ষষ্ঠ শ্রেণীর ভূগোল mcq প্রশ্ন উত্তর


ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের সুবিধার্থে এখানে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ অধ্যায় থেকে mcq প্রশ্ন উত্তর সমেত আলোচিত হলো। ষষ্ঠ শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর mcq । Class vi geography mcq question answer।

1) মহাবিশ্বের যে সব জ্যোতিষ্কের নিজস্ব আলো ও উত্তাপ আছে, তাদের বলে - গ্রহ / উপগ্রহ / নক্ষত্র
উত্তর - নক্ষত্র

2) সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে - 8 মি 20 সে / 9 মিনিট 18 সে / 9 মিনিট
উত্তর - 8 মিনিট 20 সেকেন্ড 

3) পৃথিবীর নিকটতম নক্ষত্র হল - প্রক্সিমা সেনটাউরি / সূর্য / ধ্রুব তারা
উত্তর - সূর্য

4) ক্যাসিওপিয়া দেখতে - 'S' / 'M' / 'W' অক্ষরের মতো
উত্তর - 'M' অক্ষরের মতো

5) পুরাকাহিনির শিকারি পাখির সঙ্গে তুলনা করা হয়েছে - বক মন্ডল / সপ্তর্ষি মন্ডল / কালপুরুষ নক্ষত্র মন্ডল কে
উত্তর - কালপুরুষ কে

6) ধ্রুব তারা দেখা যায় - উত্তর / পূর্ব / দক্ষিণ আকাশে
উত্তর - উত্তর আকাশে

7) রাত্রি বেলা উত্তর দিক নির্ণয়ের জন্য নাবিক রা কাজে লাগতো - সূর্য / ধ্রুব তারা / কাল পুরুষ কে
উত্তর - ধ্রুবতারা কে

8) সূর্য পৃথিবীর থেকে - 12 / 10 / 13 লক্ষ গুন বড়ো
উত্তর - 13 লক্ষ গুন বড়ো

9) সূর্যের সব চেয়ে কাছের গ্রহ - বুধ / শুক্র / পৃথিবী
উত্তর - বুধ

10) সূর্যের সব চেয়ে বড়ো গ্রহের নাম হল - বুধ / বৃহস্পতি / শুক্র
উত্তর - বৃহস্পতি

11) জোরালো সৌর ঝর হয় প্রতি - 9/ 11 / 13 বছর অন্তর
উত্তর - 11 বছর অন্তর

12) সন্ধ্যা তারা দেখা যায় - দক্ষিণ / উত্তর / পশ্চিম আকাশে
উত্তর - পশ্চিম আকাশে

13) সন্ধ্যা তারা আসলে - পৃথিবী / বড়ো তারা / শুক্রগ্রহ
উত্তর - শুক্রগ্রহ

14) পৃথিবী নিজের অক্ষের চারিদিকে আবর্তন করে - পশ্চিম - পূর্বে / পূর্ব - পশ্চিমে / উত্তর - দক্ষিণে
উত্তর - পশ্চিম - পূর্বে

15) সৌর জগতের উষ্ণ তম গ্রহের নাম - বুধ / শুক্র / শনি
উত্তর  - শুক্র

16) আমরা বাস করি - মঙ্গল / শুক্র / পৃথিবী গ্রহে
উত্তর - পৃথিবী গ্রহে

17) পৃথিবী কে বলা হয় - নীল / লাল / সাদা গ্রহ
উত্তর - নীল গ্রহ

18) মঙ্গল গ্রহ পরিচিত - লাল / নীল / সবুজ গ্রহ নামে
উত্তর - নীল গ্রহ নামে

19) বলয় আছে যে গ্রহের - ইউরেনাস / শনি / নেপচুন
উত্তর - শনি গ্রহের

20) বামন গ্রহ বলা হয় - প্লুটো / নেপচুন / ইউরেনাস কে
উত্তর - প্লুটো কে

21) পৃথিবীর একমাত্র উপগ্রহ হল - টাইটান / বুধ / চাঁদ 
উত্তর - চাঁদ

22) ঝাঁটার মতো লেজ বিশিষ্ট উজ্জ্বল জ্যোতিষ্ক  কে বলে - গ্রহাণু / ধূমকেতু / ছায়াপথ
উত্তর - ধূমকেতু

23) ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র হল - নাসা / ইসরো / কোনোটিই নয়
উত্তর - ইসরো

24) পৃথিবীর প্রথম মহাকাশচারী হলেন - রাকেশ শর্মা / ইউরি গ্যাগারিন / নীল আর্মস্ট্রং
উত্তর - ইউরি গ্যাগারিন 

25) পৃথিবীর পরিধি - 35000 কিমি / 40000 কিমি / 45000 কিমি 
উত্তর - 40000 কিমি

26) পৃথিবীর সর্বোচ্চ স্থান হল - মারিয়ানা খাত / মাউন্ট এভারেস্ট / তিব্বত মালভূমি
উত্তর - মাউন্ট এভারেস্ট

27) নিরক্ষরেখার মান - 90° / 0° / 45° 
উত্তর -

28) নিরক্ষীয় তলের সাথে পৃথিবীর অক্ষ - 0° / 45° / 90° কোণে হেলে আছে
উত্তর - 90° 

29) দক্ষিণ মেরুর মান - 90° উত্তর / 90° দক্ষিণ / 90°
উত্তর - 90° দক্ষিণ

30) পৃথিবীর অক্ষ তার কক্ষ তলের সাথে - 90° / সাড়ে 66° / সাড়ে 33° কোণে অবস্থান করছে
উত্তর - সাড়ে 66° কোণে

31) মূলমধ্যরেখার মান - 0° / 90° / 180° 
উত্তর -

32) পৃথিবীর মাধ্যাকর্ষণ টানের কথা প্রথম বলেন - নিউটন / স্টিফেন হকিং / ডারউইন 
উত্তর - বিজ্ঞানী নিউটন

33) আন্তর্জাতিক তারিখ রেখার মান - 180° / 90° / 0°
উত্তর - 180°

34) ভারতের প্রমাণ দ্রাঘিমা র মান - 70° পূর্ব / 82°30' পশ্চিম / 82°30' পূর্ব
উত্তর - 82°30' পূর্ব

কোন মন্তব্য নেই:

Deejpilot থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.