সপ্তম শ্রেণীর ভূগোল তৃতীয় অধ্যায়


সপ্তম শ্রেণী ভূগোল তৃতীয় অধ্যায় - বায়ুচাপ থেকে বিভিন্ন প্রশ্ন উত্তর আলোচনা করা হল। 

1. বায়ুচাপ বলতে কি বোঝায়?
উত্তর - ভূপৃষ্ঠের কোন নির্দিষ্ট পরিমাণ স্থানের উপর বায়ু যে পরিমান চাপ প্রদান করে, তাকে বায়ুর চাপ বলে। 

2. বায়ুর চাপ কোথায় সবচেয়ে বেশি?
উত্তর - সমুদ্র পৃষ্ঠের উপর

3. সমুদ্র পৃষ্ঠ থেকে উচ্চতা বাড়ার সাথে সাথে বায়ুর চাপের পরিমাণ বাড়ে না কমে?
উত্তর - সমুদ্র পৃষ্ঠ থেকে যত উচ্চতা বাড়তে থাকে বায়ুর চাপ ততই হ্রাস পেতে থাকে।

4. বায়ুর চাপ কোন এককে মাপা হয়?
উত্তর - মিলিবার এককে

5. সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ কত?
উত্তর - 1013.25 মিলি বার

6. কোন যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ মাপা হয়?
উত্তর - ব্যারোমিটার 

7. ব্যারো মিটার কে আবিষ্কার করেন?
উত্তর - 1643 সালে টরিসিলি ব্যারো মিটার আবিষ্কার করেন।

8. বায়ুচাপের পার্থক্যের কারণ গুলি কি কি?
উত্তর - বায়ুর উষ্ণতা, ভূমির উচ্চতা, বায়ুতে জলীয় বাষ্পের উপস্থিতি ও পৃথিবীর আবর্তন গতি পৃথিবী ব্যাপী বায়ু চাপের তারতম্যের প্রধান কারণ।

9. বায়ুর উষ্ণতা কিভাবে বায়ুর চাপ কে নিয়ন্ত্রণ করে? 
উত্তর - বায়ু সূর্যের তাপ এর সংস্পর্শে এসে উষ্ণ হলে তা হালকা হয়ে ওপরে উঠে প্রসারিত হয়। বায়ু ওপরে উঠে প্রসারিত হলে বায়ুর ঘনত্ব কমতে থাকে বলে বায়ুর চাপ কম হয়। এই কারণে উষ্ণ বায়ুর চাপ কম। আবার বায়ু শীতল হলে সংকুচিত হয় বলে ঘনত্ব বাড়তে থাকে, ঘনত্ব বেশি হয় বলে বায়ুর চাপ বাড়ে। এই কারণে শীতল বায়ুর চাপ বেশি। এই কারণে শীতল মেরু অঞ্চলে বায়ুর চাপ বেশি এবং উষ্ণ নিরক্ষীয় অঞ্চলে বায়ুর চাপ কম হয়।

10. জলীয় বাষ্প ও বায়ুর চাপের সম্পর্ক উল্লেখ কর?
উত্তর - বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হলে বায়ু হালকা হয়। বায়ু হালকা থাকে বলে এর চাপ কম হয়। এই কারণে যে অঞ্চলে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকে সেখানে নিম্ন চাপ দেখা দেয়। যেমন - নিরক্ষীয় অঞ্চল। আবার একই কারণে বর্ষাকালে নিম্ন চাপের সৃষ্টি হয়। অন্য দিকে শীতল শুষ্ক বাতাসের জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা কম বলে, শীতল বায়ু ভারী হয়, তাই চাপ বেশি পরে ও উচ্চ চাপের সৃষ্টি হয়।

11. পৃথিবীর আবর্তন গতি কিভাবে বায়ুর চাপের উপর প্রভাব ফেলে? 
উত্তর - পৃথিবীর আবর্তন গতির জন্য পৃথিবী উপরে অবস্থিত চলমান বস্তু গুলি কিছু বিক্ষিপ্ত হয়ে যায়। যেমন পৃথিবীর আবর্তনের বেগ নিরক্ষীয় অঞ্চলে বেশি হওয়ায় এই অঞ্চলের বায়ু গুলি উত্তর ও দক্ষিণে বিক্ষিপ্ত হয় বলে এই অঞ্চলে বায়ুর চাপ কম হয়। অন্য দিকে ক্রান্তীয় অঞ্চলে বায়ুর চাপ বেশি হয়।

12. সমচাপ রেখা কাকে বলে? 
উত্তর - ভূ- পৃষ্ঠের যে সব স্থানের গড় বায়ুর চাপ কোন নির্দিষ্ট সময়ে সমান বা একই থাকে, মানচিত্রে সেই সব স্থানের ওপর কোন কাল্পনিক রেখা টানা হলে যে রেখা পাওয়া যায়, তাকে সমচাপ রেখা বলে।

13. সমচাপ রেখার বৈশিষ্ট্য গুলি লেখ? 
উত্তর - a. সমচাপ রেখা গুলি মিলিবার এককে দেখানো হয়ে থাকে। b. সমচাপ রেখা গুলির বায়ু চাপের মান সমুদ্র পৃষ্ঠের বায়ু চাপের সাপেক্ষে দেখানো হয়ে থাকে। c. সম চাপ রেখা গুলি কখনোই পরস্পর কে স্পর্শ বা চ্ছেদ করে না। d. সম চাপ রেখা গুলি খুব কাছাকাছি চলে আসলে সেই অঞ্চলে বায়ুর চাপের পার্থক্য বেশি হয়।

14. বায়ু প্রবাহের মূল কারণ কি?
উত্তর - বায়ু চাপের পার্থক্যই বায়ু প্রবাহের মূল কারণ।

15. বায়ু সবসময় কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়?
উত্তর - উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে

২টি মন্তব্য:

Deejpilot থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.