আয়ন বায়ুকে বাণিজ্য বায়ু বলা হয় কেন


আয়ন বায়ু একপ্রকার নিয়ত বায়ু, যা নিরক্ষরেখার উভয় পাশে 5°-10° অক্ষাংশের মধ্যে কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ অঞ্চল থেকে নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চলের দিকে অবিরাম প্রবাহিত হয়ে থাকে। আয়ন বায়ু উত্তর গোলার্ধে উত্তর - পূর্ব দিক থেকে উত্তর-পূর্ব আয়ন বায়ু নামে এবং দক্ষিণ গোলার্ধে দক্ষিণ - পূর্ব দিক থেকে দক্ষিণ-পূর্ব আয়ন বায়ু নামে প্রবাহিত হয়। এই আয়ন বায়ুর গতি যেমন নির্দিষ্ট, তেমনি তার গতিবেগও খুব নিয়মিত। তাই আগেকার দিনে যখন পালতোলা জাহাজে করে বাণিজ্য হতো তখন বাণিজ্য জাহাজ গুলো জ্বালানি খরচ বাঁচাতে এই আয়ন বায়ুর গতিপথ অনুসরণ করতো। এই বায়ু প্রবাহের সাহায্যে পালতোলা জাহাজ চালাতে সুবিধা হত বলে আয়ন বায়ুকে বাণিজ্য বায়ু বলে। 

কোন মন্তব্য নেই:

Deejpilot থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.