উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন উত্তর 2016
উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান 2016 সালের পরীক্ষার অতি সংক্ষিপ্ত (SAQ) প্রশ্ন গুলো উত্তর সহ আলোচনা করা হল। রাষ্ট্র বিজ্ঞান শর্ট কোশ্চেন দ্বাদশ শ্রেণী 2016। উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান বিগত বছরের প্রশ্ন উত্তর। উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান saq প্রশ্ন উত্তর ।
1) দাঁতাত ও ঠান্ডা লড়াই এর মধ্যে প্রধান পার্থক্য কি?
উত্তর - দাঁতাত বলতে বোঝায় দুটি রাষ্ট্রীয় শক্তির মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব এর পরিবর্তে পারস্পরিক সহযোগিতা মূলক সম্পর্কের উন্নতি ঘটানোর প্রচেষ্টা।
অন্যদিকে ঠান্ডা লড়াই হল প্রত্যক্ষ যুদ্ধের পরিবর্তে যুদ্ধের উত্তেজনাপূর্ণ উদ্বেগজনক পরিস্থিতি। অন্যভাবে বলা যায় মতাদর্শগত যুদ্ধ।
2) দ্বিমেরুকেন্দ্রিক রাজনীতি বলতে কি বোঝায়?
উত্তর - দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী বিশ্ব রাজনীতি মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে দুটি মেরুতে ভাগ হয়ে গিয়েছিল। এই অবস্থাকেই দ্বিমেরুকেন্দ্রিক বিশ্ব রাজনীতি বলে।
3) জোট নিরপেক্ষ মতাদর্শ কোন ভারতীয় রাষ্ট্রনেতার মস্তিষ্কপ্রসূত?
উত্তর - জওহরলাল নেহেরু
4) জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান লক্ষ্য কি?
উত্তর - সাম্রাজ্যবাদ ও বর্ণবিদ্বেষবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন ও পঞ্চশীল নীতি অনুসরণ।
5) ভারতের বিদেশনীতির প্রধান স্তম্ভ কি ?
উত্তর - ভারতের বিদেশনীতির প্রথম ও প্রধান বৈশিষ্ট্য হলো জোট নিরপেক্ষতা।
6) একটি পঞ্চশীল নীতির উল্লেখ করো ?
উত্তর - একটি পঞ্চশীল নীতি হলো অনাক্রমন।
7) পঞ্চশীল নীতি কে প্রথম ঘোষণা করেছিলেন?
উত্তর - পঞ্চশীল নীতি প্রথম ঘোষণা করেছিলেন জওহরলাল নেহেরু।
8) CTBT কি ?
উত্তর - Comprehensive Test Ban Treaty. পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধকরণের জন্য স্বাক্ষরিত চুক্তি (1996)।
9) সম্মিলিত জাতিপুঞ্জের সনদে কতগুলি ধারা?
উত্তর - 111 টি ধারা আছে।
10) নিরাপত্তা পরিষদে কোন কোন দেশের ভেটো প্রয়োগের ক্ষমতা আছে?
উত্তর - ব্রিটেন, ফ্রান্স, আমেরিকা, রাশিয়া, চীন দেশের
11) সম্মিলিত জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের একটি কাজ উল্লেখ করো ?
উত্তর - কৃষি ও খাদ্যের উন্নতি কল্পে এই সংস্থা গবেষণা চালাবার ব্যবস্থা করতে পারে।
12) জাতি পুঞ্জের মহাসচিব কিভাবে নির্বাচিত হন?
উত্তর - নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ জন সদস্য সহ অন্তত 9 জন সদস্যের সমর্থনে নির্ধারিত প্রার্থী নিরাপত্তা পরিষদের সুপারিশে সাধারণ সভায় উপস্থিত ও ভোটদানকারী সদস্যবর্গের সংখ্যাগরিষ্ঠতায় জাতিপুঞ্জের মহাসচিব নির্বাচিত হন।
13) সম্মিলিত জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা নীতি কি?
উত্তর - জাতিপুঞ্জের সনদের প্রথম ধারায় বলা হয়েছে যে
বিশ্বের শান্তি ও নিরাপত্তা রক্ষা করার জন্যে প্রয়োজনে যৌথ নিরাপত্তা নীতি প্রয়োগ করা যাবে। যৌথ নিরাপত্তা ব্যবস্থার লক্ষ্য হল বৃহত্তর বিপর্যয় এড়ানোর জন্য সম্ভাব্য আক্রমণকারী কে যৌথ ভাবে প্রতিরোধ করা।
14) UNESCO কী?
উত্তর - United Nations Educational, Scientific and Cultural Organization. জাতি পুঞ্জের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক বিষয়ক সংস্থা। এর কেন্দ্রীয় কার্যালয় প্যারিসে অবস্থিত।
15) দ্বিকক্ষ বিশিষ্ট আইন সভার পক্ষে একটি যুক্তি দাও?
উত্তর - আইন সভা দ্বিকক্ষ বিশিষ্ট হলে উভয় পক্ষ আলাপ আলোচনা এবং তর্ক বিতর্কের মাধ্যমে সুচিন্তিত ও জনকল্যাণকামী আইন প্রণীত হতে পারে।
16) অর্পিত ক্ষমতা প্রসূত আইন এর সংজ্ঞা দাও?
উত্তর - অনেক সময় আইন সভা কিছু বিশেষ ক্ষেত্রে আইন প্রণয়নের দায়িত্ব শাসন বিভাগের হাতে অর্পণ করে। সেই ক্ষমতা বলে শাসন বিভাগ প্রণীত আইন কে অর্পিত ক্ষমতা প্রসূত আইন বলে।
17) রাষ্ট্র কৃত্যক বা আমলা কাদের বলা হয়?
উত্তর - রাষ্ট্রের প্রশাসনিক কার্যে স্থায়ীভাবে নিযুক্ত কর্মচারীরা হলেন শাসন বিভাগের অ- রাজনৈতিক অংশ। তারা রাষ্ট্র কৃত্যক নামে পরিচিত। সাধারণ ভাবে এদের আমলা বলা হয়।
18) ভারত রাষ্ট্রের সাংবিধানিক প্রধান কে?
উত্তর - ভারত রাষ্ট্রের সাংবিধানিক প্রধান হলেন রাষ্ট্রপতি।
19) রাজ্য আইন সভার নেতা কে?
উত্তর - রাজ্য আইন সভার নেতা হলেন মুখ্যমন্ত্রী।
20) ভারতের অঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী র একটি গুরুত্বপূর্ণ কাজ উল্লেখ করো?
উত্তর - মুখ্যমন্ত্রীর একটি গুরুত্বপূর্ন কাজ হলো রাজ্য বিধান সভার নেতা বা নেত্রী হিসাবে বিধানসভার অধিবেশন আহ্বান করা, স্থগিত রাখা, প্রয়োজনে ভেঙে দেওয়া প্রভৃতি বিষয়ে রাজ্যপাল কে পরামর্শ দেওয়া।
21) গ্রাম পঞ্চায়েতের সভায় কে সভাপতিত্ব করেন?
উত্তর - গ্রাম পঞ্চায়েতের সভায় প্রধান সভাপতিত্ব করেন।
22) পঞ্চায়েত ব্যবস্থায় মহিলাদের জন্য কত শতাংশ আসন সংরক্ষিত থাকে?
উত্তর - মহিলাদের জন্য 50 শতাংশ আসন সংরক্ষিত থাকে।
23) পশ্চিমবঙ্গের পৌরসভা গুলি আয়ের একটি উৎস উল্লেখ করো?
উত্তর - সরকার কর্তৃক প্রদত্ত অর্থ সাহায্য।
উত্তর - সরকার কর্তৃক প্রদত্ত অর্থ সাহায্য।
24) জেলা সংসদের প্রধান কাজ কি উল্লেখ করো?
উত্তর - প্রতিবছর জেলা সংসদের অন্তত দুটি বৈঠক আহ্বান করে সেখানে যাবতীয় হিসাব, বাজেট ও অডিট রিপোর্ট পেশ।
কোন মন্তব্য নেই: