উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন উত্তর 2017
উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান 2017 সালের পরীক্ষার অতি সংক্ষিপ্ত (SAQ) প্রশ্ন গুলো উত্তর সহ আলোচনা করা হল। রাষ্ট্র বিজ্ঞান শর্ট কোশ্চেন দ্বাদশ শ্রেণী 2017। উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান বিগত বছরের প্রশ্ন উত্তর। উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান saq প্রশ্ন উত্তর ।
1) NAM এর পুরো কথাটি কি?
উত্তর - Non-Aligned Movement.
2) NATO এর পুরো কথাটি কী?
উত্তর - North Atlantic Treaty Organization.
3) পটসডাম সম্মেলনে যোগদানকারী যে কোনো দুজন নেতার নাম লেখ?
উত্তর - জোসেফ স্ট্যালিন ও হেনরি এস ট্রুম্যান।
4) বহুমেরুতা বলতে কী বোঝ?
উত্তর - যখন আন্তর্জাতিক ক্ষেত্রে একটি বা দুটি রাষ্ট্রের পরিবর্তে ছোট বড়ো অনেক রাষ্ট্রের নেতৃত্বে যে রাষ্ট্র জোট গড়ে ওঠে এবং বিশ্বের অর্থনৈতিক, বাণিজ্যিক ও রাজনৈতিক আধিপত্য বিস্তারের প্রতিযোগিতা পরিলক্ষিত হয়, তাকেই বহুমেরূতা বলে।
5) মার্শাল পরিকল্পনার মূল উদ্দেশ্য কি ছিল?
উত্তর - মার্শাল পরিকল্পনার মূল উদ্দেশ্য ছিল সোভিয়েত ইউনিয়নের বিরোধিতা করা ও তৎসহ কম্যুনিজম বিরোধী রাষ্ট্র জোট গঠন করা।
6) দাঁতাত বলতে কি বোঝো?
উত্তর - দাঁতাত বলতে বোঝায় দুটি রাষ্ট্র শক্তির মধ্যে দুটি রাষ্ট্র শক্তির মধ্যে পারস্পরিক দ্বন্দ্বের পরিবর্তে পারস্পরিক সহযোগিতা মূলক সম্পর্কের উন্নতি ঘটানোর প্রচেষ্টা তথা উত্তেজনা প্রশমন অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে দ্বন্দ্বের পরিবর্তে সহযোগিতার বাতাবরণ সৃষ্টি।
7) SAPTA এর পুরো কথাটি কী?
উত্তর - South Asian Free Trade Area.
8) NPT এর পুরো কথাটি কী?
উত্তর - Non Proliferation Treaty.
9) গুজরাল নীতি কার সৃষ্টি?
উত্তর - ইন্দর কুমার গুজরালের, ভারতের প্রাক্তন পররাষ্ট্র ও প্রধানমন্ত্রী।
10) ভারতের কোন প্রধানমন্ত্রী শ্রীলঙ্কার সাথে শান্তি স্থাপনের জন্য চুক্তি করেন 1987 সালে ?
উত্তর - রাজীব গান্ধী
11) পররাষ্ট্রনীতির দূরপাল্লার লক্ষ্য কাকে বলে?
উত্তর - কে. জে. হলসটির মতে পররাষ্ট্রনীতির দূরপাল্লার লক্ষ্য বলতে বোঝায় চূড়ান্ত রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে আন্তর্জাতিক ব্যবস্থার পুনর্গঠন।
12) সম্মিলিত জাতিপুঞ্জের কোন দুটি সংস্থা সনদ সংশোধনের কাজ করে?
উত্তর - নিরাপত্তা পরিষদ ও সাধারণ সভা।
13) সম্মিলিত জাতিপুঞ্জে র বর্তমান মহাসচিবের নাম কি?
উত্তর - অ্যান্টোনিও গুটেরেস
14) সাধারণ সভায় প্রতিটি সদস্য রাষ্ট্র কতজন প্রতিনিধি পাঠাতে পারে?
উত্তর - 5 জন
15) অর্থনৈতিক ও সামাজিক পরিষদ কতজন সদস্য নিয়ে গঠিত হয়?
উত্তর - 54 জন
16) আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত?
উত্তর - নেদারল্যান্ডের হেগ শহরে।
17) সম্মিলিত জাতিপুঞ্জ দিবস রূপে কোন দিনটি পালিত হয়?
উত্তর - 24 অক্টোবর
18) ভারতের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন?
উত্তর - একক হস্তান্তরযোগ্য ভোটের ভিত্তিতে সমানুপাতিক প্রতিনিধিত্বের নিয়মানুযায়ী গোপন ভোটের
মাধ্যমে একটি নির্বাচক সংস্থা দ্বারা ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন।
19) রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা বলতে কী বোঝ?
উত্তর - যে ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে রাজ্যপাল মুখ্যমন্ত্রীর সঙ্গে পরামর্শ করতে বাধ্য নন। যেসব বিষয়ে স্বেচ্ছাধীন ক্ষমতা রয়েছে সে সব বিষয়ে রাজ্যপালের সিদ্ধান্তই চূড়ান্ত।
20) সুপ্রিম কোর্টের এক্তিয়ার বা এলাকা গুলি কী কী?
উত্তর - a) মূল এলাকা, b) আপিল এলাকা, c) পরামর্শ দান এলাকা ও d) নির্দেশ, আদেশ বা লেখ জারি করা এলাকা।
21) গণ আদালতের কার্যাবলী গুলি কি?
উত্তর - a) ভারতের বিভিন্ন আদালতের কাজের চাপ হ্রাস করা। b) দ্রুত বিরোধের নিষ্পত্তি করা। c) নাগরিকদের বিনা ব্যয় এ বিচার পাওয়ার সুযোগ দেওয়া।
22) বিচার বিভাগীয় অতি সক্রিয়তা বলতে কী বোঝ?
উত্তর - আদালত ক্ষেত্র বিশেষ শাসন বিভাগ ও আইন বিভাগের ওপর যে প্রাধান্য বিস্তারের চেষ্টা করে তাকেই বিচার বিভাগীয় অতি সক্রিয়তা বলে।
23) পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তরের নাম কি?
উত্তর - জেলা পরিষদ
24) বরো কমিটি কি?
উত্তর - তিন লক্ষ বা তার থেকে বেশি জনসংখ্যা বিশিষ্ট পৌর সভায় বরো কমিটি গঠিত হয়। পরস্পর সংলগ্ন 6 টি ওয়ার্ড নিয়ে একটি বরো গঠিত হয়। একটি পৌর অঞ্চলে 5টি বরো কমিটি থাকে। যে সব ওয়ার্ড নিয়ে বরো কমিটি গঠিত হয়, সেই সব ওয়ার্ডের সদস্য রা বরো কমিটির সদস্য হন।
কোন মন্তব্য নেই: