জলবায়ু বিদ্যা - সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ।। CLIMATOLOGY - Saq

ভূগোল বিষয়ের অন্তর্গত জলবায়ু বিদ্যা অধ্যায় থেকে বাছাই করা গুরুত্বপূর্ন কিছু প্রশ্ন ও উত্তর আলোচনা করা হল যা আপনাদের ভূগোল বিষয় সম্পর্কীত প্রতিযোগিতা মূলক পরীক্ষার প্রস্তুতিতে যথেষ্ট সাহায্য করবে আশা করা যায়। ভূগোল প্রশ্ন ও উত্তর। ভূগোল SAQ প্রশ্ন উত্তর। জলবায়ুবিদ্যা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর ।।

. কত ডিগ্রী অক্ষাংশীয় অঞ্চলে আগত সৌর বিকিরন ও স্থলজ বিকিরনের পরিমান সমান হয়?

উত্তর৪০ ডিগ্রি অক্ষাংশ

. সমুদ্র উপকূলে কুয়াশা সৃষ্টির মূল কারণ কি?

উত্তর - অ্যাডভেকসন  

. পৃথিবী সৃষ্টির প্রথম অবস্থায় বায়ুমণ্ডলের কোন গ্যাসের উপস্থিতি ছিল না?

উত্তর অক্সিজেন

. কত ডিগ্রি সেলসিয়াস সমতাপ রেখা ভারতকে ক্রান্তীয় ও উপক্রান্তীয় অঞ্চলে ভাগ করতে ব্যবহৃত হয়

উত্তর ১৮ ডিগ্রি সেলসিয়াস

. কোন পরিস্থিতি বৈপরিত্য উষ্ণতা সৃষ্টির পক্ষে আদর্শ?

উত্তর শান্ত, মেঘমুক্ত, শীতল শীতকালীন রাত্রী

. কুয়াশা সৃষ্টির প্রধান নিয়ন্ত্রক কোনগুলি?

উত্তর অধিক আপেক্ষিক আদ্রতা, শীতকাল ও তীব্র সৌর বিকিরন

. আমেরিকা যুক্তরাষ্ট্রের কোন অঞ্চলে পশ্চিমা বায়ুর প্রভাবে সারা বছর বৃষ্টিপাত হয়?

উত্তর উত্তর-পশ্চিম অংশে

. রাত্রিবেলা পর্বতের ঢাল বরাবর যে শীতল বাতাস নিচের দিকে নামতে থাকে , তাকে কি 
বলে?

উত্তর - ক্যাটাবেটিক বায়ু

. পৃথিবীর আবর্তন গতির দ্বারা নিয়ন্ত্রিত বায়ুকে কি বলে?

উত্তর জিওস্ট্রপিক বায়ু

১০. সাধারণত কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়?

উত্তরউচ্চ চাপযুক্ত অঞ্চল থেকে নিম্নচাপ যুক্ত অঞ্চলের দিকে

১১. ডোলড্রাম বলতে কী বোঝ?

উত্তরনিরক্ষীয় নিম্নচাপ অঞ্চলের অন্তর্গত শান্ত বায়ুহীন অঞ্চলকে ডোলড্রাম বলে 

১২. সামুদ্রিক বাতাস কখন প্রবাহিত হয়?

উত্তরদিনের বেলা

১৩. বিওফোর্ট স্কেলে কি পরিমাপ করা হয়?

উত্তরবায়ুর গতি পরিমাপ করা হয়

১৪. কখন বায়ুর উষ্ণতা সবচেয়ে কম হয়?

উত্তরসূর্যোদয়ের আগে

১৫. দক্ষিন গোলার্ধে পশ্চিমা বায়ু প্রবাহিত হয় কোন দিক থেকে?

উত্তরউত্তরপশ্চিম দিক থেকে

১৬. বায়ু মন্ডলের কোন স্তর বিমান চলাচলের জন্য আদর্শ?

উত্তর স্ট্র্যাটোস্ফিয়ার

১৭. বায়ুমন্ডলের কোন উপাদান টি আবহাওয়া ও জলবায়ু নিয়ন্ত্রনে প্রধান ভূমিকা পালন করে?

উত্তরজলীয় বাষ্প

১৮. মরুভূমিতে মেঘ থেকে বৃষ্টি না হওয়ার মূল কারণ কী?

উত্তরমেঘে জলীয় বাস্পের অভাব

১৯. কোন মেঘ থেকে অ্যালবেডের পরিমান সবথেকে বেশি?

উত্তরসিরাস মেঘ থেকে

২০. আগত সৌরবিকিরনের কত অংশ সালোকসংশ্লেষের কাজে ব্যবহৃত হয়?

উত্তর%

২১. কোন ধরণের বৃষ্টিপাতের সঙ্গে বৃষ্টিচ্ছায় অঞ্চল জরিত ?

উত্তরশৈলোৎক্ষেপ বৃষ্টির সাথে

২২. বায়ুর গতি ও দিক কীসের ওপর নির্ভর করে?

উত্তরবায়ুচাপ ঢালের ওপর

২৩. ক্লাউড ব্রাস্ট বা মেঘ ভাঙা বৃষ্টি বলতে কী বোঝ?

উত্তরহঠাৎ ক্ষনিক সময়ের জন্য অধিক বৃষ্টিপাত কে ক্লাউড ব্রাস্ট বলে    

২৪. উষ্ণতার অনুভূমিক প্রবাহ কে কী বলে ?

উত্তরAdvection

২৫.  পরিচলন বৃষ্টিপাত কোথায় দেখা যায়?

উত্তরনিরক্ষীয় অঞ্চলে

২৬. নর-ওয়েস্টারের প্রভাবে কোথায় বৃষ্টিপাত হয় ?

উত্তরপশ্চিমবঙ্গে

২৭. রকি পর্বতের পূর্ব দিকে যে উষ্ণ-শুষ্ক বাতাস প্রবাহিত হয়, তাকে কি বলে?

উত্তরচিনুক




কোন মন্তব্য নেই:

Deejpilot থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.