ভারতে শীতকাল শুষ্ক হয় কেন


ভারতে সাধারণত গ্রীষ্মকাল হয় উষ্ণ ও আর্দ্র এবং শীতকাল হয় শীতল ও শুষ্ক। ভারতে শীতকাল শুষ্ক হয় কেন - সেই সম্পর্কে নিম্নে আলোচনা করা হলো।
ডিসেম্বর জানুয়ারি মাসে ভারতে শীতকাল লক্ষ্য করা যায়। এই সময় উত্তর ভারতের তাপমাত্রার পরিমাণ যথেষ্ট হ্রাস পায়। এর ফলে শীতকালে তাপমাত্রা হ্রাস জনিত কারণে উত্তর ভারতে স্থলভাগের উপর উচ্চচাপ এবং দক্ষিণ ভারতে সমুদ্রের উপর নিম্নচাপ অবস্থান করে। ফলস্বরূপ যে বায়ুচাপের ঢাল সৃষ্টি হয়, সেই ঢাল অনুসারে বায়ু স্থলভাগের উচ্চচাপ অঞ্চল থেকে জল ভাগের নিম্ন চাপ অঞ্চলের দিকে উত্তর পূর্ব মৌসুমী বায়ু রূপে প্রবাহিত হয়। স্থলভাগের উপর দিয়ে প্রবাহিত হয় বলে উত্তর পূর্ব মৌসুমী বায়ুতে জলীয় বাষ্প থাকে না বললেই চলে। জলীয় বাষ্প না থাকার ফলে এই সময় অর্থাৎ শীতকালে ভারতে বৃষ্টিপাত হয় না। এই কারণে ভারতে শীতকাল শুষ্ক হয়ে থাকে। কেবলমাত্র তামিলনাড়ুর করমন্ডল উপকূলে শীতকালে বৃষ্টিপাত হয়ে থাকে। 

কোন মন্তব্য নেই:

Deejpilot থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.