মৃত্তিকা ভূগোল - সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ।।

Slst, Net, Set ভূগোল  পরীক্ষার প্রস্তুতির জন্য মৃত্তিকা ভূগোল অধ্যায় থেকে বাছাই করা বেশ কিছু গুরুত্ব পূর্ন প্রশ উত্তর সমেত তুলে ধরা হল। SOIL GEOGRAPHY SAQ for SLST/NET/SET ।।

. মৃত্তিকা বা Soil শব্দটির উৎপত্তি হয় কোথা থেকে?

উত্তরঃ- সোলাম থেকে যার অর্থ মেঝে

. একজন সাধারন মানুষের কাছে মৃত্তিকা আসলে কী?

উত্তরঃ-  ধূলি বা Dust

. মৃত্তিকা বিজ্ঞানের যে শাখায় মৃত্তিকার উৎপত্তি, বৈশিষ্ট্য বন্টন  সম্পর্কে আলোচিত হয়
তাকে কী বলে?

উত্তরঃ- পেডোলজি

. মৃত্তিকা বিজ্ঞানের যে শাখায় মৃত্তিকাকে উদ্ভিদের বৃদ্ধির মাধ্যম হিসাবে বিবেচনা করে, তাকে কী বলে?

উত্তরঃ- এডাফোলজি

. মৃত্তিকা বিজ্ঞানের জনক কাকে বলা হয়?

উত্তরঃ- রাশিয়ান মৃত্তিকা বিজ্ঞানী ডকুচেভ কে

. যে শিলা থেকে মৃত্তিকার সৃষ্টি হয় তাকে কী বলে?

উত্তরঃ- আদিশিলা

. আবহবিকারের ফলে যে চূর্নবিচূর্ন পদার্থ সৃষ্টি হয় তাকে কী বলে?

উত্তরঃ- রেগোলিথ

. জৈব পদার্থ সমৃদ্ধ মৃত্তিকা স্তর টি কী নামে পরিচিত?

উত্তরঃ- O স্তর

. সরলবর্গীয় বনভূমির জৈব পদার্থ সমৃদ্ধ স্তরকে কী বলে?

উত্তরঃ- ডাফ

১০. পর্নমোচী বনভূমিতে জৈব পদার্থ সমৃদ্ধ যে স্তর দেখা যায়, তাকে কি বলা হয়?  

উত্তরঃ- মাল

১১. A স্তর গঠন কারী প্রক্রিয়াকে কী বলে?

উত্তরঃ- এলুভিয়েশন

১২. জোন অফ ইলুভিয়েশন কোন মৃত্তিকা স্তরকে বলা হয়?

উত্তরঃ- B স্তর কে

১৩ভারতের কোন রাজ্যে ল্যাটেরাইট মৃত্তিকা ঘর তৈরির উপাদান হিসাবে ব্যবহৃত হয়?


উত্তর – কেরালায় 


১৪. A স্তর B স্তরের মধ্যবর্তী স্তর কী নামে পরিচিত?

উত্তরঃ- E স্তর নামে পরিচিত

১৫. সোলাম বা মৃত্তিকা স্তর কাকে বলে?

উত্তরঃ- মৃত্তিকার A স্তর B স্তর কে একত্রে সোলাম বলে

১৬. কোন মৃত্তিকায় আদর্শ পরিলেখ দেখা যায়?

উত্তরঃ- পডসল মৃত্তিকায়

১৭. ডকুচেভ মৃত্তিকা সৃষ্টির কয়টি নিয়ন্ত্রকের কথা বলেন?

উত্তরঃ- চারটি

১৮. জেনি মৃত্তিকা সৃষ্টির কয়টি নিয়ন্ত্রকের কথা বলেন?

উত্তরঃ- পাঁচটি

১৯. মৃত্তিকা সৃষ্টির সক্রিয় নিয়ন্ত্রক কোন গুলি?

উত্তরঃ- জলবায়ু জীবজগৎ

২০. মৃত্তিকা সৃষ্টির নিস্ক্রিয় নিয়ন্ত্রক গুলি কী কী ?

উত্তরঃ- ভূ-প্রকৃতি, আদিশিলা সময়

২২. গ্রানাইট, রায়োলাইট শিলা থেকে কী ধরণের মৃত্তিকার সৃষ্টি হয়?

উত্তরঃ- বেলেমাটির

২৩. ব্যাসল্ট শিলা থেকে কোন মৃত্তিকার সৃষ্টি হয়?

উত্তরঃ- কৃষ্ণ মৃত্তিকার

২৪. হিউমাস সৃষ্টির প্রক্রিয়াকে কী বলে?

উত্তরঃ- হিউমিফিকেশন

২৫. অ্যালকালাইজেশন প্রক্রিয়ায় কোন মৃত্তিকার সৃষ্টি হয়?

উত্তরঃ- সোলোনেৎজ

২৬. সোলোনেৎজ মৃত্তিকার রঙ বা বর্ন কীরূপ হয়?

উত্তরঃ- কালো

২৭. স্যালিনাইজেশন প্রক্রিয়ায় কোন মৃত্তিকা সৃষ্টি হয়?

উত্তরঃ- সোলানচাক মৃত্তিকা

২৮. ল্যাটেরাইট মৃত্তিকা কে আবিষ্কার করেন ?

উত্তরঃ- বুখানন

২৯. জলাভূমি অঞ্চলে কাদামাটি কোন প্রক্রিয়ায় সৃষ্টি হয়?

উত্তরঃ- গ্লেইজেশন

৩০. পডসলাইজেশন কোন জলবায়ু অঞ্চলে বেশি কার্যকরী হয়?

উত্তরঃ- আর্দ্র-শীতল নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলে 

৩১. ক্যালসিয়াম কার্বনেট সমৃদ্ধ মৃত্তিকা কোন গোত্রের অন্তর্গত?

উত্তরঃ- পেডোক্যাল গোত্রীয়

৩২. লবনাক্ত মৃত্তিকায় pH এর মান কত হয়?

উত্তরঃ- .

৩৩. কোন ধরণের জলবায়ু অঞ্চলে ল্যাটেরাইজেশন প্রক্রিয়া সম্পন্ন হয়?

উত্তরঃ- উষ্ণ আর্দ্র জলবায়ু অঞ্চলে

৩৪. মৃত্তিকায় কোন উপাদানের পরিমান সবচেয়ে বেশি?

উত্তরঃ- খনিজ উপাদান (৪৫%)

৩৫. মৃত্তিকা কনার ব্যাস বা আয়তন কত হয়?

উত্তরঃ- .০০ মিলিমিটারের কম   

৩৬. .০০ মিমির অধিক ব্যাস যুক্ত কনাগুলিকে কী বলে?

উত্তরঃ- নুড়ি কাঁকর

৩৭. মৃত্তিকায় জৈব পদার্থের পরিমান কত?

উত্তরঃ- মাত্র %

৩৮. প্রাথমিক খনিজ কাকে বলে?

উত্তরঃ- যে সব খনিজ পদার্থ গুলি আদিশিলার বৈশিষ্ট্য বহন করে, তাকে প্রাথমিক খনিজ বলে

যেমনকোয়াটজ, ফেলসপার, অভ্র প্রভৃতি

৩৯. গৌন খনিজ কোন গুলি?

উত্তরঃ- সূক্ষ্ম থেকে সূক্ষ্মতম যে খনিজ গুলি আদিশিলার সাক্ষ্যবহন করে না, তাদের গৌন খনিজ বলে

যেমনকাদাকনা ( কেওলিনাইট, মন্টমোরিলোনাইট প্রভৃতি)

৪০. মৃত্তিকার অম্লত্ব ক্ষারত্ব পরিমাপক স্কেলের নাম কী?

উত্তরঃ- pH স্কেল

 ৪১.  pH স্কেলের প্রকৃতি কীরূপ ?

উত্তরঃ-  pH স্কেল একটি লগারিদম স্কেল

৪২. pH স্কেলের মান কত পর্যন্ত হয়?

উত্তরঃ- থেকে ১৪ পর্যন্ত

৪৩. মৃত্তিকার গ্রথন কাকে বলে?

উত্তরঃ- মৃত্তিকায় পলি, বালি কাদা কনার আপেক্ষিক অনুপাতকে গ্রথন বা বুনন বলে

৪৪. মৃত্তিকা দ্রবনে হাইড্রোজেন আয়নের পরিমান বেশি থাকলে মৃত্তিকার প্রকৃতি কীরূপ হয়?

উত্তরঃ- মৃত্তিকা আম্লিক প্রকৃতির হয়

৪৫. pH স্কেল কে আবিষ্কার করেন?

উত্তরঃ- বিজ্ঞানী সোরেনসন (১৯০৯)

৪৬.  pH এর মান বলতে কী বোঝ?

উত্তরঃ- pH এর মান বলতে বোঝায় প্রতি লিটার দ্রবনে দ্রবীভূত হাইড্রোজেন আয়নের 
পরিমান ..০০০০০০১ গ্রাম

৪৭. মৃত্তিকায় pH এর মান হলে pOH এর মান কত হবে?

উত্তরঃ- pOH এর মান হবে

৪৮. pH এর মান এর বেশি হলে তা কি নির্দেশ করে?

উত্তরঃ- ক্ষারকীয়তা কে নির্দেশ করে

৪৯. pH এর মান বৃদ্ধি পেলে তা কী নির্দেশ করে?

উত্তরঃ- pH এর মান বৃদ্ধি মৃত্তিকায় অম্লত্বের মানের ১০ গুন বৃদ্ধি কে নির্দেশ করে

৫০. মিশেল কাকে বলে?

উত্তরঃ- ঋনাত্মক তড়িৎযুক্ত জৈব অজৈব খনিজ কনার সমষ্টি কে মিশেল বলে

৫১. আন্তঃআঞ্চলিক মৃত্তিকার উদাহরণ দাও ?

উত্তরঃ- পিট, লবনাক্ত মৃত্তিকা, রেনজিনা মৃত্তিকা

৫২. অআঞ্চলিক মৃত্তিকার কোন গুলি?

উত্তরঃ- লিথোসোল, লোয়েস, কঙ্কালসার মৃত্তিকা

৫৩. রেনজিনা মৃত্তিকা কোথায় দেখা যায়?

উত্তরঃ- চুনাপাথর গঠিত অঞ্চলে

৫৪. নাতিশীতোষ্ণ তৃনভূমি অঞ্চলে কোন মৃত্তিকার সৃষ্টি হয়?

উত্তরঃ- চারনোজেম মৃত্তিকা

৫৫. সরলবর্গীয় বনভূমি অঞ্চলে কোন মৃত্তিকার সৃষ্টি হয়?

উত্তরঃ- পডসল মৃত্তিকার

৫৬. সিরোজেম মৃত্তিকা কোথায় দেখা যায়?

উত্তরঃ- শীতল শুষ্ক জলবায়ু অঞ্চলে

৫৭. কোন ধরণের আদিশিলা থেকে পডসল মৃত্তিকার সৃষ্টি হয়?

উত্তরঃ- বেলেপাথর, গ্রানাইট কোয়ার্টজ শিলা থেকে

৫৮. হ্যাডপ্যান কোন মৃত্তিকায় দেখা যায়?

উত্তরঃ-  পডসল মৃত্তিকায়

৫৯. প্রেইরি মৃত্তিকা কোথায় দেখা যায়?

উত্তরঃ-  নাতিশীতোষ্ণ তৃনভূমির পার্শ্ববর্তী সামান্য অধিক বৃষ্টিপাত যুক্ত অঞ্চলে প্রেইরি মৃত্তিকা দেখা যায়

৬০. প্রেইরি মৃত্তিকার আরেক নাম কী ?

উত্তরঃ- ব্রুনুজেম মৃত্তিকা

৬১. চেস্টনাট মৃত্তিকা কোন গোত্রের অন্তর্গত?

উত্তরঃ- পেডোক্যাল

৬২. মৃত্তিকা স্তরের- গভীরতা কত হয়?

উত্তরঃ- ভূ-পৃষ্ট থেকে ১৮-২০ সেমি গভীর  

৬৩. হিউমাস সমৃদ্ধ মৃত্তিকার রঙ কীরূপ হয়?

উত্তরঃ- কালো

৬৪. উচ্চ অম্লত্ব যুক্ত মৃত্তিকা কোন জলবায়ু অঞ্চলে দেখা যায়?

উত্তরঃ- উষ্ণ আর্দ্র জলবায়ু অঞ্চলে

৬৫. এলুভিয়েশন ইলুভিয়েশন কোন প্রক্রিয়ার অন্তর্গত ?

উত্তরঃ- স্থানান্তর প্রক্রিয়ার

৬৬. মরুভূমি অঞ্চলে কোন বর্গের মৃত্তিকা দেখা যায়?

উত্তরঃ- এরিডিসল বর্গের

৬৭. আগ্নেয়গিরির পার্শ্ববর্তী অঞ্চলে যে কালো রঙের মৃত্তিকা দেখা যায় তাকে কী বলে?

উত্তরঃ- অ্যান্ডিসল মৃত্তিকা

৬৮. গিলগাই কোন মৃত্তিকার অন্যতম প্রধান বৈশিষ্ট্য ?

উত্তরঃ- কৃষ্ণ বা রেগুর মৃত্তিকার

৬৯. কৃষ্ণ মৃত্তিকার রঙ কালো হওয়ার কারণ কী ?

উত্তরঃ- ম্যাগনেটাইটের আধিক্য থাকায় কৃষ্ণ মৃত্তিকার রঙ কালো

৭০. রূপান্তরিত শিলার বিয়োজনের ফলে কোন মৃত্তিকার সৃষ্টি হয়?

উত্তরঃ- লোহিত মৃত্তিকার

৭১. লিচিং প্রক্রিয়ায় কোন মৃত্তিকার সৃষ্টি হয়?

উত্তরঃ- ল্যাটেরাইট মৃত্তিকার

৭২. স্পেডোসল বর্গের মৃত্তিকার উদাহরন দাও?

উত্তরঃ- পডসল

৭৩. চারনোজেম মৃত্তিকা কোন বর্গের অন্তর্গত?

উত্তরঃ- মলিসল

৭৪. ভার্টিসল বর্গের মৃত্তিকা কোনটি?

উত্তরঃ- কৃষ্ণ মৃত্তিকা

৭৫. কোন বর্গের মৃত্তিকায় কর্দম কনার পরিমান সবচেয়ে বেশি?

উত্তরঃ- ভার্টিসল বর্গের মৃত্তিকায়

৭৬. মৃত্তিকার কাদাকনার ব্যাস কত হয়?

উত্তরঃ- < .০০২ মিমি

৭৭. টপসয়েল কাকে বলে ?

উত্তরঃ- মৃত্তিকার O এবং A স্তর কে একত্রে টপসয়েল বলে

৭৮. মাটির pH কমানোর জন্য কী ব্যবহার করা হয়?

উত্তরসালফার

৭৯. All India Soil survey dept কত সালে প্রতিষ্ঠিত হয়?

উত্তর১৯৫৬

৮০. কোন মৃত্তিকা ক্রান্তীয় চারনোজেম নামে পরিচিত?

উত্তরকৃষ্ণ মৃত্তিকা




কোন মন্তব্য নেই:

Deejpilot থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.