ইকোলজি কাকে বলে
ইকোলজি বা
বাস্তুবিদ্যা হল বিজ্ঞানের একটি শাখা, যে শাখায়
জীব ও তাদের পরিবেশের আন্তঃসম্পর্ক আলোচিত হয়। ১৮৬৯ সালে আর্নেস্ট হেকেল সর্বপ্রথম ইকোলজি শব্দটি ব্যবহার করেন। ইংরেজি ইকোলজি শব্দটি গ্রিক শব্দ
‘Oikos’ যার অর্থ ঘর বা বাসস্থান এবং
‘Logos’ যার অর্থ অধ্যায়ন সুতরাং ইকোলজির অর্থ জীবমন্ডলের বাসস্থান সম্পর্কে
অধ্যায়ন।
ইকোলজির আলোচনার বিষয়কে দটি ভাগে ভাগ করা হয় –
ক) অটো-ইকোলজি – কেবল একটি
নিদিষ্ট জীব প্রজাতি বাস্তুসংস্থানিক আলোচনাকে অটো-ইকোলজি বলে।
যেমন – কেবল মাত্র বাঘের বাস্তুসংস্থানিক আলোচনা হল অটো-ইকোলজি।
খ) সিন-ইকোলজি – একটি নিদিষ্ট
অঞ্চলের সমগ্র জীব প্রজাতি সম্পর্কীত আলোচনা কে সিন-ইকোলজি বলে।
যেমন – সুন্দর বনে
প্রাপ্ত সব জীব প্রজাতি সম্পর্কীত আলোচনা হল সিন-ইকোলজি বলে।
কোন মন্তব্য নেই: