নর্মদা ও তাপ্তি নদী পশ্চিমবাহিনী কেন


ভারতের প্রধান দুটি পশ্চিমবাহিনী নদী হল নর্মদা ও তাপ্তি নদী। নর্মদা নদী মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ অমরকণ্টক থেকে উৎপন্ন হয়ে পশ্চিম বাহিনী রূপে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র ও গুজরাটের মধ্যে দিয়ে বিন্ধ্য ও সাতপুরার সংকীর্ণ গিরিপথ অতিক্রম করে খাম্বাত উপসাগরে পতিত হয়েছে। অন্য দিকে তাপ্তি নদী মহাদেব পর্বত থেকে উৎপন্ন হয়ে  সাতপুরা ও অজন্তার মধ্যবর্তী সংকীর্ণ উপত্যকা দিয়ে পশ্চিমবাহী হয়ে সুরাটের কাছে খাম্বাত উপসাগরে পড়েছে। নর্মদা ও তাপ্তি এই দুটি নদীই মধ্যভারতের উচ্চভূমি থেকে উৎপন্ন হয়ে সাতপুরা ও বিন্ধ্য পর্বতের মধ্যবর্তী গ্রস্ত উপত্যকার অবনমিত অংশ বরাবর প্রবাহিত হওয়ায় এবং এই এই অঞ্চলের ভূমির ঢাল পূর্ব থেকে পশ্চিম হওয়ায়, এই নদী দুটি (নর্মদা ও তাপ্তি) পশ্চিম বাহিনী। 

কোন মন্তব্য নেই:

Deejpilot থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.