অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর MCQ


অষ্টম শ্রেণীর আঞ্চলিক ভূগোল অংশ থেকে এখানে mcq প্রশ্ন উত্তর আলোচনা করা হলো। অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর MCQ ।

1) SAARC এর সদর দপ্তর অবস্থিত - ঢাকা / নিউ দিল্লি / কাঠমান্ডু তে 
উত্তর - কাঠমান্ডু তে

2) ভারতে যে প্রতিবেশী দেশটি সার্ক এর অন্তর্গত নয় - মায়ানমার / ভুটান / পাকিস্তান 
উত্তর - মায়ানমার

3) পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট অবস্থিত - ভুটান / নেপাল / বাংলাদেশে
উত্তর - নেপালে

4) ভুটানের রাজধানীর নাম - ইসলামাবাদ / কাবুল / থিম্পু 
উত্তর - থিম্পু

5) ভুটানের প্রধান নদীর নাম হল - পদ্মা / মানস / সিন্ধু 
উত্তর - মানস

6) বাংলাদেশের প্রধান শিল্প হল - চা / পাট / লৌহ ইস্পাত শিল্প
উত্তর - পাট শিল্প 

7) মায়ানমারের প্রধান ভাষা - বাংলা / উর্দূ / বর্মি 
উত্তর - বর্মি

8) শ্রীলঙ্কার প্রধান অর্থকরী ফসল হল - তুলা / নারকেল / পাট
উত্তর - নারিকেল 

9) পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাদেশের নাম - এশিয়া / আফ্রিকা / উত্তর  আমেরিকা 
উত্তর - উত্তর আমেরিকা 

10) পৃথিবীর কসাইখানা বলা হয় - শিকাগো / ডেট্রয়েট / বাফেলো কে
উত্তর - শিকাগো কে

11) নিউজপ্রিন্ট উৎপাদনে বিশ্বে প্রথম স্থান অধিকার করে - কানাডা / আমেরিকা যুক্ত রাষ্ট্র / মেক্সিকো 
উত্তর - কানাডা

12) পৃথিবীর দীর্ঘতম পর্বত শ্রেণীর নাম - হিমালয় / রকি / আন্ডিজ 
উত্তর - আন্ডিজ

13) দক্ষিণ আমেরিকা পৃথিবীর - দ্বিতীয় / চতুর্থ / পঞ্চম বৃহত্তম মহাদেশ
উত্তর - চতুর্থ

14) আটাকামা মরুভূমি অবস্থিত - ইউরোপ / এশিয়া / দক্ষিণ আমেরিকা মহাদেশে
উত্তর - দক্ষিণ আমেরিকা মহাদেশে

15) পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম - নায়াগ্রা / অ্যাঞ্জেল / ভিক্টোরিয়া জলপ্রপাত 
উত্তর - অ্যাঞ্জেল জলপ্রপাত 

16) পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশের নাম হল - ইউরোপ / আফ্রিকা / ওশিয়ানিয়া
উত্তর - ওশিয়ানিয়া

17) মারে ডার্লিং অববাহিকায় নাতিশীতোষ্ণ তৃণভূমি - ভেল্ড / ডাউনস / স্টেপ নামে পরিচিত।
উত্তর - ডাউনস নামে পরিচিত

18) অস্ট্রেলিয়ার উত্তর ও উত্তর পূর্ব অংশে দেখা যায় - নিরক্ষীয় / মৌসুমী / ভূমধ্যসাগরীয় জলবায়ু
উত্তর - মৌসুমী জলবায়ু

19) অস্ট্রেলিয়ার পার্থ ও অ্যাডিলেড অঞ্চল - নিরক্ষীয় / মৌসুমী / ভূমধ্যসাগরীয় জলবায়ুর অন্তর্গত।
উত্তর - ভূমধ্যসাগরীয়

20) অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফ এক প্রকার - প্রবাল প্রাচীর / আগ্নেয় দ্বীপ / পার্বত্য অঞ্চল
উত্তর - প্রবাল প্রাচীর 

21) পৃথিবীর গভীরতম সমুদ্র খাতের নাম - সুন্ডা খাত /
মারিয়ানা খাত / চ্যালেঞ্জার খাত
উত্তর - মারিয়ানা খাত

22) মারিয়ানা খাত অবস্থিত - ভারত / আটলান্টিক / প্রশান্ত মহাসাগরে
উত্তর - প্রশান্ত মহাসাগরে

23) আমাজন অববাহিকার নিরক্ষীয় চিরহরিৎ অরণ্য - সেলভা / সাভানা / তুন্দ্রা নামে পরিচিত।
উত্তর - সেলভা নামে 

24) পৃথিবীর দ্বিতীয় দীর্ঘ তম নদী হল - নীলনদ / আমাজন / গঙ্গা 
উত্তর - আমাজন নদী

25) পৃথিবীর উচ্চতম সক্রিয় আগ্নেয় গিরির নাম হল - মাউন্ট ভিসুভিয়াস / মাউন্ট ফুজিয়ামা / মাউন্ট চিম্বোরাজো
উত্তর - মাউন্ট চিম্বোরাজো

26) পৃথিবীর বৃহত্তম নদী হল - ইয়াং সি কিয়াং / আমাজন / ব্রহ্মপুত্র নদী
উত্তর - আমাজন নদী

27) পৃথিবীর বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র - ডেট্রয়েট / গ্যারি / শিকাগো 
উত্তর - ডেট্রয়েট 

28) পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদ হল - টিটিকাকা / উলার / সুপিরিয়র হ্রদ 
উত্তর - সুপিরিয়র হ্রদ 


২টি মন্তব্য:

Deejpilot থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.