উচ্চমাধ্যমিক দর্শন প্রশ্ন উত্তর 2016
উচ্চ মাধ্যমিক পরীক্ষার দর্শন বিষয়ের 2016 সালে প্রশ্ন পত্র থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন গুলি উত্তর সহ এখানে আলোচনা করা হলো। উচ্চ মাধ্যমিক দর্শন প্রশ্ন উত্তর। দ্বাদশ শ্রেণির প্রশ্ন উত্তর saq।
1) যুক্তি কাকে বলে?
উত্তর - যুক্তি হল কতগুলি বচনের সমষ্টি, যেখানে একটি বচনের সত্যতা অপর এক বা একাধিক সত্যতার দ্বারা সমর্থিত হয় বা সমর্থিত হয়েছে বলে দাবি করা হয়।
2) অবরোহ যুক্তি বলতে কী বোঝ?
উত্তর - যে যুক্তির ক্ষেত্রে সিদ্ধান্ত টি এক বা একাধিক আশ্রয় বাক্য থেকে অনিবার্য ভাবে নিঃসৃত হয় এবং সিদ্ধান্তটি কখনোই আশ্রয় বাক্য থেকে বেশি ব্যাপক হয় না, তাকে অবরোহ যুক্তি বলে
3) 'কোনো কোনো মানুষ হয় বুদ্ধিবৃত্তিসম্পন্ন' - বচনটির অধীন বিপরীত বিরোধী বচন উল্লেখ করো?
উত্তর - বচন টির অধীন বিপরীত বিরোধী বচনটি হল
(I) কোনো কোনো মানুষ হয় বুদ্ধি বৃত্তি সম্পন্ন জীব।
(O) কোনো কোনো মানুষ নয় বুদ্ধি বৃত্তি সম্পন্ন জীব।
4) অধীন বিপরীত বিরোধিতার একটি দৃষ্টান্ত দাও?
উত্তর - (I) কোনো কোনো চতুষ্পদী হয় পোষ্য প্রাণী।
(O) কোনো কোনো চতুষ্পদী নয় পোষ্য প্রাণী।
5) বিরুদ্ধ বিরোধিতার একটি দৃষ্টান্ত দাও?
উত্তর - বিরুদ্ধ বিরোধিতা
(A) সকল ফুল হয় সুগন্ধি যুক্ত।
(O) কোনো কোনো ফুল নয় সুগন্ধি যুক্ত।
6) আবর্তনের ব্যাপ্যতা সংক্রান্ত নিয়ম টি কি?
উত্তর - আবর্তনের ব্যাপ্যতা সংক্রান্ত নিয়ম টি হল - যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য নয়, তা কখনো সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না।
7) ' সকল মানুষ হয় অপূর্ণ জীব।' - বচনটির বিবর্তিত বচন টি কি?
উত্তর - (A) সকল মানুষ হয় অপূর্ণ জীব - বিবর্তনীয়।
(E) কোনো মানুষ নয় পূর্ণ জীব - বিবর্তিত।
8) পূর্বগ অস্বীকার জনিত দোষ কখন ঘটে?
উত্তর - ধ্বংসাত্বক প্রাকল্পিক ন্যায় এ অপ্রধান আশ্রয় বাক্যে পূর্বগ কে অস্বীকার করে সিদ্ধান্তে অনুগ কে অস্বীকার করা হলে পূর্বগ অস্বীকার জনিত দোষ হয়।
9) গঠন মূলক প্রাকল্পিক ন্যায়ের M.P আকারের একটি দৃষ্টান্ত দাও?
উত্তর - M.P আকারের দৃষ্টান্ত হল
যদি p তবে q
এমন যে p
∴এমন যে q
10) বৈকল্পিক বচন কাকে বলে?
উত্তর - যার সাপেক্ষে বচনে অন্তত:পক্ষে দুটি বিকল্প থাকে এবং সেই দুটি বিকল্প কে ' হয় না হয়' বা ঐ জাতীয় শব্দ দিয়ে যুক্ত করা হয়, তাকে বৈকল্পিক বচন বলে।
11) অস্তিত্ব মূলক দোষ কাকে বলে?
উত্তর - যদি কোনো যুক্তিতে এমন হয় যে, অস্তিত্ব মূলক তাৎপর্য নেই (A, E) এমন কোনো আশ্রয় বাক্য থেকে অস্তিত্ব মূলক তাৎপর্য আছে (I, O) এমন কোনো সিদ্ধান্ত কে নিঃসৃত করা হয়, তাহলে যুক্তিতে যে দোষ ঘটে তাকে অস্তিত্ব মূলক দোষ বলে।
12) পরিপূরক শ্রেণী কাকে বলে?
উত্তর - মূল শ্রেণীর বিরুদ্ধ শ্রেণিকে মূল শ্রেণীর পরিপূরক শ্রেণী বলা হয়।
13) একটি বৈকল্পিক বচনের নিষেধ কি বচন হয়?
উত্তর - একটি বৈকল্পিক বচনের নিষেধ হয় সংযৌগিক বচন।
14) নিবেশন দৃষ্টান্ত কাকে বলে?
উত্তর - কোনো গ্রাহক প্রতীকের স্থলে যে পদ বা বাক্য নিবেশন করা হয়, তাকে বলে নিবেশন দৃষ্টান্ত।
15) প্রাকল্পিক বচন কখন মিথ্যা হয়?
উত্তর - পূর্বগ সত্য ও অণুগ মিথ্যা হলে প্রাকল্পিক বচন টি মিথ্যা হয়।
16) p ⊃ ~ q বচনাকার টি কখন মিথ্যা হবে?
উত্তর - p সত্য এবং q সত্য হলে p ⊃ ~ q বচনাকারটি
মিথ্যা হবে।
17) বৈজ্ঞানিক আরোহ অনুমানের সংজ্ঞা দাও?
উত্তর - প্রকৃতির এক রুপতা নীতি ও কার্য কারণ নিয়মের ওপর আস্থা রেখে কয়েকটি বিশেষ ঘটনার পর্যবেক্ষণের ভিত্তিতে একটি সামান্য সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করার পদ্ধতি কে বৈজ্ঞানিক আরোহ অনুমান বলে।
18) অ -বৈজ্ঞানিক আরোহ অনুমান কে লৌকিক আরোহ অনুমান বলা হয় কেন?
উত্তর - অ- বৈজ্ঞানিক আরোহ অনুমানে কার্য কারণ সম্বন্ধ নির্ণয় না করে কেবল মাত্র অবাধ অভিজ্ঞতার ভিত্তিতেই সাধারণ মানুষ সার্বিক সংশ্লেষক বচন কে সিদ্ধান্ত হিসাবে গঠন করে থাকে, তাই একে লৌকিক আরোহ অনুমান বলে।
19) প্রকৃতির একরূপতা নীতি কাকে বলে?
উত্তর - প্রকৃতি সম অবস্থায় সম আচরণ করে অর্থাৎ একই অবস্থায় প্রকৃতির আচরণ একই রূপ হবে। এটিই হল প্রকৃতির একরূপতা নীতি ।
20) উপমা যুক্তির ভিত্তি কী?
উত্তর - উপমা যুক্তির ভিত্তি হল অসম্পূর্ণ সাদৃশ্য।
21) উপমা যুক্তি কাকে বলে?
উত্তর - যে আরোহ অনুমানে দুই বা ততোধিক বস্তুর মধ্যে এক বা একাধিক বিষয়ে সাদৃশ্য লক্ষ্য করে অন্য একটি বিষয়ে তাদের সাদৃশ্য আছে বলে অনুমান করা হয় তাকে
বলে উপমা যুক্তি।
22) পর্যাপ্ত শর্ত হিসেবে কারণ - এর একটি দৃষ্টান্ত দাও?
উত্তর - বিষপান হল মৃত্যুর পর্যাপ্ত শর্ত অর্থে কারণ।
23) মিল কিভাবে কারণের লক্ষণ দিয়েছেন?
উত্তর - তর্ক বিজ্ঞানী মিল কারণের লক্ষণ প্রসঙ্গে বলেছেন - কারণ হল কার্যের নিয়ত শর্তান্তর হীন অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা।
24) বহুকারণবাদ বলতে কী বোঝো?
উত্তর - যে মতবাদ অনুসারে বলা হয়, একই কার্য বিভিন্ন সময়ে বিভিন্ন কারণের দ্বারা উৎপন্ন হতে পারে অর্থাৎ ভিন্ন ভিন্ন কারণ থেকে একই কার্য উৎপন্ন হয়, তাই হল বহুকারণবাদ।
25) বহুকারন সমন্বয় কি?
উত্তর - কত গুলি কারণ এক সঙ্গে কাজ করার ফলে তাদের কাজ গুলি স্বতন্ত্র ভাবে না থেকে একসঙ্গে মিশে গেলে ঐ কারণ গুলিকে বহুকারন সমন্বয় বলে।
কোন মন্তব্য নেই: