্তব্য নেই:

Deejpilot থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.