এইরি ও প্রাটের সমস্থিতি মতবাদের পার্থক্য

১৮৫৫ সালে স্যার জর্জ এইরি ও ১৮৫৯ সালে আর্কডিকন প্রাট সমস্থিতি মতবাদ উপস্থাপনা করেন।তাদের মতবাদের মধ্যে বিভিন্ন দিক থেকে পার্থক্য লক্ষ্য করা যায়। এইরি ও প্রাটের সমস্থিতি মতবাদের পার্থক্য গুলি হল - 

প্রথম
প্রাটের যে কোনো এক সমতলের ওপর ভূত্বকের সমস্ত অংশের সামগ্রিক ভর একই থাকে।   
এইরির মতে ভূত্বকের স্তম্ভ গুলি কোনো একটি নির্দিষ্ট তলে চাপ দেয় না। 

দ্বিতীয় 
প্রাটের মতবাদের মূল বক্তব্য হল – Uniform depth with varying density
এইরির মতবাদের মূল বক্তব্য হল – Uniform density with varying thick ness 

তৃতীয়
প্রাটের মতবাদ Level of Compensation সম্পর্কীত।
এইরির মতবাদ Low of Floatation  সম্পর্কীত।

চতুর্থ 
প্রাটের মতে  Level of Compensation এর নিচে ঘনত্বের বা উচ্চতার কোনো পরিবর্তন হয় না।
এইরির মতে  Level of Compensation বলে কিছু নেই। উচ্চতার পার্থক্যে অন্তঃস্তরে গভীরতার পার্থক্য দেখা যায়। 

পঞ্চম
প্রাটের মতবাদ অনুসারে ভূত্বকের বিভিন্ন স্তম্ভ গুলির ঘনত্ব বিভিন্ন রকমের। যেমন – পর্বতের ঘনত্ব কম, সমভূমির ঘনত্ব বেশি। 
এইরির মতবাদ অনুসারে ভূত্বকের সমস্ত অংশ গুলি সমঘণত্ব যুক্ত। 

ষষ্ট
প্রাট এর মতে ভূত্বকের স্তম্ভ গুলির উচ্চতার পার্থক্যে ঘনত্বের পার্থক্য হয়। এইরির মতে  ভূত্বকের স্তম্ভ গুলির উচ্চতার পার্থক্যে ঘনত্বের কোনো পরিবর্তন হয় না।

কোন মন্তব্য নেই:

Deejpilot থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.