উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন উত্তর 2018
উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান 2018 সালের পরীক্ষার অতি সংক্ষিপ্ত (SAQ) প্রশ্ন গুলো উত্তর সহ আলোচনা করা হল। রাষ্ট্র বিজ্ঞান শর্ট কোশ্চেন দ্বাদশ শ্রেণী 2018। উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান বিগত বছরের প্রশ্ন উত্তর। উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান saq প্রশ্ন উত্তর ।
উত্তর - South East Asian Treaty Organization.
2) NAM এর একটি নীতি উল্লেখ করো?
উত্তর - নিরবিচ্ছিন্ন ভাবে জাতীয় মুক্তি আন্দোলনের প্রতি সমর্থন জ্ঞাপন।
3) জোট নিরপেক্ষ আন্দোলনের দুজন মুখ্য প্রবক্তার নাম করো?
উত্তর - জওহরলাল নেহেরু ও মার্শাল টিটো
4) দ্বিমেরুকরণ কাকে বলে?
উত্তর - দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে ভিন্ন রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে সমগ্র বিশ্ব দুটি মেরুতে বিভক্ত হয়ে পড়েছিল। একেই দ্বিমেরুকরণ বলে।
5) ভারতের বিদেশনীতির প্রধান স্তম্ভ কি?
উত্তর - ভারতের পররাষ্ট্র নীতির প্রথম ও প্রধান বৈশিষ্ট্য হল জোট নিরপেক্ষতা।
6) যেকোনো একটি পঞ্চশীল নীতির উল্লেখ করো?
উত্তর - অনাক্রমন
7) কয়টি সদস্য রাষ্ট্র নিয়ে সার্ক (SAARC) গঠিত হয়েছিল?
উত্তর - 1985 সালে 7 টি দেশ নিয়ে সার্ক গঠিত হয়েছিল।
8) BRICS কী?
উত্তর - ব্রাজিল (Brazil), রাশিয়া (Russia), ভারত (India), চীন ( China), দক্ষিণ আফ্রিকা (South Africa)
এই রাষ্ট্র গুলির জাতীয় অর্থনীতির একটি সংঘ।
9) G-77 বলতে কি বোঝো?
উত্তর - অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে সম্মিলিত জাতিপুঞ্জের অন্তর্গত বর্তমানে 134 টি রাষ্ট্রের জোট। প্রতিষ্ঠার সময় 77 টি রাষ্ট্র সদস্য ছিল, সেই সূত্রে নাম Group of 77 বা G-77 ।
10) সম্মিলিত জাতিপুঞ্জের স্থায়ী সচিবালয় কোথায় অবস্থিত?
উত্তর - আমেরিকা যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে।
11) অতলান্তিক সনদ কত সালে স্বাক্ষরিত হয়?
উত্তর - 1942 সালে
12) নিরাপত্তা পরিষদের একটি দুর্বলতা উল্লেখ করো?
উত্তর - নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য রাষ্ট্রের ভিটো ক্ষমতা তাদের অন্যান্য সদস্য রাষ্ট্র অপেক্ষা অনেক বেশি ক্ষমতার অধিকার করেছে এবং এভাবে সমতার নীতিটি লঙ্ঘিত হয়েছে।
13) অর্থনৈতিক ও সামাজিক পরিষদের দুটি বিশেষজ্ঞ সংস্থার নাম লেখ?
উত্তর - a) খাদ্য ও কৃষি সংস্থা, b) আন্তর্জাতিক শ্রম সংস্থা
14) আন্তর্জাতিক আদালতের বিচারপতির সংখ্যা কত?
উত্তর - 15 জন
15) Spirit of Law গ্রন্থটি কার লেখা?
উত্তর - মন্টেস্কুর লেখা
16) 'অর্পিত ক্ষমতা প্রসূত আইন' - এর সংজ্ঞা দাও?
উত্তর - বর্তমানে আইন সভার কাজ বিশেষভাবে বৃদ্ধি পাওয়ার ফলে আইনের পুঙ্খানুপুঙ্খ বিষয়গুলি নির্ধারণের ভার আইনসভা শাসন বিভাগের হাতে অর্পণ করে। শাসন বিভাগ প্রণীত এই রূপ আইনকে অর্পিত ক্ষমতা প্রসূত আইন বলে।
17) আমলাতন্ত্র বলতে কি বোঝো?
উত্তর - প্রশাসনিক কাজে স্থায়ীভাবে নিযুক্ত কর্মচারীগণ যারা রাষ্ট্র কর্তৃক নামে পরিচিত এবং শাসন বিভাগের অ-রাজনৈতিক অংশ তাদের পরিচালিত শাসনব্যবস্থাকে আমলাতন্ত্র বলে ।
18) ভারতের উপ রাষ্ট্রপতি কিভাবে নির্ধারিত হন?
উত্তর - ভারতের উপ রাষ্ট্রপতি সংসদের উভয় কক্ষের সদস্যদের নিয়ে গঠিত একটি নির্বাচক সংস্থা কর্তৃক একক হস্তান্তরযোগ্য ভোটের ভিত্তিতে সমানুপাতিক প্রতিনিধিত্ব এর নিয়মানুযায়ী গোপন ভোটে নির্বাচিত হন।
19) রাজ্যপাল পদের একটি যোগ্যতা লেখ?
উত্তর - রাজ্যপাল পদের একটি যোগ্যতা হলো তাকে ন্যূনতম 35 বছর বয়সী ভারতীয় নাগরিক হতে হবে।
20) ভারতের প্রধানমন্ত্রী যেকোনো দুটি ক্ষমতা উল্লেখ করো?
উত্তর - A. সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ অনুসারে মন্ত্রিসভার সদস্যদের নিয়োগ করেন এবং দপ্তর বন্টন করেন।
B. ভারতের পররাষ্ট্র নীতি নির্ধারনে প্রধানমন্ত্রী যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন, তেমনি বিশ্ব রাজনীতিতে তিনি ভারতের প্রধান মুখপাত্র হিসেবে বিবেচিত হন।
21) ওয়ার্ড কমিটি কি?
উত্তর - পৌর আইনে প্রতিটি ওয়ার্ডে একটি করে ওয়ার্ড কমিটি গঠনের কথা বাধ্যতামূলক করা হয়েছে। প্রতিটি ওয়ার্ডে নির্বাচিত কাউন্সিলর এবং অন্য কয়েকজন সদস্য কে নিয়ে ওয়ার্ড কমিটি গঠিত হয়। অন্যান্য সদস্যরা কাউন্সিলর পরিষদ কর্তৃক মনোনীত হন।
22) পশ্চিমবঙ্গের পৌরসভা গুলির আয়ের দুটি উৎস উল্লেখ করো?
উত্তর - A. রাজ্য সরকার কর্তৃক প্রদত্ত অর্থ সাহায্য
B. পৌরসভা অঞ্চল থেকে সংগৃহীত কর।
23) ক্ষুদ্র জেলাশাসক কাকে বলে?
উত্তর - মহকুমা শাসক (S.D.O) কে
24) ন্যায় পঞ্চায়েত বলতে কী বোঝো?
উত্তর - ন্যায় পঞ্চায়েত হলো গ্রাম স্তরে ছোটখাটো দেওয়ানী ও ফৌজদারি মামলা গুলি নিষ্পত্তির জন্য গঠিত স্বায়ত্তশাসিত সংস্থা । গ্রাম পঞ্চায়েত কর্তৃক নির্বাচিত পাঁচজন সদস্য কে নিয়ে ন্যায় পঞ্চায়েত গঠিত হয়।
কোন মন্তব্য নেই: