উচ্চ মাধ্যমিক ভূগোল MCQ প্রশ্ন ও উত্তর - ভৌমজল ও কার্স্ট ভূমিরূপ ।।


উচ্চ মাধ্যমিক ভূগোল - ভৌমজল ও কার্স্ট ভূমিরূপ অধ্যায় থেকে গুরুত্বপূর্ন কিছু প্রশ্ন ও উত্তর আলোচনা করা হল ।। 


. আর্তেজীয় কূপ দেখা যায়

) একনত গঠনে   ) দারণ গঠনে   ) ভাঁজ গঠনে   ) চ্যুতি গঠনে

. পর্যায়ন শব্দটি প্রথম ব্যবহার করেন

) গিলবার্ট   ) ডেভিস   ) আর্থার হোমস    ) চেম্বারলিন

. পোলজির মেঝেতে টিলার মতো উঁচু ঢিবিকে বলে

) হামস    ) উভালা     ) মোনাডনক     ) ড্রিপস্টোন

. নিম্নলিখিত কোনটি পর্যায়ন প্রক্রিয়ার অন্তর্গত নয়

) ক্ষয়ীভবন    ) আবহবিকার   ) অপসারণ    ) পুঞ্জিতক্ষয়

. আরোহণ প্রক্রিয়ায় গঠিত ভূমিরূপ হল

) গিরিখাত    ) স্ট্যালাকটাইট    ) ডোলাইন     ) নদীমঞ্চ

. রাসায়নিক আবহবিকার বেশি হয়

) উষ্ণমরু      ) মেরু      ) ক্রান্তীয় উষ্ণ-আদ্র      ) নাতিশীতোষ্ণ  জলবায়ু অঞ্চলে

. পৃষ্টীয় টানের দ্বারা সৃষ্ট স্তরটি হল

) ভাদোসস্তর     ) ফ্রিয়েটিকস্তর     ) কৈশিক স্তর     ) মৃত্তিকা স্তর

. কার্স্ট অঞ্চলে ফাঁদলের আকৃতিবিশিষ্ট অবনত ভূভাগ কে বলা হয়

) সিঙ্কহোল    ) উভালা    ) পোনর     ) পোলজি

.  নিম্নলিখিত কোন ভূমিরূপটি কার্স্ট অঞ্চলে দেখা যায় না

) ডোলাইন  ) রসে মতানে  ) শুষ্ক উপত্যকা  ) গ্রাইকস

১০. চুনাপাথর যুক্ত অঞ্চলে লৌহযুক্ত মাটি হল

) গ্রানাইট  ) হামস  ) টেরারোসা  ) ল্যাটেরাইট

১১. বৈসাদৃশ্য নির্নয় করো

) সহস্র ধারা  ) মণিকরণ   ) কেম্পটি   ) ওল্ড ফেথ ফুল

১২. নগ্নীভবন একটি

) অবরোহণ প্রক্রিয়া    ) ঘনীভবনের প্রক্রিয়া    ) আরোহণের প্রক্রিয়া   

পর্যায়নের প্রক্রিয়া

১৩. বেলে- দোয়াশ মাটি এক প্রকার

) অ্যাকুইফিউজ   ) অ্যাকুইক্লুড     ) অ্যাকুইটার্ড      ) অ্যাকুইফার

১৪. প্রস্রবন সৃষ্টির আদর্শ পরিবেশ সৃষ্টি হয়

) দুটি শিলাস্তর আড়াআড়ি থাকলে    ) প্রবেশ্য শিলাস্তরের নিচে অপ্রবেশ্য 

শিলাস্তর থাকলে    ) প্রবেশ্য অপ্রবেশ্য শিলাস্তর যে কোনো ভাবে থাকলে       

প্রবেশ্য শিলাস্তরের উপর অপ্রবেশ্য শিলাস্তর থাকলে

১৫. মুসৌরির কেম্পটি জলপ্রপাত একটি

) চ্যুতি প্রস্রবন    ) খাড়াতল প্রস্রবন    ) ভ্যক্লুসিয়ান প্রস্রবন    ) আর্তেজীয় 

প্রস্রবন

১৬. সিঙ্কহোল গুলি ফ্রান্সে যে নামে পরিচিত

) বোগাজ    ) সচ    ) সোয়ালো হোল    ) মাকাটিয়া

১৭. ভূপৃষ্ঠ থেকে ফ্রিয়েটিক স্তর পর্যন্ত বিস্তৃত অসম্পৃক্ত স্তরকে বলে 

) অ্যাকুইফার    ) অ্যাকুইক্লুড     ) ভাদোস স্তর     ) অ্যাকুইটার্ড

১৮. অবরোহণের মাত্রা নির্ভর করে প্রধানত

) ক্ষয় সীমার  সাপেক্ষে উচ্চতার পার্থক্যের উপর     ) ক্ষয় সীমা থেকে দূরত্বের 

উপর    ) স্থলভাগের বিস্তৃতির উপর  )ক্ষয় সীমার বিস্তৃতির উপর

১৯. উন্মুক্ত সমুদ্রে বায়ু বাধাহীন ভাবে যতটা পথ অতিক্রম করে, তাকে বলে

) সৈকত    ) স্পিট    ) ফেচ    ) টম্বোলো

২০. অবরোহন আরোহনের সম্মিলিত ফল হল 

. ক্ষয়ীভবন     ) পর্যায়ন     ) আবহবিকার   ) পুঞ্জিত ক্ষয়

২১. ভৌমজলতলের উপর প্রবেশ্য শিলাস্তরের মধ্যে দিয়ে বাহিত জলকে বলে 

) ভাদোস জল    )  সহজাত জল      )উৎসন্দ্য জল     )  ঘনীভূত জল

২২. অবরোহন প্রক্রিয়ায় সৃষ্ট হয়

) ক্ষয়জাত পর্বত      )আগ্নেয় পর্বত       ) প্লাবনভূমি      ) বাজাদা

২৩. খনিজ প্রস্রবনের নিকট গড়ে ওঠে

) ধর্মীয় স্থান    ) পর্যটন শহর    ) স্পা শহর    ) কোনটিই নয়

২৪. দুটি গ্রাইকের মধ্যবর্তী ভূমিরূপকে বলে 

)ক্লিন্ট     ) পোলজি     .) ডোলাইন      ) ফন্টেনেলি 

২৫. কার্স্ট ভূমিরূপ গঠনের প্রক্রিয়া হল

) অঙ্গারযোজন      ) জারন      ) জলযোজন       ) আদ্রবিশ্লেষণ

২৬. যে প্রক্রিয়ায় ভূমিরূপের উচ্চতা হ্রাস পায় তাকে বলে

) আবহবিকার     )  অবরোহন প্রক্রিয়া     ) নগ্নীভবন   ) আরোহন প্রক্রিয়া

২৭. ক্ষয়ের শেষ সীমার সাপেক্ষে ভূ-পৃষ্ঠের সমতলীকরন হওয়ার প্রক্রিয়াকে বলে

) পর্যায়ন   ) আরোহন   ) অবরোহন   ) ভর অপসারন

২৮. যে শিলা কখনই জল সঞ্চয় ক্ষরন করতে সক্ষম নয়, তাকে বলে

) অ্যাকুইটার্ড   ) অ্যাকুইফার   ) অ্যাকুইফিউজ    )অ্যাকুইক্লুড

২৯. বড়ো মাপের গ্রাইককে বলে

 ) পোনর  ) টেরারোসা  ) বোগাজ ) হেলিকটাইট

৩০. চুনাপাথরের গুহার অবনমনের ফলে গঠিত হয় – 

) স্ট্যালাকটাইট     ) পোলজে    ) সোয়ালো হোল     ) ডোলাইন  

৩১. ভৌমজলের অপর নাম হল

.পৃষ্ঠীয় জল  . উপপৃষ্ঠীয় জল . কৈশিক জল . কোনোটিই নয়

৩২. গুহার তলদেশ থেকে উত্থিত চুনাপাথর গঠিত ভূমিরূপকে বলে

. স্ট্যালাকটাইট  . স্ট্যালাকমাইট  . হামস  . পোলজে

৩৩. যে সচ্ছিদ্র শিলাস্তর জল ধারনে সক্ষম কিন্তু জল সরবরাহ করতে অক্ষম, তাকে বলে

. অ্যাকুইফার  . অ্যাকুইফিউজ  . অ্যাকুইটার্ড  . অ্যাকুইক্লুড  



২টি মন্তব্য:

Deejpilot থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.