শৈবাল সাগর বলতে কী বোঝ


পর্তুগীজ শব্দ 'Sargassum' শব্দ থেকে ' Sargasso sea' এর উদ্ভব। যার অর্থ 'Sea weeds' বা সামুদ্রিক আগাছা। সমুদ্রজলে শৈবাল, আগাছা ও জলজ উদ্ভিদপূর্ণ জলাবর্ত ও স্রোতহীন অঞ্চলকে শৈবাল সাগর বলে। এই নাম কলম্বাসের দেওয়া। এই বিশাল জলাবর্তের মাঝখানে কোন রকম জলপ্রবাহ থাকে না। 

উদাহরণ - উত্তর আটলান্টিক মহাসাগরে উপসাগরীয় স্রোত, ক্যানারী স্রোত ও উত্তর নিরক্ষীয় স্রোতের মধ্যবর্তী স্থানে কয়েক হাজার বর্গ কিলোমিটার বিস্তৃত এলাকা জুড়ে একটি বিশাল শৈবাল সাগরের সৃষ্টি হয়েছে। 

আটলান্টিক মহাসাগরের ন্যায় উত্তর প্রশান্ত মহাসাগরেও জাপান বা কুরেশিয় স্রোত, উত্তর নিরক্ষীয় স্রোত, ক্যালিফোর্নিয়া স্রোত ও উত্তর প্রশান্ত মহাসাগরীয় স্রোতের মাঝখানে প্রকাণ্ড শৈবাল সাগর দেখা যায়।
 

কোন মন্তব্য নেই:

Deejpilot থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.