উচ্চমাধ্যমিক ভূগোল MCQ - মৃত্তিকা ।।


উচ্চ মাধ্যমিক ভূগোল - মৃত্তিকা অধ্যায় থেকে গুরুত্বপূর্ন কিছু প্রশ্ন উত্তর সহ আলোচনা করা হল ।। 


. চারনোজেম মৃত্তিকা দেখা যায়

. ক্রান্তীয় . উপক্রান্তীয়  . মরু   . নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলে

. মলিসলের একটি উদাহরণ

. চারনোজেম . পডজল  . ল্যাটেরাইট   . লিথোসল মৃত্তিকা

. মৃত্তিকার pH এর মান 7 এর বেশি হলে তাকে বলে

. আম্লিক মৃত্তিকা    . ক্ষারকীয় মৃত্তিকা     . প্রশমিত মৃত্তিকা    . মধ্যবর্তী মৃত্তিকা     

. ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায়

. উষ্ণ আদ্র অঞ্চলে  . নাতিশীতোষ্ণ অঞ্চলে  . সরল বর্গীয় অরন্য অঞ্চলে 

মরু অঞ্চলে

. নাতিশীতোষ্ণ তৃণভূমি অঞ্চলে যে বর্গের মৃত্তিকা দেখা যায় তা হল

. ভার্টিসল  . অক্সিসল   . মলিসল   . জেলিসল

. সবথেকে বেশি হিউমাস দেখা যায়

. ল্যাটেরাইট  . চারনোজেম  . পডসল  . রেনজিনা মৃত্তিকায়

. ইলুভিয়েশন প্রক্রিয়া সংগঠিত হয় মৃত্তিকার

. A স্তরে  . B স্তরে . C  স্তরে  . D  স্তরে

. মৃত্তিকা অনুক্রমের A স্তর থেকে B স্তরে খনিজ কনার অপসারনের পদ্ধতিকে বলা হয়

. এলুভিয়েশন   . ইলুভিয়েশন  . হিউমিফিকেশন     . স্যালিনাইজেশন

. পডসল মৃত্তিকার বৈশিষ্ট্য হল

. আম্লিক  . ক্ষারকীয়    . প্রশমিত   . অতি ক্ষারকীয়

১০. মৃত্তিকার যে স্তরে উদ্ভিদ প্রানীর দেহাবশেস আংশিক বা সম্পূর্ন বিয়োজিত হয়ে 

হিউমাসে পরিনত হয়, সেই স্তরটি হল

. A স্তর  . B স্তর . C  স্তর  . O স্তরে

১১. উদ্ভিদের প্রধান পুষ্টি মৌল হিসাবে NPK কে বলা হয়

. প্রাথমিক অতিমাত্রিক পুষ্টি মৌল  . গৌন অতিমাত্রিক পুষ্টিমৌল . স্বল্পমাত্রিক 

পুষ্টিমৌল  . উৎসেচক

১২. ড্যুরিক্রাস্ট দেখা যায়

. চারনোজেম   . ল্যাটেরাইট   . পডসল  . সিরোজেম মৃত্তিকায়

১৩. সরলবর্গীয় অরন্যাঞ্চলে মৃত্তিকার জৈবস্তরকে বলে

. মাল  . ডাফ  . ছত্রাক  . ট্যালাস

১৪. মৃত্তিকা ক্যাটেনার ধারণা দেন

. ডেভিস  . মিলনে  . কিং  . হ্যাক

১৫. পেডালফার মাটিতে বেশি পরিমানে থাকে

. ক্যালসিয়াম   . ম্যাগনেসিয়াম   . অ্যালুমিনিয়াম  . জৈব সার

১৬. ক্যাটায়ন বিনিময় ক্ষমতা সবচেয়ে বেশি

. বেলে মাটির  . পলিমাটির  . কাদা মাটির  . যে কোনও মাটির

১৭. একটি আঞ্চলিক মৃত্তিকার উদাহরণ হল

. লিথোসল    . রেগোসল    . পলি মৃত্তিকা     .পডসল মৃত্তিকা

১৮. জৈব পদার্থের পরিমান বেশি যে মাটিতে তা হল

. ল্যাটেরাইট     . পডসল    . চারনোজেম     . সিরোজেম



কোন মন্তব্য নেই:

Deejpilot থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.