উচ্চমাধ্যমিক ইতিহাস প্রশ্ন উত্তর 2018


উচ্চ মাধ্যমিক ইতিহাস 2018 সালের পরীক্ষার অতি সংক্ষিপ্ত প্রশ্ন গুলি উত্তর সহ এখানে আলোচনা করা হলো। উচ্চ মাধ্যমিক ইতিহাস প্রশ্ন উত্তর saq. দ্বাদশ শ্রেণীর ইতিহাস প্রশ্ন উত্তর। উচ্চমাধ্যমিক ইতিহাস বিগত বছরের প্রশ্ন উত্তর।

1) সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো?
উত্তর - সাম্রাজ্যবাদ হল এমন একটি প্রক্রিয়া, যেখানে রাজনৈতিক এবং অর্থনৈতিক দিক থেকে একটি কর্তৃত্বকারী দেশ অন্য দেশের উপর পুরোপুরি প্রভাব বিস্তার করে থাকে। 

2) ভাস্কো-ডা-গামা কবে ভারতে আসেন?
উত্তর - 1498 খ্রিস্টাব্দে 

3) বাণিজ্যিক মূলধন বলতে কী বোঝো?
উত্তর - উপনিবেশিক নীতির প্রভাব, শাসকদের দ্বারা বণিকদের একচেটিয়া ও বিশেষ অধিকার দান, অনুকূল বাণিজ্যের ভারসাম্য স্থাপন, শিল্প সংরক্ষণ নীতি বাণিজ্যিক মূলধন এর পর্যায়ভুক্ত। 

4) কত সালে আমেরিকা যুক্তরাষ্ট্র গঠিত হয়?
উত্তর - 1783 সালে

5) ভারতের সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন?
উত্তর - স্যার এলিজা ইম্পে 

6) সূর্যাস্ত আইন কি ছিল?
উত্তর - চিরস্থায়ী বন্দোবস্ত প্রাপ্ত জমিদারদের বছরের শেষ দিনে সূর্য অস্ত যাবার আগে, সরকারি খাজনা সরকারি কোষাগারে জমা করতে হতো। নতুবা অনাদায়ে জমিদারি হারাতে হবে। এই আইন টি সূর্যাস্ত আইন নামে পরিচিত।

7) ক্যান্টন বাণিজ্য কাকে বলে?
উত্তর - চীনের ক্যান্টন বন্দরের মাধ্যমে বিদেশিদের সাথে চীনের যে বাণিজ্যিক সম্পর্ক গড়ে উঠেছিল, তাকে ক্যান্টন বাণিজ্য বলে। 

8) ভারতে কবে রেলপথ প্রথম স্থাপিত হয়?
উত্তর - 1853 খ্রিস্টাব্দে 

9) চার্লস উড কে ছিলেন?
উত্তর - শিক্ষা বিষয়ে 1854 সালের প্রতিবেদন রচনাকার।

10) কলকাতা বিশ্ব বিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন?
উত্তর - জেমস উইলিয়াম কেলভিন / স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়।

11) আর্য সমাজ কবে প্রতিষ্ঠা হয়?
উত্তর - 1875 খ্রিস্টাব্দে

12) 4 ঠা মে আন্দোলন কত সালে অনুষ্ঠিত হয়েছিল?
উত্তর - 1919

13) সিমলা সাক্ষাৎকারে প্রতিনিধিদলের নেতৃত্ব কে দেন? 
উত্তর - আগা খান

14) ভারতীয়রা সাইমন কমিশন বর্জন করেছিলেন কেন?
উত্তর - কোন ভারতীয় প্রতিনিধি না থাকার জন্য।

15) পুনা চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়?
উত্তর - 1932 সালে

16) বিংশ শতকে বাংলায় কবে মন্বন্তর হয়েছিল?
উত্তর - 1943 খ্রিস্টাব্দে / ১৩৫০ বঙ্গাব্দে

17) সি. আর ফর্মুলা কি?
উত্তর - ভারতের অখন্ডতা রক্ষার জন্য, রাজনৈতিক অচলাবস্থা দূর করার জন্য কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে যে সমাধান সূত্র চক্রবর্তী রাজা গোপালাচারী তৈরি করেন , তার নাম সি. আর ফর্মুলা। 

18) সুভাষচন্দ্র বসু কাকে 'পূর্ব এশিয়ায় ভারতের স্বাধীনতা আন্দোলনের জনক' অভিহিত করেন?
উত্তর - রাসবিহারী বসু কে

19) কবে ভিয়েতনামে গণতন্ত্রিক প্রজাতন্ত্রে স্থাপিত হয়?
উত্তর - 1945 সালে

20) ন্যাটো এর পুরো কথা কি?
উত্তর - North Atlantic Treaty Organization

21) জেনেভা সম্মেলন কেন ডাকা হয়?
উত্তর - ভারত-চীন সমাধান সূত্র, ভিয়েতনাম সমস্যা মেটানোর জন্য।

22) প্রথম নির্জোট সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
উত্তর - বান্দুং এ

23) তৃতীয় বিশ্ব কি?
উত্তর - দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী কালে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত রাশিয়ার নেতৃত্বাধীন জোট ভুক্ত দেশগুলো বাদে এশিয়া, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার সদ্য স্বাধীনতা প্রাপ্ত ও অনুন্নত দেশ গুলি তৃতীয় বিশ্ব নামে পরিচিত। 

24) হোমি জাহাঙ্গীর ভাবা কে ছিলেন?
উত্তর - ভারতের পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান।




কোন মন্তব্য নেই:

Deejpilot থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.