মেঘমুক্ত রাত্রি থেকে মেঘাচ্ছন্ন রাত্রি বেশি উত্তপ্ত হয় কেন
বায়ুমণ্ডলের ওপরের স্তরের তুলনায় নীচের স্তরের বায়ুর মধ্যে ধূলিকণা এবং জলীয় বাষ্প বেশি থাকে বলে বায়ুমণ্ডলের ওপরের স্তরের বায়ুর চেয়ে নিচের স্তরের বায়ুর তাপ গ্রহণ এবং সংরক্ষণ ক্ষমতা বেশি হয়। সাধারণ অবস্থায় ভূপৃষ্ঠ দিনের বেলায় যে পরিমাণ তাপ গ্রহণ করে, রাতের বেলায় সম পরিমাণ তাপ বিকিরণ করে পৃথিবী পৃষ্ঠে তাপের ভারসাম্য বজায় রাখে। কিন্তু মেঘাচ্ছন্ন রাত্রিতে ভূপৃষ্ঠ যে পরিমাণ তাপ বিকিরণ করে, তা খুব বেশি ওপরে উঠতে পারে না, মেঘের নিচেই থেকে যায়। এর ফলে মেঘাচ্ছন্ন রাত্রি শীতল হতে পারে না। পক্ষান্তরে মেঘমুক্ত রাত্রিতে ভূপৃষ্ঠ থেকে বিকিরিত তাপ সহজেই অনেক ওপরে উঠতে পারে, তাই মেঘমুক্ত রাত্রিতে মেঘাচ্ছন্ন রাতের তুলনায় বেশি শীত লাগে। আর ঠিক একই কারণে রৌদ্রোজ্জ্বল পরিষ্কার দিনের তুলনায় মেঘাচ্ছন্ন দিনে গুমোট অস্বস্তিকর গরম অনুভূত হয় ।
কোন মন্তব্য নেই: