উচ্চমাধ্যমিক অর্থনীতি mcq প্রশ্ন উত্তর


wbchse HS Economics mcq question and answer । দ্বাদশ শ্রেণীর অর্থনীতি mcq প্রশ্ন উত্তর। উচ্চ মাধ্যমিক অর্থনীতি প্রশ্ন উত্তর mcq । 

1) কোনো উপাদান সর্বোত্তম বিকল্প ব্যবহার থেকে যা উপার্জন করতে পারতো, সেটি হল ওই উপাদানের 
a) উৎপাদন ব্যয়
b) অন্তর্নিহিত ব্যয় 
c) সুযোগ ব্যয়
d) বাহ্যিক ব্যয়

উত্তর - সুযোগ ব্যয়

2) মোট বিক্রয় লব্ধ আয় কোন ব্যয় টি মেটাতে পারলে ফার্ম দীর্ঘকালে উৎপাদন করবে
a) FC
b) VC
c) TC
d) MC

উত্তর - VC

3) কোনো দ্রব্যের জোগান হল 
a) বিক্রয়ের উপযুক্ত সম্পদের পরিমাণ 
b) দ্রব্যের উৎপাদনের পরিমাণ
c) নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে যে পরিমাণ দ্রব্য বাজারে বিক্রির জন্য হাজির হচ্ছে
d) কোনোটিই নয়

উত্তর - নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে যে পরিমাণ দ্রব্য বাজারে বিক্রির জন্য হাজির হচ্ছে

4) একচেটিয়া কারবারে কোন ব্যয় টি থাকে না 
a) প্রান্তিক ব্যয়
b) বিজ্ঞাপন ব্যয়
c) গড় ব্যয়
d) মোট ব্যয়

উত্তর - বিজ্ঞাপন ব্যয়

5) বিনিয়োগ গুনকের সর্বনিম্ন মান হয়
a) 1
b) 0
c) 2
d) ∝

উত্তর - 1

6) মোট সরকারি ব্যয় বৃদ্ধি পেলে ভারসাম্য জাতীয় আয়
a) বেশী পরিমাণে বাড়ে
b) কম পরিমাণে বাড়ে
c) সমান পরিমাণে বাড়ে
d) বাড়ে না

উত্তর -  বেশী পরিমাণে বাড়ে

7) একটি চলের সমক পার্থক্য শূন্য হলে চলের প্রতিটি মান হবে
a) শূন্য
b) সমান
c) 1
d) কোনোটিই নয়

উত্তর - সমান

8) দারিদ্র্যের গভীরতা পরিমাপ করার জন্য কোন ধারণাটি ব্যবহার করা হয়
a) দারিদ্র্যের ফাঁক 
b) দারিদ্র্য রেখা 
c) মাথা গুনতি অনুপাত
d) কোনোটিই নয়

উত্তর - দারিদ্র্যের ফাঁক

9) ভারতে জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন পাশ হয় কোন সালে
a) 2010
b) 2009
c) 2007
d) 2005

উত্তর - 2005

10) 1969 সালে কটি ব্যাঙ্কের জাতীয়করন করা হয়
a) 7 টি
b) 10 টি
c) 14 টি
d) 28 টি

উত্তর - 14 টি

11) নিচের কোনটির সাথে প্রান্তিক ব্যয় এর ধারণাটির ঘনিষ্ট সম্পর্ক 
a) TVC
b) TFC
c) সুযোগ ব্যয়
d) কোনোটিই নয়

উত্তর - TVC

12) দাম হল
a) মোট বিক্রয় লব্ধ আয় - বিক্রয়ের পরিমাণ
b) মোট বিক্রয় লব্ধ আয় × বিক্রয়ের পরিমাণ
c) মোট বিক্রয় লব্ধ আয় ÷ বিক্রয়ের পরিমাণ
d) মোট বিক্রয় লব্ধ আয় - মোট ব্যয়

উত্তর - মোট বিক্রয় লব্ধ আয় ÷ বিক্রয়ের পরিমাণ

13) স্থিতিস্থাপক যোগানের ক্ষেত্রে যোগানের স্থিতিস্থাপকতার মান কত হয়
a) একের বেশি
b) একের সমান
c) একের কম
d) শূণ্য

উত্তর - একের কম

14) দেশের সমষ্টি গত আয় এবং মোট ভোগ ব্যয় এর মধ্যে কার্যকরী সম্পর্কটিকে বলা হয়
a) ভোগ অপেক্ষক
b) সামগ্রিক চাহিদা
c) আয় অপেক্ষক
d) স্বয়ম্ভূত ভোগ

উত্তর - ভোগ অপেক্ষক

15) অর্থনীতিবিদ ...... এর মতে ঘাটতি ব্যয়ের মাধ্যমে আয় এবং কর্ম সংস্থান বৃদ্ধি করা সম্ভব। 
a) মার্শাল
b) রিকার্ডো
c) কেইনস
d) মার্কস

উত্তর - কেইনস

16) লোরেঞ্জ রেখা এবং পূর্ণ সমতা রেখার মধ্যবর্তী দূরত্ব ......... পরিমাপ করে 
a) দারিদ্র্য
b) বেকারত্ব
c) বৈষম্য
d) আয়

উত্তর - বৈষম্য

17) 'কাজের বিনিময়ে খাদ্য প্রকল্প' চালু হয়েছিল কোন সালে
a) 1977 
b) 1980
c) 1991
d) 2007

উত্তর - 1977

18) অন্ত্যোদয় অন্ন যোজনা অনুসারে প্রতি পরিবার স্বল্প মূল্যে মাসে খাদ্যশস্য পায়
a) 10 kg
b) 15 kg
c) 20 kg
d) 25 kg

উত্তর - 25 kg

19) GATT এর অষ্টম রাউন্ড বৈঠকটি কোথায় হয়েছিল
a) উরুগুয়ে
b) কাতারে
c) ভিয়েতনাম
d) জেনিভায়

উত্তর - উরুগুয়ে

কোন মন্তব্য নেই:

Deejpilot থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.