জনসংখ্যা কাঠামো বলতে কী বোঝ


জনসংখ্যা ভুগোলের অন্যতম গুরুত্বপুর্ন উপাদান হল জনসংখ্যার কাঠামো জনসংখ্যার কাঠামো দ্বারা কোন স্থানের জনসংখ্যার বৈশিষ্ট্য সুস্পষ্ট ভাবে ব্যাখ্যা করা যায় জনসংখ্যা ভুগোলে বিভিন্ন বিষয় যেমনবয়স, লিঙ্গ, জাতি, ধর্ম, ভাষা, অর্থনীতি প্রভৃতির উপর ভিত্তি করে জনসংখ্যা কাঠামো অধ্যায়ন করা হয়

বিভিন্ন ধরণের জনসংখ্যা কাঠামো গুলি হল –
ক) লিঙ্গ ভিত্তিক কাঠামো     খ) বয়স ভিত্তিক কাঠামো    গ) অর্থনৈতিক কাঠামো    ঘ) পেশাগত কাঠামো প্রভৃতি

জনসংখ্যা কাঠামোর বৈশিষ্ট্য

ক) বিভিন্ন স্থানের জনসংখ্যার মধ্যে তুলনায় সহায়তা করে।

খ) জনসংখ্যা কাঠামোর অধ্যয়ন মানব সম্পদের খোজ দেয়।

গ) জন্ম ও মৃত্যুহার সম্পর্কে সঠিক ধারণা পাওয়া যায়।

ঘ) বিভিন্ন রকমের সামাজিক ও অর্থনৈতিক বিষয়ে ধারণা পাওয়া যায়।


কোন মন্তব্য নেই:

Deejpilot থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.