উচ্চমাধ্যমিক অর্থনীতি mcq
দ্বাদশ শ্রেণির অর্থনীতি বিদ্যার ছাত্রছাত্রীদের সুবিধার্থে এখানে 19 টি গুরুত্বপূর্ণ mcq প্রশ্ন উত্তর সহ তুলে ধরা হলো। wbchse Hs Economics MCQ with Answer। উচ্চ মাধ্যমিক অর্থনীতি mcq প্রশ্ন ও উত্তর প্রথম অংশ।
1) কোন প্রকার ব্যয় রেখা কখনো 'U' আকৃতির হয় না
a) AC
b) MC
c) AFC
d) AVC
উত্তর - MC
2) কোনো ফার্ম স্বাভাবিক মুনাফা অর্জন করলে কি হবে
a) MR = MC
b) MR > MC
c) MR = 0
d) TR = TC
উত্তর - TR = TC
3) উপকরণের দাম বৃদ্ধি পেলে ( অন্যান্য অবস্থা অপরিবর্তিত), যোগান রেখা কোন দিকে স্থান পরিবর্তন করবে
a) ডানদিকে
b) বামদিকে
c) অপরিবর্তিত থাকবে
d) কোনো টিই নয়
উত্তর - বামদিকে
4) একচেটিয়া বাজারে দাম প্রান্তিক ব্যয় অপেক্ষা
a) বেশি হয়
b) কম হয়
c) সমান থাকে
d) কোনোটিই নয়
উত্তর - বেশি হয়
5) MPC এবং MPS এর মধ্যে সম্পর্ক কি
a) MPC=MPS
b) MPC - MPS
c) MPC - 1 =MPS
d) 1- MPC = MPS
উত্তর - 1- MPC = MPS
6) রাজস্ব নীতি বলতে বোঝায়
a) সরকারের আর্থিক বাজার নিয়ন্ত্রণ করার ক্ষমতা
b) সরকারের আয় ব্যয় সংক্রান্ত নীতি যা অর্থনৈতিক কাজ কর্ম কে প্রভাবিত করে
c) ফার্ম গুলির কর ভার সংক্রান্ত নীতি
d) জনগণের কর ভার সংক্রান্ত নীতি
উত্তর - সরকারের আয় ব্যয় সংক্রান্ত নীতি যা অর্থনৈতিক কাজ কর্ম কে প্রভাবিত করে
7) ভেদ মান হল সময় পার্থক্যের
a) বর্গমূল
b) বর্গ
c) সমান
d) কোনোটিই নয়
উত্তর - বর্গ
8) সমাজ আয় বৈষম্য সৃষ্টির একটি কারণ হলো
a) জলবায়ু
b) মুদ্রাস্ফীতি
c) শ্রম নিবিড় প্রযুক্তি
d) কোনোটিই নয়
উত্তর - মুদ্রাস্ফীতি
9) MRTP আইন প্রণয়ন করা হয়
a) 1969
b) 1956
c) 1986
d) 1980
উত্তর -1969
10) ভারতীয় জীবন বীমা নিগম কোন সালে স্থাপিত হয়
a) 1956
b) 1991
c) 1986
d) 1980
উত্তর - 1956
11) নিচের কোনটি পরিবর্তন শীল ব্যয়ের উদাহরণ
a) কাঁচা মালের খরচ
b) যন্ত্রপাতির খরচ
c) পুরাতন ঋণের সুদ প্রদান
d) লাইসেন্স ফি
উত্তর - কাঁচা মালের খরচ
12) যদি দাম AC অপেক্ষা কম কিন্তু AVC অপেক্ষা বেশি হয়, তবে ফার্ম টি
a) ক্ষতি স্বীকার করবে এবং স্বল্প কালে উৎপাদন বন্ধ করে দিবে
b) ফার্মটির লাভ হবে
c) ক্ষতি স্বীকার করবে কিন্তু স্বল্প কালে উৎপাদন চালিয়ে যাবে
d) কোনোটিই নয়
উত্তর - ক্ষতি স্বীকার করবে কিন্তু স্বল্প কালে উৎপাদন চালিয়ে যাবে
13) যদি যোগান রেখাটি মূল বিন্দু গামী সরল রেখা হয়, তবে প্রতি বিন্দুতে তার যোগানের স্থিতিস্থাপকতা হবে
a) 0
b) 1
c) অসীম
d) একের বেশি
উত্তর - 1
14) একচেটিয়া কারবারে দাম পৃথকীকরণ সম্ভব হয়, যদি
a) বিজ্ঞাপন ব্যয় বৃদ্ধি না পায়
b) দুটি বাজারের স্থিতি স্থাপকতা আলাদা থাকে
c) নতুন ফার্ম প্রবেশে বাধা থাকে
d) ভোক্তারা সহজেই এক বাজার থেকে অপর বাজারে চলাচল করতে পারে
উত্তর -দুটি বাজারের স্থিতি স্থাপকতা আলাদা থাকে
15) ভারসাম্য আয়ের স্তরে দেখা যায়
a) AD = AS
b) AD > AS
c) AD < AS
d) কোনোটিই নয়
উত্তর - AD = AS
16) কোনো চলকের সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের পার্থক্য হয়
a) ভেদ মান
b) সমক পার্থক্য
c) গিনি সহগ
d) প্রসার
উত্তর - প্রসার
17) MGNREGS কর্ম সূচিতে গ্রামে প্রতি পরিবারে সকল ব্যক্তিকে কতদিনের কাজ দেওয়া হয়
a) 50
b) 100
c) 125
d) 200
উত্তর - 100
18) মাথাগুনতি অনুপাতের ধারণা ব্যবহার করা হয়
a) আয় বৈষম্য নির্ধারণে
b) বেকারত্ব নির্ধারণে
c) দারিদ্র্যের হার নির্ধারণে
d) কোনোটিই নয়
উত্তর - দারিদ্র্যের হার নির্ধারণে
19) WTO গঠিত হয় কোন সালে
a) 1948
b) 1956
c) 1991
d) 1995
উত্তর - 1995
কোন মন্তব্য নেই: