উচ্চমাধ্যমিক ভূগোল MCQ - বায়ুমন্ডল ।।


উচ্চমাধ্যমিক ভূগোল - বায়ুমণ্ডল অধ্যায় থেকে গুরুত্বপূর্ন MCQ প্রশ্ন উত্তরসহ আলোচনা করা হল ।। 


. জেট বায়ু প্রবাহ দেখা যায়

. ঊর্ধব ট্রপোস্ফিয়ারে   . নিম্ন ট্রপোস্ফিয়ারে   . মেসোস্ফিয়ারে   ঘ.থার্মোস্ফিয়ারে

. ক্যালিফোর্নিয়া যে জলবায়ু অঞ্চলে অবস্থিত, তা হল

. মৌসুমি জলবায়ু     . ভূমধ্যসাগরীয় জলবায়ু     . তুন্দ্রা জলবায়ু      . মরু জলবায়ু

 যে সমুদ্র স্রোতের প্রভাবে মৌসুমি বায়ু দূর্বল হয়ে পড়ে –

এল নিনো   লা নিনা   কুরোসিয়ো   লাব্রাডর

. ওজোন গ্যাসের অস্তিত্বের কথা প্রথম উল্লেখ করেন

. ডবসন    . ফারমেন    . ওয়ার্মিং   . স্কোনবি

. বঙ্গোপসাগরে উদ্ভূত নিম্নচাপ বিশিষ্ট ঝড় ঝঞ্ঝাকে বলা হয়

. সাইক্লোন     . টর্নেডো     . টাইফুন      . হারমাট্টাম

. জেট বায়ু প্রবাহ দেখা যায় ভূ-পৃষ্ঠ থেকে উপরে

. - কিমি উচ্চতায়  . . ১৪ কিমি উচ্চতায়  . ২০-২৪ কিমি  উচ্চতায় 

২৫-৩০ কিমি উচ্চতায়

. পূর্বচীন সাগরে সৃষ্ট ক্রান্তীয় ঘূর্নিঝর যে নামে পরিচিত, তা হল

. টাইফুন    . হ্যারিকেন      . উইলি উইলি      . টর্নেডো

. ক্লুরোফ্লুরোকার্বনের অন্যতম উৎস

. শীততাপ নিয়ন্ত্রন যন্ত্র     . যানবাহন    . দাবানল     . আগ্নেয়গিরি

. হ্যারিকেন ঘূর্নিঝর সৃষ্টি হয়

. চিনসাগরে  . বঙ্গোপসাগরে   . ক্যারিবিয়ান সাগরে   . জাপান সাগরে

১০. জেট বায়ু প্রবাহের দিক হল

. উত্তরদক্ষিনে    . পূর্বপশ্চিমে  . দক্ষিন - উত্তরে   . পশ্চিম - পূর্বে

১১. ক্লুরোফ্লুরোকার্বনের বানিজ্যিক নাম হল

. নিয়ন   . ফ্রেয়ন  . অর্গান  . জেনন

১২. ঘূর্নবাতের কেন্দ্রে শান্ত আবহাওয়া বিশিষ্ট অংশকে বলে

. ঘূর্নি     . কুন্ডলীবলয়    . চক্ষু    . শীর্ষ

১৩. প্রধান গ্রীন হাউস গ্যাস হল

. ওজোন   . কার্বন ডাই অক্সাইড   . ক্লুরোফ্লুরোকার্বন   . সালফার ডাই 
অক্সাইড

১৪. বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়

. ১৯৯২    . ১৯৯৯    . ১৯৯৬    . ১৯৮২ সালে

১৫. ভূমধ্যসাগরীয় অঞ্চলে বৃষ্টিপাত হয়

. গ্রীষ্মকালে   . বর্ষাকালে   . শীতকালে    . বসন্তকালে

১৬. ওজোন গহ্বর সর্বপ্রথম পরিলক্ষিত হয়

. আমেরিকায়     . আন্টার্কটিকায়     . এশিয়ায়      . অস্ট্রেলিয়ায়

১৭. দক্ষিন গোলার্ধে ভূমধ্যসাগরীয় অঞ্চলে বর্ষাকাল দেখা যায়

. জুন-জুলাই মাসে     . নভেম্বর-ডিসেম্বর মাসে     . জানুযায়ী-ফেব্রুয়ারী মাসে  
. মার্চএপ্রিল মাসে

১৮. ভারতে মিথেন গ্যাসের প্রধান উৎস

. ধান চাষের জমি     . ফলের বাগান     . ফুলের বাগান      . চা বাগান

১৯. ওজোন নিয়ন্ত্রনের জন্য স্বাক্ষরিত হয়

. মন্ট্রিল  প্রোটোকল   . লন্ডন প্রোটোকল  . কিয়োটো প্রোটোকল    . প্যারিস 
প্রোটোকল 

২০. অস্ট্রেলিয়ার উপকূলে সৃষ্ট ঘূর্নবাতকে বলে

. টর্নেডো     . ব্যাগুই    . তাইফু     . উইলি উইলি

২১. নিম্নলিখিত গ্যাস গুলির মধ্যে যেটি গ্রীন হাউস গ্যাস নয়

. ওজোন   . কার্বন ডাই অক্সাইড   . ক্লুরোফ্লুরোকার্বন   . অক্সিজেন

২২. দক্ষিন আমেরিকার আমাজন নদী অববাহিকা অঞ্চলটি যে প্রকার জলবায়ু অঞ্চলের 
অন্তর্গত

. মৌসুমি   . ভূমধ্যসাগরীয়     . উষ্ণ মরু    . নিরক্ষীয় জলবায়ু

২৩. জেট বায়ুর  নামকরন করেন

. বার্জেরন    . সি.জি. রসবি   . গিলবার্ট ওয়াকার    . সিলকোফ

২৪. আন্টার্কটিকায় ওজোন গহ্বর প্রথম কে আবিষ্কার করেন

. ডবসন    . ফারমেন     . স্কোনবি    . ফেরেল

২৫. ওজোনস্তর বিনাশের হার সর্বাধিক হয় যে ঋতুতে তা হল

. গ্রীষ্মকাল    . বর্ষাকাল    . শরৎ কাল    . বসন্ত কাল

২৬. কোন বায়ুর প্রভাবে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয়

. মৌসুমি বায়ু    . পশ্চিমাবায়ু    . আয়ন বায়ু     . কোনটিই নয়

২৭. নাতিশীতোষ্ণ ঘূর্নবাতে সমচাপ রেখা গুলি দেখতে হয়

. বৃত্তাকার   . উপবৃত্তাকার   . ফানেল আকৃতির    . আয়তকার




কোন মন্তব্য নেই:

Deejpilot থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.