আলোক রাসায়নিক ধোঁয়াশা কাকে বলে


ধোঁয়া এবং কুয়াশা সমন্বয়কে ধোঁয়াশা বলে দিনের বেলায় সৌর আলোকের উপস্থিতিতে বিভিন্ন বায়ুদূষক গুলি পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে, এই বিক্রিয়ার ফলে উৎপন্ন নাইট্রোজেনের অক্সাইড ও হাইড্রোকার্বনের সঙ্গে সূর্যরশ্মির আলোক রাসায়নিক বিক্রিয়া ঘটলে যে ধোয়াটে অবস্থার সৃষ্টি হয়, তাকে আলোক রাসায়নিক ধোঁয়াশা বলে

উপাদান আলোক রাসায়নিক ধোঁয়াশার বিভিন্ন উপাদানগুলি হল ওজোন, ফরম্যালডিহাইড, নাইট্রিক অ্যাসিড, হাইড্রোজেন সালফাইট ইত্যাদি

শর্ত আলোক রাসায়নিক ধোঁয়াশার ক্ষেত্রে নিম্নলিখিত শর্তগুলির প্রয়োজন

. তীব্র আলোকের উপস্থিতি  

. বাতাসে প্রচুর পরিমান নাইট্রোজেন ও হাইড্রোকার্বনের উপস্থিতি 

. বায়ুমন্ডলের নিম্নস্তরে গভীর ও তীব্র উষ্ণতার বৈপরীত্য 

. আলোক শোষকের উপস্থিতি  

. আবহাওয়ার সুস্থির অবস্থা 

.পরিষ্কার রৌদ্রজ্জ্বল আকাশ

আলোক রাসায়নিক ধোঁয়াশার ক্ষতিকারক প্রভাব

মানুষের ওপর প্রভাব

. চোখ ও নাক জ্বালা করা  . মাথাধরা ও ব্রঙ্কাইটিস রোগ বৃদ্ধি  . বুকের সমস্যা ও হাচিকাশির সৃষ্টি  . ফুসফুসের কার্যকারিতা বিঘ্ন

উদ্ভিদের ওপর প্রভাব

. সালোকসংশ্লেষের বিঘন ঘটায়  . পাতায় ক্ষতসৃষ্টি ও কুঁকড়ে যায়  . শাকসবজির ক্ষতিসাধন  
. বনভূমির ক্ষতিসাধন  

কোন মন্তব্য নেই:

Deejpilot থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.