উচ্চমাধ্যমিক ভূগোল MCQ - জীববৈচিত্র্য

 ১. মালভূমির খাড়া ঢালে যে জল নির্গমন প্রনালী গড়ে ওঠে, তাকে বলে – 

ক. বৃক্ষরূপী     

খ. অঙ্গুরীয়     

গ. জাফরী রূপী     

ঘ. সমান্তরাল

২. শিলার সমধর্মীতার দ্বারা নিয়ন্ত্রিত নদী নকশা বা জলনির্গন প্রনালী হল – 

ক. বৃক্ষরূপী 

খ. কেন্দ্রবিমুখ    

গ. সমান্তরাল   

ঘ. জাফরীরূপী 

৩. মৃত আগ্নেয়গিরির জ্বালামুখে যে জলনির্গমন প্রনালী গড়ে ওঠে তা হল –

ক. কেন্দ্রমুখী  

খ. কেন্দ্রবিমুখী   

গ. অঙ্গুরীয়াকার   

ঘ. জাফরীরূপী 

৪. পূর্ববর্তী নদী হল –

ক. মহানদী    

খ. গোদাবরী   

গ. সিন্ধু  

ঘ. নর্মদা 

৫. নদীগ্রাসের মাধ্যমে যে প্রকার জল নির্গমন প্রনানী গড়ে ওঠে –

ক. সমান্তরাল  

খ. অঙ্গুরীয়াকার  

গ. আঁকশিরূপী  

ঘ. আয়তাকার 

৬. ভঙ্গিল পার্বত্য অঞ্চলে যে ধরণের নদী বিন্যাস গড়ে ওঠে –

ক. জাফরি রূপী  

খ. বৃক্ষরূপী  

গ. অঙ্গুরীয় আকৃতি   

ঘ. কেন্দ্রমুখী 

৭. কোন নদী শিলাস্তরের নতি ও ভূমির প্রাথমিক ঢাল কে অনুসরন করে –

ক. পরবর্তী নদী  

খ. পূর্ববর্তী নদী  

গ. অধ্যারোপিত নদী  

ঘ. অনুগামী নদী 

৮. ভারতের জীববৈচিত্রের উষ্ণ বিন্দু বলে পরিচিত – 

ক. সুন্দরবন     

. পশ্চিম ঘাট বৃষ্টি অরণ্য    

গ. গির     

ঘ. কাজিরাঙ্গা

৯. জীববৈচিত্র্য সর্বাধিক যে অঞ্চলে দেখা যায় – 

ক. নাতিশীতোষ্ণ   

খ. সাভানা    

গ. উষ্ণ মরু   

ঘ. নিরক্ষীয় 

১০. কোনো বিপন্ন প্রজাতিকে নিজস্ব বাসস্থানে সংরক্ষণ করার পদ্ধতিকে বলে –

ক. এক্স ভিটো   

খ. এক্স সিটু  

গ. ইনভিট্রো  

ঘ. ইনসিটু 

১১. নির্দিষ্ট জীবগোষ্ঠীতে উপস্থিত প্রজাতির সংখ্যাকে নির্দেশ করে –

ক. বিটা বৈচিত্র্য  

খ. গামা বৈচিত্র্য   

গ. আলফা বৈচিত্র্য  

ঘ. ইন সিটু বৈচিত্র্য 

১২. জীববৈচিত্র্য  হটস্পট শব্দটি প্রথম বলেন –

ক. রোজেন  

খ. উইলসন  

গ. নরম্যান মায়ার্স  

ঘ. ওডাম

১৩. ভারতের প্রথম জীব সংরক্ষণ অঞ্চলটি হল – 

ক. কচ্ছের রন  

খ. পাঁচ মারি  

গ. সুন্দরবন  

ঘ. নীলগিরি 

১৪. করবেট জাতীয় উদ্যান অবস্থিত –

ক. অসমে   

খ. মধ্যপ্রদেশে   

গ. গুজরাট   

ঘ. উত্তরাখন্ড 

১৫. কোন রাজ্য টি ধস প্রবন নয় – 

ক. হিমাচল প্রদেশ    

খ. সিকিম     

গ. অন্ধ্র প্রদেশ        

ঘ. উত্তরাখণ্ড 

১৬. কোন টি মেসোফাইট উদ্ভিদের উদাহরন নয় –

ক. আম গাছ   

খ. শাল গাছ    

গ. সেগুন গাছ      

ঘ. ফণীমনসা গাছ

১৭. পৃথিবীর বজ্রপাতের দেশ টি হল –

ক. ইকুয়েডর   

খ. চিলি    

গ. পেরু   

ঘ. ভেনেজুয়েলা

১৮. মানুষ সৃষ্ট দুর্যোগের উদাহরণ – 

ক. পারমানবিক বিস্ফোরণ  

খ. ঘূর্নিঝর   

গ. সুনামি    

ঘ. অগ্ন্যুৎপাত 

১৯. কোনটি ভূমিধসের কারণ নয় – 

ক. বনবিনাশ   

খ. ভূমিকম্প     

গ. প্রবল বর্ষন  

ঘ. বহুমুখী নদী পরিকল্পনা 

২০. জলাভূমি অঞ্চলে জন্মায় এই রকম উদ্ভিদ শ্রেনীকে বলে – 

ক. হাইড্রোফাইট   

খ. লিথোফাইট   

গ. জেরোফাইট    

ঘ. হ্যালোফাইট 

২১. দাবানলের দেশ বলা হয় – 

ক. জাপান   

খ. ব্রাজিল   

গ. অস্ট্রেলিয়া  

ঘ. চিন কে

২২. যে সমস্ত উদ্ভিদ তীব্র ঠাণ্ডা সহ্য করতে পারে, সেগুলি হল –

ক. মেগাথার্ম    

খ. মেসোথার্ম    

গ. মাইক্রোর্থাম   

ঘ. হেকিস্টোথার্ম 

২৩. একটি মনুষ্য সৃষ্ট বিপর্যয় হল –

ক. সুনামি   

খ. ভোপাল গ্যাস দূর্ঘটনা 

গ. খরা    

ঘ. বন্যা 

২৪. জরায়ুজ অঙ্কুরোদগম দেখা যায় –

ক. জেরোফাইট  

খ. মেসোফাইট   

গ. হ্যালোফাইট   

ঘ. লিথোফাইট 

২৫. উদ্ভিদের প্রধান পুষ্টি মৌল হিসাবে NPK কে বলা হয় –

ক. প্রাথমিক অতিমাত্রিক পুষ্টি মৌল  

খ. গৌন অতিমাত্রিক পুষ্টিমৌল 

গ. স্বল্পমাত্রিক পুষ্টিমৌল  

ঘ. উৎসেচক

২৬. IMD অনুযায়ী বৃষ্টিপাত স্বাভাবিকের তুলনায় কত কম হলে তাকে খরা বলে –

ক. ২৫%     

খ. ৭৫%      

গ. ৫০%      

ঘ. ৬০% 

২৭. প্রাক বিপর্যয় মোকাবিলা পর্বে যে কাজটি করা হয় – 

ক. উদ্ধার ও চিকিৎসা কার্য  

খ. ত্রান কার্য   

গ. পূর্নবাসন   

ঘ. দূর্যোগের মূল্যায়ন 

২৮. উদ্ভিদের জন্য প্রয়োজনীয় প্রধান প্রাথমিক পরিপোষকের একটি উদাহরণ হল –

ক. লৌহ  

খ. ম্যাঙ্গানিজ  

গ. তামা  

ঘ. নাইট্রোজেন

২৯. আলোক বিদ্বেষী উদ্ভিদ হল – 

ক. পান   

খ. আম 

গ. কাঁঠাল  

ঘ. কেয়া  

৩০. NPK একযোগে যে মৌল নামে পরিচিত –

ক. অনুঘটক মৌল 

খ. সাংগঠনিক মৌল  

গ. প্রোটোপ্লাজমীয় মৌল 

ঘ. সংকটী মৌল  

৩১. সুনামী সতর্কতা পদ্ধতি হল –

ক. EWS  

খ. DART  

গ. CBM  

ঘ. GBM

৩২. মরুভূমির সম্প্রসারণ যে ধরণের দূর্যোগ –

ক. প্রাকৃতিক  

খ. মানব কর্মজাত  

গ. মানুষ ও প্রকৃতিজাত 

ঘ. মহাজাগতিক 

৩৩. অম্ল মাটিতে জন্মানো উদ্ভিদকে বলে –

ক. সাইক্রোফাইট  

খ. অক্সিলোফাইট  

গ. লিথোফাইট  

ঘ. ক্যাসমোফাইট 


কোন মন্তব্য নেই:

Deejpilot থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.