উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন ও উত্তর 2019


উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান 2019 সালের পরীক্ষার অতি সংক্ষিপ্ত (SAQ) প্রশ্ন গুলো উত্তর সহ আলোচনা করা হল। রাষ্ট্র বিজ্ঞান শর্ট কোশ্চেন দ্বাদশ শ্রেণী।  উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান বিগত বছরের প্রশ্ন উত্তর। উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান saq প্রশ্ন উত্তর ।

1) কোন সম্মেলনকে ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত হিসেবে চিহ্নিত করা হয়?
উত্তর - 1955 সালের 18 জুলাই এর জেনেভা সম্মেলন কে।

2) ট্রুম্যান নীতি কাকে বলে?
উত্তর - 1947 সালে মার্কিন প্রেসিডেন্ট ট্রুম্যান গ্রীস ও তুরস্কের কমিউনিস্টদের এবং ওই দুই দেশে সামগ্রিকভাবে সোভিয়েত ইউনিয়নের প্রভাব চূড়ান্তভাবে খর্ব করার যেসব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা ঘোষণা করেন তাকেই ট্রুম্যান নীতি বলে। 

3) দাঁতাত ও ঠান্ডা লড়াই এর মধ্যে প্রধান পার্থক্য কি?
উত্তর - দাঁতাত বলতে বোঝায় দুটি রাষ্ট্রীয় শক্তির মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব এর পরিবর্তে পারস্পরিক সহযোগিতা মূলক সম্পর্কের উন্নতি ঘটানোর প্রচেষ্টা।

অন্যদিকে ঠান্ডা লড়াই হল প্রত্যক্ষ যুদ্ধের পরিবর্তে যুদ্ধের উত্তেজনাপূর্ণ উদ্বেগজনক পরিস্থিতি। অন্যভাবে বলা যায় মতাদর্শগত যুদ্ধ। 

4) পেরেস্ত্রইকা কি? 
উত্তর - 1985 সালে সোভিয়েত কমিউনিস্ট পার্টির 27 তম অধিবেশনে  'গ্লাসনস্ত ও পেরেস্ত্রইকা' নীতি হিসেবে গৃহীত হয়। পেরেস্ত্রইকা বলতে বোঝায় পুনর্গঠন অর্থাৎ অর্থনৈতিক ও রাজনৈতিক ব্যবস্থার পুনর্গঠন বা সংস্কার সাধন। 

5) ভারতের কোন প্রধানমন্ত্রী 1987 সালে শ্রীলঙ্কা সরকারের সাথে শান্তি স্থাপনের উদ্দেশ্যে চুক্তি করেন?
উত্তর - রাজীব গান্ধী।

6) কোন বছর বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয় ?
উত্তর - 1955 সালে

7) সার্কের সদস্য দেশ গুলির নাম উল্লেখ করো?
উত্তর - ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলংকা, আফগানিস্তান ও মালদ্বীপ। 

8) SAPTA এর পূর্ণরূপ কি ?
উত্তর - South Asian Preferential Trade Agreement

9) নিরাপত্তা পরিষদে ভেটো প্রদানের ক্ষমতা আছে এমন দুটি রাষ্ট্রের নাম উল্লেখ করো?
উত্তর - আমেরিকা ও রাশিয়া

10) জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের মোট সদস্য সংখ্যা কত?
উত্তর - 54 টি

11) আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত?
উত্তর - নেদারল্যান্ডের হেগ শহরে

12)  সম্মিলিত জাতিপুঞ্জ দিবস রূপে বছরের কোন দিনটি পালিত হয় ?
উত্তর - 24 অক্টোবর

13) জাতিপুঞ্জের 193 তম সদস্য রাষ্ট্রটির নাম কি ?
উত্তর - দক্ষিণ সুদান

14) সম্মিলিত জাতিপুঞ্জের সনদের যে কোন একটি নীতির উল্লেখ করো ?
উত্তর - সম্মিলিত জাতিপুঞ্জের ক্ষুদ্র ও বৃহৎ সব রাষ্ট্রই সমান ।

15) ভারতের রাষ্ট্রপতি কোন পদ্ধতিতে পদচ্যুত হন?
উত্তর - ভারতের রাষ্ট্রপতি কে ইমপিচমেন্ট পদ্ধতির ( 61 নং ধারা) মাধ্যমে পদচ্যুত করা হয়। 

16) সম মর্যাদা সম্পন্ন ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য বলে কাকে অভিহিত করা হয়? 
উত্তর - প্রধানমন্ত্রী কে

17) রাজ্যের বিধানসভার নেতা বা নেত্রী কে?
উত্তর - মুখ্যমন্ত্রী

18) বিচার বিভাগীয় অতি সক্রিয়তা বলতে কী বোঝো? 
উত্তর - আদালত ক্ষেত্র বিশেষ শাসন বিভাগ ও আইন বিভাগের ওপর যে প্রাধান্য বিস্তারের চেষ্টা করে বিচার বিভাগীয় অতি সক্রিয়তা বলে।

19) পরমাদেশ কথার অর্থ কি ?
উত্তর - পরমাদেশ কথার অর্থ আমরা আদেশ দিচ্ছি। সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট কোনো অধস্তন আদালত, ব্যক্তি বা প্রতিষ্ঠান কে নিজ দায়িত্ব পালনের জন্য পরমাদেশ জারি করতে পারে।

20) লোক আদালত কোথায় প্রথম প্রতিষ্টিত হয়েছিল ?
উত্তর - গুজরাটে

21) 1992 সালের কোন সংবিধান সংশোধনী আইন গ্রামীণ স্বায়ত্ব শাসনের সাথে জড়িত?
উত্তর - 73 তম সংবিধান সংশোধনী আইন

22) সপরিষদ মেয়রের মোট সদস্য সংখ্যা কত?
উত্তর - 10 জন

23) জেলা পরিষদের আয়ের দুটি উৎসের উল্লেখ করো?
উত্তর - i. জেলা পরিষদ কর্তৃক আরোপিত পথকর ও পূর্ত কর।
ii. রাজ্য সরকার কর্তৃক প্রদত্ত দান ও অনুদান।

24) পঞ্চায়েত ব্যবস্থায় মহিলাদের জন্য কত আসন সংরক্ষণ থাকে?
উত্তর - পঞ্চায়েত ব্যবস্থায় মহিলাদের জন্য 50% আসন সংরক্ষণ থাকে।


কোন মন্তব্য নেই:

Deejpilot থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.