উচ্চমাধ্যমিক ইতিহাস প্রশ্ন উত্তর 2019


উচ্চ মাধ্যমিক ইতিহাস 2019 সালের পরীক্ষার অতি সংক্ষিপ্ত প্রশ্ন গুলি উত্তর সহ আলোচনা করা হলো। উচ্চ মাধ্যমিক ইতিহাস প্রশ্ন উত্তর saq. দ্বাদশ শ্রেণীর ইতিহাস প্রশ্ন উত্তর। উচ্চ মাধ্যমিক ইতিহাস বিগত বছরের প্রশ্ন উত্তর।

1) স্বাধীন আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?
উত্তর - আহমেদ বেন বেল্লা

2) সুয়েজ সংকট সমাধানের জন্য কোন ভারতীয় বিদেশমন্ত্রী লন্ডন সম্মেলনে (1956) যোগ দেন?
উত্তর - কৃষ্ণ মেনন

3) তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক কে ছিলেন?
উত্তর - সতীশচন্দ্র সামন্ত

4) রাওলাট সত্যাগ্রহের সূচনা কে করেন এবং কবে?
উত্তর - 1919 সালে, গান্ধীজি

5) মিরাট ষড়যন্ত্র মামলা বলতে কী বোঝো?
উত্তর - কমিউনিস্টদের শ্রমিক শ্রেণীর উপর প্রভাব নষ্ট করার জন্য ব্রিটিশ সরকার 32 জন কমিউনিস্টকে গ্রেপ্তার করে যে মামলা শুরু করে তা মিরাট ষড়যন্ত্র মামলা নামে পরিচিত।

6) 1924-25 এর ভাইকম সত্যাগ্রহ নেতৃত্ব কে দেন?
উত্তর - শ্রী নারায়ণ গুরু

7) একশো দিনের সংস্কার কি ছিল?
উত্তর - 1898 সালের 11ই জুন সম্রাট কোয়াংসু চীনে শিক্ষকসহ অন্যান্য ক্ষেত্রে একশো তিন দিন ধরে যে সংস্কার করেছিলেন, তাকে একশো দিনের সংস্কার বলে।

8) কবে এবং কেন তাইপিং বিদ্রোহ সংঘটিত হয়?
উত্তর - 1851-54 সালে চীনে বিদেশিদের শোষনের হাত থেকে রক্ষার জন্য তাইপিং বিদ্রোহ সংঘটিত হয়।

9) ভারতের কোথায় কোথায় পর্তুগিজ বাণিজ্য কুঠি গড়ে উঠেছিল?
উত্তর - গোয়া, কোচিন, চট্টগ্রাম, হুগলি।

10) কোন দেশ মশলা দ্বীপপুঞ্জ নামে বিখ্যাত ছিল ?
উত্তর - ইন্দোনেশিয়ার মালাকা।

11) সার্ক কি?
উত্তর - সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজইনাল কো- অপারেশন।

12) ফিডেল কাস্ত্রো কে ছিলেন?
উত্তর - কিউবার রাষ্ট্রপতি

13) আজাদ হিন্দ বাহিনীর ঝাঁসির রানী ব্রিগেডের নেতৃত্ব কে দেন?
উত্তর - লক্ষ্মী স্বামীনাথন / লক্ষ্মী সেহগাল

14) রশিদ আলী দিবস কবে পালিত হয়?
 উত্তর- 1946, 12ই ফেব্রুয়ারি

15) কে, কবে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন?
উত্তর - 1932 সালে, রামসে ম্যাকডোন্যাল্ড।

16) মাহাদ মার্চ বলতে কী বোঝো?
উত্তর - 1927 সালে কেরালায় উচ্চবর্ণের মানুষদের জন্য 
সংরক্ষিত জলাশয়ের জল অস্পর্শ মানুষদের দাবিতে আম্বেদকরের নেতৃত্বে মাহাদ মার্চ সত্যাগ্রহ হয়।

17) কে কবে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন?
উত্তর - 1897 সালে, স্বামী বিবেকানন্দ।

18) প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কে?
উত্তর - আত্মারাম পান্ডুরঙ্গ

19) দস্তক কি?
উত্তর - বাংলায় বিনাশুল্কে বাণিজ্য ছাড়পত্র। 

20) 1813 সালের সনদ আইনের গুরুত্ব কি ছিল?
 উত্তর - ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যের একচেটিয়া অধিকারের বিলুপ্তি। 

21) নতুন বিশ্ব বলতে কী বোঝো?
উত্তর - আমেরিগো ভেস্পুচি, তার চিঠিতে কলম্বাস আবিষ্কৃত মহাদেশকে নতুন বিশ্ব বলেছেন।

22) শ্বেতাঙ্গদের বোঝা বলতে কী বোঝানো হয়?
উত্তর - এশিয়া ও আফ্রিকার কালো চামড়ার মানুষকে সুসভ্য করার জন্য ইউরোপে শ্বেতাঙ্গ মানুষের দায়বদ্ধতা 
বোঝাতে শ্বেতাঙ্গদের বোঝা শব্দটি ব্যবহৃত হয়। 

কোন মন্তব্য নেই:

Deejpilot থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.