উচ্চমাধ্যমিক ইতিহাস প্রশ্ন উত্তর 2017

এখানে উচ্চ মাধ্যমিক ইতিহাস পরীক্ষার 2017 সালের saq প্রশ্ন গুলি উত্তর সমেত আলোচিত হল। উচ্চমাধ্যমিক ইতিহাস saq প্রশ্ন উত্তর 2017। দ্বাদশ শ্রেণীর ইতিহাস বিগত বছরের প্রশ্ন উত্তর। উচ্চ মাধ্যমিক ইতিহাস অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর 2017। 

1) স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তর - ড. সুকর্ণ

2) স্বাধীন ভারতের প্রথম নির্বাচন কবে হয়েছিল?
উত্তর - 1951-52 সালে

3) বার্লিন অবরোধ বলতে কী বোঝো?
উত্তর - মার্কিন যুক্তরাষ্ট্রের সোভিয়েত বিরোধিতার কারণে সোভিয়েত রাশিয়া পশ্চিম জার্মানি থেকে বার্লিন কে আলাদা করতে যে অবরোধ নীতি ঘোষণা করে, তাকে বার্লিন অবরোধ বলে।

4) বুলগানিন কে ছিলেন?
উত্তর - 1955 সালে সোভিয়েত রাশিয়ার রাষ্ট্রপতি ছিলেন।

5) লিনলিথগো প্রস্তাব বা আগস্ট প্রস্তাব কবে ঘোষিত হয়?
উত্তর - 1940 সালের 8 ই আগস্ট

6) ক্রিপস মিশনের প্রস্তাবে গান্ধীজি কি প্রতিক্রিয়া ব্যক্ত করেন?
উত্তর - একটি বিপর্যস্ত ব্যাংকের উপরে কাটা ফেলপড়া একটি চেক - A post dated cheque on a crashing bank. 

7) মিরাট ষড়যন্ত্র মামলায় কতজন শ্রমিক নেতা অভিযুক্ত হন?
উত্তর - 33 জন

8) হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন কত সালে প্রবর্তিত হয়?
উত্তর - 1856 সালে

9) 'চুইয়ে পড়া' নীতি বলতে কী বোঝায়?
উত্তর - লর্ড মেকলে পাশ্চাত্যের ইংরেজি শিক্ষা উঁচু তলা থেকে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়া বোঝাতে চুইয়ে পড়া নীতি বলেছেন। 

10) কোন আইন দ্বারা কলকাতার সুপ্রিম কোর্ট স্থাপিত হয়?
উত্তর - 1774 সালের রেগুলেটিং আইন দ্বারা।

11) তাইপিং বিদ্রোহ কবে, কোথায় হয়েছিল?
উত্তর - 1850 - 1864 সালে, চীনে। 

12) সোশ্যাল ডারউইন বাদের প্রবক্তা কে?
উত্তর - হারবার্ট স্পেনসার

13) লগ্নি পুঁজি কাকে বলে?
উত্তর - যে পুঁজি বা অর্থ শিল্প প্রতিষ্ঠা ও প্রসারের জন্য বিনিয়োগ করা হয়, তাকে লগ্নি পুঁজি বলে।

14) বর্ণ বৈষম্য নীতি কোন দেশে বলবৎ হয়?
উত্তর - দক্ষিণ আফ্রিকা

15) ফিদেল কাস্ত্রো কে ছিলেন?
উত্তর - কিউবার রাষ্ট্রপতি

16) কর নেতৃত্বে ঝাঁসি রেজিমেন্ট গঠিত হয়?
উত্তর - নেতাজি সুভাষচন্দ্র বসু।

17) সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কে, কখন ঘোষণা করেন?
উত্তর - 1932 সালে, রামসে ম্যাকডোনাল্ড 

18) মুসলিম লীগের লাহোর অধিবেশনের গুরুত্ব কি?
উত্তর - পৃথক পাকিস্তানের দাবি উত্থাপন।

19) নব্যবঙ্গীয় কারা?
উত্তর - ডিরোজিওর যুক্তি বাদের আদর্শে অনুপ্রাণিত রামতনু লাহিড়ী, প্যারীচাঁদ মিত্র, দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় এবং তৎসহ যুব সম্প্রদায় কে নব্যবঙ্গীয় বলা হয়। 

20) চুক্তিবদ্ধ শ্রমিক কাদের বলা হয়?
উত্তর - যে শ্রমিকরা নিয়োগ কর্তার চুক্তিতে আবদ্ধ। 

21) একশো দিনের সংস্কার কি ছিল?
উত্তর - 1898 সালের 11ই জুন চীন সম্রাট কিয়াং সু শিক্ষা সহ অন্যান্য ক্ষেত্রে একশো তিন দিন ব্যাপী যে সংস্কার করেছিলেন, তা একশো দিনের সংস্কার নামে পরিচিত।

22) সর্বশেষ চার্টার আইন কবে প্রবর্তিত হয়?
উত্তর - 1853 সালে।

23) পলাশীর লুণ্ঠন বলতে কী বোঝ?
উত্তর - পলাশীর যুদ্ধের পর বাংলার অর্থ সম্পদ যে ভাবে 
ইংল্যান্ড পাচার হতো, তাকে পলাশীর লুণ্ঠন বলে।

24) শ্বেতাঙ্গদের বোঝা বলতে কী বোঝানো হয়?
উত্তর - শ্বেতাঙ্গ মানুষদের এশিয়া ও আফ্রিকার অ-শ্বেতাঙ্গ মানুষদের শিক্ষিত ও সভ্য করার যে দায়িত্ব ও দায়বদ্ধতা রয়েছে , তাকে শ্বেতাঙ্গদের বোঝা বলে।

কোন মন্তব্য নেই:

Deejpilot থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.