উচ্চ মাধ্যমিক ভূগোল MCQ - ক্ষয়চক্র ।।
উচ্চ মাধ্যমিক ভূগোল - ক্ষয়চক্র অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ন MCQ প্রশ্ন ও উত্তর আলোচনা করা হল ।।
১. পাদসমতলীকরন মতবাদের অবতারনা প্রথম করেন –
ক. ডেভিস খ. পেঙ্ক গ. জে. টি. হ্যাক ঘ. এল সি কিং
২. অসম বিকাশ তত্ত্ব –এর প্রবক্তা হল –
ক. ক্রিকমে খ. ডেভিস গ. হ্যাক ঘ. পেঙ্ক
৩. ডেভিসের ক্ষয়চক্রে মোনাডনক গঠিত হয় যে পর্যায়ে তা হল –
ক. প্রারম্ভিক খ. যৌবন গ. পরিনত ঘ. বার্ধক্য
৪. ভুমিরূপ হল গঠন, প্রক্রিয়া ও পর্যায়ের ফলশ্রুতি – ধারনাটির প্রবর্তক হলেন –
ক. জে.টি. হ্যাক খ. ডব্লু পেঙ্ক গ. এল.সি.কিং ঘ. ডব্লু.এম. ডেভিস
৫. ক্ষয়ের শেষসীমা প্রবর্তক –
ক. পাওয়েল খ. ডেভিস গ.পেঙ্ক ঘ. গিলবার্ট
৬. ক্ষয়ের শেষ সীমা বলতে বোঝায় –
ক. নদীর মোহনা কে খ. সমুদ্রপৃষ্টকে গ. তটভূমিকে ঘ. নদীমঞ্চকে
৭. ক্ষয়চক্রের শেষ অবস্থায় গঠিত ভূমিরূপকে প্যানপ্লেন নামে অভিহিত করেন –
ক. ডেভিস খ. এল. সি. কিং গ. হ্যাক ঘ. ক্রিকমে
৮. স্বাভাবিক ক্ষ্য়চক্রের প্রবর্তক হলেন –
ক. কিং খ. ডেভিস গ. গিলবার্ট ঘ. পেঙ্ক
৯. নিকবিন্দুতে সৃষ্টি হতে পারে –
ক. জলপ্রপাত খ. মিয়েন্ডার গ. পলল ভূমি ঘ. নদীমঞ্চ
১০. নিচের কোনটি ‘ডেভিস এর ত্রয়ী’ এর অন্তর্ভুক্ত নয় –
ক) গঠন খ) পর্যায় বা সময়
গ) পদ্ধতি ঘ) ভূমিরুপ
১১. সমপ্রায়
ভূমিতে অবস্থিত বিচ্ছিন্ন ও নিচু পাহাড় কে বলে –
ক)
ইনসেলবার্জ খ) হামস গ) স্ট্যাক ঘ) মোনাডনক
১২. স্থিতিশীল
পুর্নযৌবনলাভ ঘটে –
ক) নদীগ্রাস খ) জলবায়ু
পরিবর্তন গ) ভূ- উত্থান ঘ) সমুদ্র তলের নিমজ্জন
১৩. পেডিমেন্ট
শব্দটি প্রথম ব্যবহার করেন –
১৪. নদীর মস্তক
মুখী ক্ষয়ের ফলে সৃষ্টি হয় –
ক) নদীগ্রাস খ) নদীমঞ্চ
গ) নিক পয়েন্ট ঘ) জলপ্রপাত
১৫. মরু অঞ্চলে হঠাৎ বৃষ্টির ফলে সৃষ্ট অস্থায়ী নদীকে বলে –
ক) বোলসন খ) শটস গ) ওয়াদি ঘ) প্লায়া
১৬. মরু অঞ্চলে পর্বতের পাদদেশে গঠিত ভূমিভাগকে বলে –
ক) পেডিমেন্ট খ) পেডিপ্লেন গ) পেনিপ্লেন ঘ) প্যানপ্লেন
১৭. মরু অঞ্চলে নিম্নক্ষয়ের শেষসীমা হল –
ক) সমুদ্র খ) নদী গ) ভৌমজল স্তর ঘ) সমুদ্র তলদেশ
১৮. পুনযৌবন
লাভে গঠিত নবীন ও প্রবীণ উপত্যকা যেখানে মিলিত হয় তাকে বলে –
ক) নদীমঞ্চ খ) নিকপয়েন্ট গ) বাজাদা ঘ) কতিত নদী বাঁক
১৯. পর্বতবেষ্টিত
অববাহিকাকে বলে –
ক) পেডিপ্লেন খ) বাজাদা গ) বোলসন ঘ) পেডিমেন্ট
২০. ক্ষয়চক্র শব্দটি প্রথম ব্যবহার করেন –
ক) ডেভিস খ) গিলবার্ট গ) হটন ঘ) কিং
কোন মন্তব্য নেই: