উচ্চমাধ্যমিক ভূগোল saq - স্বাভাবিক উদ্ভিদ


উচ্চ মাধ্যমিক ভূগোল অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। উচ্চ মাধ্যমিক ভূগোল saq প্রশ্ন ও উত্তর।।

. দুটি মাইক্রোথামস উদ্ভিদের উদাহরণ দাও ?
উত্তরঃ পাইন, ফার (১২ -১৭ ডিগ্রি)

. কোন আলো উদ্ভিদের বৃদ্ধির পক্ষে সহায়ক ?
উত্তরঃ  সবুজ আলো 

. একটি স্কিওফাইট উদ্ভিদের নাম উল্লেখ কর ?
উত্তরঃ পান, অর্কিড, মানিপ্ল্যান্ট

. শুষ্ক বাতাস উদ্ভিদের প্রস্বেদনের উপর কি প্রভাব ফেলে ?
উত্তরঃ প্রস্বেদনের পরিমান বাড়িয়ে দেয়

. হোগলা কি জাতীয় উদ্ভিদ ?
উত্তরঃউভচর জলজ উদ্ভিদ

. একটি নিমজ্জিত ভাসমান উদ্ভিদের উদাহরন দাও ?
উত্তরঃ ঝাঁঝি

. স্বাভাবিক উদ্ভিদের বণ্টনে কোন উপাদানের প্রভাব সবাধিক ?
উত্তরঃ জলবায়ু

. মেগাথামস  জাতীয় উদ্ভিদ কোন জলবায়ু  অঞ্চলে দেখা যায় ?
উত্তরঃ নিরক্ষীয় অঞ্চলে

. নিরপেক্ষ আলোক পর্ব যুক্ত একটি উদ্ভিদের নাম লেখ?
উত্তরঃ টম্যাটো

১০. মেসোর্থাম উদ্ভিদ কোন জলবায়ু অঞ্চলে দেখা যায়?
উত্তরঃ ক্রান্তীয় ও উপক্রান্তীয় জলবায়ু  অঞ্চলে

১১. . ওয়ামিং কত সালে কীসের উপর ভিত্তি করে উদ্ভিদের শ্রেণিবিভাগ করেন?
উত্তরঃ জলের প্রাপ্যতার উপর ভিত্তি করে। 

১২. একটি খরা সহিষ্ণু উদ্ভিদের নাম উল্লেখ কর?
উত্তরঃ বাবলা, আকন্দ

১৩. হ্যালোফাইট উদ্ভিদ কোন ধরণের পরিবেশে দেখা যায় ?
উত্তরঃ লবনাক্ত পরিবেশে

১৪. শিলাগাত্রে যে সব উদ্ভিদ জন্মায় তাদের কি বলে ?
উত্তরঃ লিথোফাইট

১৫. নিম্ন তাপমাত্রা যুক্ত অঞ্চলে যে উদ্ভিদ জন্মায় তাকে কী বলে?
উত্তরঃ হেকিস্টোর্থাম - মস, ফার্ন 

১৬. কোন ধরণের উদ্ভিদের জরায়ুজ  অঙ্কুরোদ্গম দেখা যায়?
উত্তরঃ লবনাম্বু উদ্ভিদের

১৭. কোন ঋতুতে আন্টাকটিকায় ওজোন গহ্বর দেখা যায় ?
উত্তরঃ বসন্ত কালে

১৮. CFC মূল উপাদান কী ?
উত্তরঃ ক্লোরোফ্লুরোকার্বন

১৯. ওজোনগহ্বর কে আবিষ্কার  করেন ?
উত্তরঃ ১৯৮৫ সালে জে ফারমেন

২০. ওজোন স্তর সুরক্ষিত রাখার জন্য কত সালে কোন চুক্তি সাক্ষরিত হয়?
উত্তরঃ মন্ট্রিল প্রোটোকল (1987) 

২১. বিশ্ব উষ্ণায়নের প্রধান কারন কি ?
উত্তরঃ গ্রিন হাউস গ্যাসের পরিমান বৃদ্ধি

২২. PSC এর পুরো নাম কি?
উত্তরঃ পোলার স্ট্র্যাটোস্ফিয়ারিক ক্লাউড

২৩. ওজোন স্তর কে আবিষ্কার  করেন ?
উত্তরঃ হেনরি বুশণ চার্লস ফ্রেব্রি

২৪. গ্রিন হাউসের কথা প্রথম কে বলেন?
উত্তরঃ জে ফুরিয়ার 

২৫. একটি ভূতাত্ত্বিক বিপর্যয়ের উদাহরন দাও ?
উত্তরঃ ভূমিকম্প, অগ্ন্যুৎপাত

২৬. জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ভারত কে কয় টি ভুমিকম্প প্রবন অঞ্চলে ভাগ করেছে ?
উত্তরঃ টি

২৭. একটি জৈবিক বিপর্যয়ের উদাহরন দাও ?
উত্তরঃ পারমানবিক বিস্ফোরণ, ভূপাল গ্যাস দুর্ঘটনা

২৮. একটি জৈবিক দুর্যোগের উদাহরন দাও ?
উত্তরঃ জনবিস্ফোরণ, দুর্ভিক্ষ, মহামারি

২৯. ইউট্রোফিকেসন কী ধরণের দুর্যোগ?
উত্তরঃ জৈবিক দুর্যোগের

উচ্চমাধ্যমিক ভূগোল সংক্ষিপ্ত প্রশ্নোত্তর - সমুদ্র তরঙ্গ প্রক্রিয়া ও ভূমিরূপ

কোন মন্তব্য নেই:

Deejpilot থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.