উচ্চমাধ্যমিক শিক্ষাবিজ্ঞান mcq প্রশ্ন ও উত্তর 2017


উচ্চ মাধ্যমিক শিক্ষা বিজ্ঞান বিষয় থেকে 2017 সালের mcq প্রশ্ন উত্তর গুলো এখানে আলোচনা করা হলো। দ্বাদশ শ্রেণি শিক্ষা বিজ্ঞান প্রশ্ন উত্তর। উচ্চ মাধ্যমিক শিক্ষা বিজ্ঞান বিগত বছরের প্রশ্ন উত্তর 2017। শিক্ষা বিজ্ঞান mcq প্রশ্ন উত্তর। দ্বাদশ শ্রেণী শিক্ষা বিজ্ঞান বিগত বছরের প্রশ্ন উত্তর 2017 

1. কেলাসিত বুদ্ধি কথাটির প্রবক্তা হলেন
a) থাস্টন
b) গার্ডনার
c) ক্যাস্টেল
d) ভার্নন

উত্তর - ক্যাস্টেল

2. জ্ঞানে (gagne) এর শিখনের শেষ স্তর টি হল
a) বাচনিক শিখন
b) সংকেত মূলক শিখন
c) ধারণার শিখন
d) সমস্যা সমাধানের শিখন

উত্তর - সমস্যা সমাধানের শিখন

3. Gestalt কথাটির অর্থ
a) অবয়ব
b) পাঠক্রম
c) বিষয়
d) ক্ষেত্র মান

উত্তর - অবয়ব

4. মানসিক ক্ষমতা সংক্রান্ত দ্বি উপাদান তত্ত্বের প্রবক্তা হলেন
a) রাসেল
b) স্পিয়ারম্যান
c) থাস্টন
d) থর্ণডাইক

উত্তর - স্পিয়ারম্যান

5. স্কিনার প্রবর্তিত/ সক্রিয় অনুবর্তন টি হল 
a) R - type অনুবর্তন
b) S - type অনুবর্তন
c) M - type অনুবর্তন
d) G - type অনুবর্তন

উত্তর - R - type অনুবর্তন

6. কোনটি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ নয়
a) গাণিতিক গড়
b) পরিসংখ্যা বহুভুজ
c) ভুসিষ্টক
d) মধ্যক

উত্তর - পরিসংখ্যা বহুভুজ

7. আয়তলেখ আকার সময় পরিসংখ্যান গুলি (f) স্থাপন 
করা হয়
a) শ্রেণী ব্যবধানের মধ্য বিন্দুতে
b) শ্রেণী ব্যবধানের উচ্চ প্রান্ত সীমায় 
c) শ্রেণী ব্যবধানের নিম্ন প্রান্ত সীমায়
d) শূণ্য অক্ষ সীমায়

উত্তর - শ্রেণী ব্যবধানের উচ্চ প্রান্ত সীমায়

8. পরিসংখ্যানে 𝝨 চিহ্নটি দ্বারা বোঝানো হয়
a) বিয়োগ ফল কে
b) ভাগ ফল কে
c) যোগ ফল কে
d) গুণফল কে

উত্তর - যোগফল কে

9. 8, 6, 10, 12, 9, 14 ও 4 স্কোর গুলির গড়মান হল
a) 8
b) 12
c) 10
d) 9

উত্তর - 9

10. শিক্ষাক্ষেত্রে +2 স্তরের সুপারিশ করে
a) মুদালিয়র কমিশন
b) ভারতীয় শিক্ষা কমিশন
c) রাধা কৃষ্ণন কমিশন
d) 1986 সালের জাতীয় শিক্ষা নীতি

উত্তর - ভারতীয় শিক্ষা কমিশন

11. ভারতীয় সংবিধানের ..... ধারায় 14 পর্যন্ত সকল শিশুর জন্য বাধ্যতামূলক শিক্ষার কথা উল্লেখ করা হয়েছে
a) 46 নং ধারায়
b) 45 নং ধারায়
c) 16 নং ধারায়
d) 28 নং ধারায়

উত্তর - 45 নং ধারায়

12. কোন বিদেশী শিক্ষাবিদ বিশ্ববিদ্যালয় কমিশনের সদস্য ছিলেন
a) ড: জে এম ডার্ফ
b) জন ক্রিস্টি
c) কে আর উইলিয়ামস
d) ডি এস কোঠারি

উত্তর - জন ক্রিস্টি

13. সপ্তপ্রবাহের কথা নিম্নোক্ত কোন কমিশনে উল্লেখ করা হয়েছে
a) রাধা কৃষ্ণান কমিশন
b) কোঠারী কমিশন
c) মুদালিয়র কমিশন
d) 1968 সালের জাতীয় শিক্ষা নীতি

উত্তর - মুদালিয়র কমিশন

14. প্রোগ্রাম অফ অ্যাকশন গঠিত হয়
a) 1992 সালে
b) 1990 সালে
c) 1986 সালে
d) 1982 সালে

উত্তর - 1992 সালে

15. মাধ্যমিক শিক্ষা কমিশন নির্ধারিত নিম্ন বুনিয়াদী বা প্রাথমিক শিক্ষার কাল হল
a) 3 বছর
b) 5 বছর
c) 7 বছর
d) 6 বছর

উত্তর - 5 বছর

16. বিদ্যালয় স্তরে পাঠক্রম রচনা করে
a) NCERT
b) CABE
c) NCTE
d) UGC

উত্তর - NCERT

17. স্বশাসিত কলেজ গঠনের কথা কোন কমিশনে বলা হয়েছে 
a) মুদালিয়ার কমিশনে
b) কোঠারি কমিশনে
c) রাধাকৃষ্ণন কমিশনে
d) 1986 সালের জাতীয় শিক্ষা নীতিতে

উত্তর -  1986 সালের জাতীয় শিক্ষা নীতিতে

18. মাধ্যমিক শিক্ষা কমিশন কত সালে গঠিত হয়
a) 1952 সালে
b) 1948 সালে
c) 1964 সালে
d) 1950 সালে

উত্তর - 1964 সালে

19. ভারতের প্রতিবন্ধী দিবস পালন করা হয়
a) 15ই এপ্রিল
b)  15 ই মার্চ
c) 10 ই মার্চ
d) 10 ই এপ্রিল

উত্তর - 15 ই মার্চ

20. অক্টেভ ব্র্যান্ড নামক যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়
a) অন্ধত্ব
b) তোতলামি
c) বিকলাঙ্গ
d) বধিরত্ব

উত্তর - বধিরত্ব

21. জাতীয় সাক্ষরতা মিশন স্থাপিত হয়
a) 1988 সালে
b) 1968 সালে
c) 1978 সালে
d) 1958 সালে

উত্তর - 1988 সালে

22. কম্পিউটারের স্থায়ী স্মৃতি হল
a) ROM
b) CAL
c) RAM
d) CAI

উত্তর - ROM

23. কম্পিউটারে অস্থায়ী প্রাথমিক স্মৃতি কেন্দ্র হল 
a) ROM
b) RAM
c) CPU
d) UPS

উত্তর - RAM

24. কম্পিউটার সহযোগী শিখন হল
a) CAL
b) CMI
c) CBT
d) CAI

উত্তর - CAL


কোন মন্তব্য নেই:

Deejpilot থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.