উচ্চমাধ্যমিক ভূগোল অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর - সমুদ্র তরঙ্গ প্রক্রিয়া ও ভূমিরূপ ।। Marine Landforms
উচ্চ মাধ্যমিক ভূগোল সমুদ্র তরঙ্গ অংশ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সহ আলোচনা করা হলো।
১. ফেচ কী ?
উত্তরঃ এক কথায় উন্মুক্ত সমুদ্র পৃষ্ঠকে ফেচ বলে । অর্থাৎ উন্মুক্ত সমুদ্র পৃষ্ঠে বাতাস বাধাহীন ভাবে যতটা দূরত্ব অতিক্রম করতে পারে, তাকেই ফেচ বলে । ফেচের উপর সমুদ্র তরঙ্গের শক্তি নির্ভর করে
২. ঊর্মিভঙ্গ কাকে বলে ?
উত্তরঃ গভীর সমুদ্র তরঙ্গ উপকূলের অগভীর সমুদ্রে এসে যখন কুন্ডলীর আকারে ভেঙ্গে পড়ে, তখন তাকে ঊর্মিভঙ্গ বলে ।
৩. ক্যাপিলারি তরঙ্গ বলতে কী বোঝ ?
উত্তরঃ অগভীর সমুদ্রে ঘন ঘন আসা ক্ষুদ্র তরঙ্গ গুলিকে ক্যাপিলারি তরঙ্গ বলে ।
৪. সম্মুখ তটভূমি কাকে বলে ?
উত্তরঃ ভাটার সময় সমুদ্র জলের নিম্নসীমা থেকে জোয়ারের সময় সমুদ্র জলের ঊর্ধবসীমা পর্যন্ত বিস্তৃত অঞ্চলকে সম্মুখ তটভূমি বলে ।
৫. ওকনি দ্বীপের “The Old Man of Hoy” কীসের উদাহরণ ?
উত্তরঃ স্ট্যাকের ।
৬. বার্ম কী ?
উত্তরঃ পশ্চাৎ ও সম্মুখ তটভুমির মাঝে তরঙ্গ বাহিত শিলাখন্ড সঞ্চিত হয়ে যে সিঁড়ির ন্যায় শৈলশিরার মতো যে ভূমিরূপের বিকাশ ঘটে, তাকে বার্ম বলে ।
৭. স্পিট কী ?
উত্তরঃ সমুদ্র তরঙ্গের সঞ্চয় কাজের ফলে সৃষ্ট যে বাঁধের একপ্রান্ত স্থলভাগের সাথে এবং অপর প্রান্ত সমুদ্রে উন্মুক্ত থাকে, তাকে স্পিট বলে।
৮. টম্বোলো কী ?
উত্তরঃ সমুদ্র তরঙ্গের সঞ্চয় কাজের ফলে সৃষ্ট যে বাঁধের একপ্রান্ত স্থলভাগের সাথে এবং অপর প্রান্ত সমুদ্রে অবস্থিত কোনো দ্বীপের সাথে যুক্ত থাকে, তাকে টম্বোলো বলে।
৯. কেরালার মালাবার উপকূলে সৃষ্ট উপহ্রদ গুলি কী নামে পরিচিত ?
উত্তরঃ কয়াল নামে পরিচিত।
১০. প্রবাল প্রাচীর সাধারনত কোথায় দেখা যায় ?
উত্তরঃ সাধারনত ২৫ ডিগ্রি উত্তর থেকে ২৫ ডিগ্রি দক্ষিন অক্ষাংশের মধ্যবর্তী ক্রান্তীয় অঞ্চলে প্রবাল
প্রাচীর বেশি দেখা যায়।
১১. পৃথিবীর বৃহত্তম প্রতিবন্ধক প্রবাল প্রাচীর কোনটি ?
উত্তরঃ অস্ট্রেলিয়ার উত্তর পূর্ব উপকূল বরাবর অবস্থিত গ্রেট ব্যারিয়ার রিফ ।
১২. বৃত্তাকার বা উপবৃত্তাকার আকৃতির প্রবাল প্রাচীর কোনটি ?
উত্তরঃ অ্যাটল
১৩. সমুদ্রের বৃষ্টি অরন্য কাকে বলে?
উত্তরঃ প্রবাল প্রাচীর কে
১৪. রিয়া উপকূলের আকৃতি কী রূপ ?
উত্তরঃ রিয়া একটি নদী গঠিত নিমজ্জিত উপকূল, যার আকৃতি ফানেল এর মতো ।
যেমন - অ্যাড্রিয়াটিক সাগরের উপকূল ।
১৫. ফিয়র্ড উপকূলের আকৃতি কী রূপ ?
উত্তরঃ ফিয়র্ড একটি হিমবাহ গঠিত নিমজ্জিত উপকূল, যার আকৃতি U এর মতো ।
যেমন- নরওয়ে, সুইডেনের উপকূল
১৬. পৃথিবীর দীর্ঘতম ফিয়র্ড উপকূলের নাম কী ?
উত্তরঃ গ্রিনল্যান্ডের নোরবেস্ত ফিয়র্ড
১৭. ডালমেসিয়ান উপকূল কাকে বলে ?
উত্তরঃ উপকূলের সমান্তরালে অবস্থিত কোনো পার্বত্য অঞ্চল সমুদ্র তলদেশে নিমজ্জনের ফলে যে উপকূল গঠিত হয়, তাকে ডালমেসিয়ান উপকূল বলে ।
১৮. কর্নাটক ও কেরলের উপকূল কী ধরনের উপকূল ?
উত্তরঃ যৌগিক উপকূল
উচ্চমাধ্যমিক ভূগোল সংক্ষিপ্ত প্রশ্নোত্তর - জীববৈচিত্র্য
উচ্চমাধ্যমিক ভূগোল সংক্ষিপ্ত প্রশ্নোত্তর - মৃত্তিকা
উচ্চমাধ্যমিক ভূগোল সংক্ষিপ্ত প্রশ্নোত্তর - জীববৈচিত্র্য
উচ্চমাধ্যমিক ভূগোল সংক্ষিপ্ত প্রশ্নোত্তর - মৃত্তিকা
ক্লাস 12 ড:গৌতম মল্লিক এর বই এর mcq উত্তর অনুশীলনি থেকে
উত্তরমুছুন