উচ্চমাধ্যমিক দর্শন প্রশ্ন উত্তর 2019


উচ্চমাধ্যমিক দর্শন পরীক্ষার অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর গুলি এখানে আলোচনা করা হলো। উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন উত্তর 2019 দর্শন। উচ্চ মাধ্যমিক দর্শন saq প্রশ্ন উত্তর। 

1) যুক্তির বৈধতা বলতে কী বোঝায়?
উত্তর - যুক্তির বৈধতা বলতে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তের অনিবার্য ভাবে নিঃসৃত হওয়াকে বোঝায়। বৈধ যুক্তির আশ্রয় বাক্য সত্য হলে সিদ্ধান্ত কখনোই মিথ্যা হতে পারে না। 

2) একটি বৈধ অবরোহ যুক্তির উদাহরণ দাও যার আশ্রয় বাক্য মিথ্যা কিন্তু সিদ্ধান্ত সত্য?
উত্তর - উদাহরণ টি হল
(E) কোন বৃত্ত নয় গোলাকার ক্ষেত্র। (মিথ্যা)
(A) সকল ত্রিভুজ হয় বৃত্ত। (মিথ্যা)
(E) কোন ত্রিভুজ নয় গোলাকার ক্ষেত্র। (সত্য)

3) বচনের বিরোধিতার দুটি শর্ত কি কি? 
উত্তর - বচনের বিরোধিতার দুটি শর্ত হলো
i) উদ্দেশ্য ও বিধেয় পদ এক থাকবে।
ii) গুন বা পরিমাণ বা গুন ও পরিমাণ উভয়ের পার্থক্য থাকবে। 

4) বিপরীত বিরোধিতা ও বিরুদ্ধ বিরোধিতার মধ্যে পার্থক্য করো?
উত্তর - বিপরীত বিরোধিতার সম্পর্ক হল দুটি সামান্য বচনের সম্পর্ক অপরদিকে বিরুদ্ধ বিরোধিতার সম্পর্ক হল একটি সামান্য বচন এবং একটি বিশেষ বচনের মধ্যে সম্পর্ক। 

5) যদি 'A' বচন সত্য হয় তবে এর বিরুদ্ধ বচনের অসম বিরোধী বচনের  সত্যমূল্য কি হবে।
উত্তর - যদি 'A' বচন সত্য হয় তবে এর বিরুদ্ধ বচনের অসম বিরোধী বচনের সত্যমূল্য হবে মিথ্যা।

6) আবর্তনের ব্যাপ্যতা সংক্রান্ত নিয়ম টি কি?
উত্তর - আবর্তনের ব্যাপ্যতা সংক্রান্ত নিয়ম টি হল, 'যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য নয় তা সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না।'

7) 'A' বচনের সরল আবর্তনের একটি বাস্তব দৃষ্টান্ত দাও?
উত্তর -  A - সকল বৃক্ষ হয় উদ্ভিদ। - আবর্তনীয়
        ⸫ A - সকল উদ্ভিদ হয় বৃক্ষ। - আবর্তিত

8) বিকল্প পরিগ্রহণ দোষ কখন ঘটে?
উত্তর - বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের প্রধান আশ্রয় বাক্যের
একটি বিকল্প কে অপ্রধান আশ্রয় বাক্যে স্বীকার করে অপর বিকল্প কে সিদ্ধান্তে অস্বীকার করা হলে বিকল্প পরিগ্রহণ দোষ  ঘটে।

9) গঠন মূলক প্রাকল্পিক ন্যায়ের (M.P) একটি উদাহরণ দাও?
উত্তর - যদি ভালো বৃষ্টিপাত হয় তাহলে প্রচুর শস্য উৎপন্ন হয়। 
ভালো বৃষ্টিপাত হবে। 
⸫ প্রচুর শস্য উৎপন্ন হবে। 

10) বৈধতা / অবৈধতা নির্ণয় কর:
হয় পাখিটি কাক অথবা কোকিল। পাখিটি কাক নয় কারণ পাখিটি কোকিল। 
উত্তর - আদর্শ আকার: 
    হয় পাখিটি কাক বা কোকিল 
পাখিটি কোকিল 
⸫ পাখিটি কাক নয়। 
উপরিউক্ত বৈকল্পিক ন্যায় টি ' বিসংবাদী' অর্থে ব্যবহৃত হয়েছে, তাই এটি বৈধ বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়। 

11) গ্রাহক কি?
উত্তর - যে প্রতীক দিয়ে যৌগিক বচনের আপ্তবাক্য কে প্রতিস্থাপন করা হয় তা হল গ্রাহক। 

12) পরিপূরক শ্রেণী বলতে কী বোঝায়?
উত্তর - মূল শ্রেনির বিরুদ্ধ শ্রেণিকে মূল শ্রেণির পরিপূরক শ্রেণি বলা হয়।

13) নিবেশন দৃষ্টান্ত কাকে বলে?
উত্তর - একটি বচনাকার থেকে প্রাপ্ত এক বা একাধিক বচন কে বলা হয় ঐ আকারের নিবেশন দৃষ্টান্ত। যেমন - 
P এই আণবিক বচনাকার থেকে ' রাম হয় মরণশীল' , 'শ্যাম হয় মেধাবী ' ইত্যাদি বচন পাওয়া যেতে পারে। 

14) আরোহ মূলক লাভ কি?
উত্তর - আরোহ অনুমানের ক্ষেত্রে জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে বা বিশেষের জ্ঞান থেকে সামান্যের জ্ঞানে উপনীত হওয়ার  প্রক্রিয়াই হল আরোহ মূলক লাভ। 

15) আরোহ অনুমানের আকার গত ভিত্তি কী কী?
উত্তর - আরোহ অনুমানের আকার গত ভিত্তি হল - 1) কার্যকারণ সম্পর্ক ও  2) প্রকৃতির একরূপটা নীতি। 

16) মন্দ উপমাযুক্তির একটি উদাহরণ দাও?
উত্তর - উদাহরণ : শ্যাম ও রাম লম্বা এবং শক্তিশালী। 
রাম অঙ্কে পারদর্শী। 
⸫ শ্যামও অঙ্কে পারদর্শী হবে। 

17) অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে লৌকিক আরোহ বলা হয় কেন?
উত্তর -  অবৈজ্ঞানিক আরোহ অনুমানে কার্য-কারণ সম্বন্ধ নির্ণয় না করেই কেবলমাত্র অবাধ অভিজ্ঞতার ভিত্তিতে সাধারণ মানুষ দৈনন্দিন জীবনে সার্বিক সংশ্লেষক বচন কে সিদ্ধান্ত হিসাবে গঠন করে থাকে, তাই একে লৌকিক আরোহ বলে। 

18) 'স্থায়ী কারণ' বলতে কি বলেছেন? 
উত্তর - যে কারণ কে অপসারণ বা বর্জন করা যায় না, তা হল স্থায়ী কারণ। যেমন - বস্তুত তাপ হল স্থায়ী কারণ। 

19) 'সুইচ অন করা পাখা চলার কারণ ' - এ ক্ষেত্রে কারণ শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে?
উত্তর - এক্ষেত্রে কারণ শব্দটি আবশ্যিক অর্থে ব্যবহৃত হয়েছে।

20) বহুকারণবাদের একটি অসুবিধা উল্লেখ করো?
উত্তর - বহুকারণবাদের একটি অসুবিধা হল এই মত টি গ্রহণ করলে কারণ কে কখনোই অপরিবর্তনীয় ও শর্ত হন রূপে গণ্য করা যায় না। 

21) আবশ্যিক ও পর্যাপ্ত শর্ত হিসেবে কারণের একটি দৃষ্টান্ত দাও?
উত্তর - ভিজে জ্বালানি তে অগ্নি সংযোগ ধোঁয়ার আবশ্যিক পর্যাপ্ত শর্ত। 

কোন মন্তব্য নেই:

Deejpilot থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.