উচ্চ মাধ্যমিক ভূগোল MCQ - সমুদ্র তরঙ্গ ও প্রবাল প্রাচীর ।।


উচ্চ মাধ্যমিক ভূগোল - সমুদ্র তরঙ্গ ও প্রবাল প্রাচীর অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ন MCQ প্রশ্ন ও উত্তর আলোচনা করা হল ।। 


১. উপকূলের সাথে সমান্তরাল ভাবে অবস্থিত শৈলশিরার সমুদ্রে আংশিক নিমজ্জনের ফলে গঠিত উপকূলকে বলে –

ক. যৌগিক উপকূল খ. রিয়া উপকূল গ. ফিয়র্ড উপকূল ঘ. ডালমেশিয়ান উপকূল

. বিশাখাপত্তনমের কাছে ডলফিন নোজ একটি .-

. ব্লো হোল    . সমুদ্র ভৃগু      . স্ট্যাক      . স্ট্যাম্প

.  প্রবালকীট দ্বারা গঠিত সমুদ্রপৃষ্ট থেকে স্বল্পোত্থিত প্রায় বৃত্তাকার প্রচীরকে বলে 

. প্রতিবন্ধক দ্বীপ   . অ্যাটল  . স্পিট    . ট্রম্বোলো

. কেরল উপকূলে উপহ্রদ গুলি পরিচিত

) কয়াল নামে   )তাল নামে    ) কুণ্ড নামে   ) কোনটিই নয়

. দুটি বিপরীতমুখী তরঙ্গের মাধ্যমে যে দন্ডায়মান স্থানু তরঙ্গের সৃষ্টি হয় তাকে বলে 

. ঊর্মিভঙ্গ    . বার্ম     . ক্ল্যাপোটিস     .প্লাঞ্জ 

. যে সামুদ্রিক বাঁধ উপকূলের সাথে কোনো দ্বীপ বা একাধিক দ্বীপকে যুক্ত করে তাকে বলে

. ফিয়র্ড     . টম্বোলো     . স্পিট     . হুক

. ফানেলাকৃতির উপকূল হল

) নিরপেক্ষ   ) ফিয়র্ড   ) রিয়া    ) ডালমেশিয়ান উপকুল

. অ্যাড্রিয়াটিক উপকূল হল

. রিয়া উপকূল    . ফিয়র্ড উপকূল   . ডালমেশিয়ান উপকূল   . কোনটিই নয়

. প্রবাল প্রাচীর মূলত সৃষ্টি হয় 

. ক্রান্তীয় গভীর সমুদ্রে  . ক্রান্তীয় অগভীর সমুদ্রে   . নাতিশীতোষ্ণ গভীর সমুদ্রে  

মেরুদেশীয় অগভীর সমুদ্রে

১০. .যে চর বাধের এক প্রান্ত উপকুলের সাথে যুক্ত থাকে এবং অপর প্রান্ত সমুদ্রে উন্মুক্ত হয় 

তাকে বলে 

) পুরোদেশীয় বাঁধ  ) বেরিয়ার বিচ  ) টম্বোলো   ) স্পিট

১১. ওকর্নি দ্বীপেরওল্ড ম্যান অফ হয়একটি

) সমুদ্র গুহা   ) স্ট্যাক   ) স্ট্যাম্প   ) জিও

১২. উপকূলের সমান্তরালে সৃষ্ট সামুদ্রিক বাঁধকে বলে

) টম্বোলো   ) পুরোদেশীয় বাঁধ    ) স্পিট    ) অনুতটীয় বাঁধ

১৩.  তরঙ্গের আঘাতে অগ্রভূমিতে সামুদ্রিক গুহার দুটি মুখই উন্মুক্ত হয়ে সৃষ্টি হয়

) ব্লো হোল   ) জিও   ) সামুদ্রিক খিলান   ) কোভ

১৪. সোয়াস তরঙ্গ শক্তিশালী হলে সৈকতে অধিক হয়

) ক্ষয়কাজ   ) সঞ্চয়কাজ   ) বহন কাজ   ) কোনটিই নয়

১৫. সামুদ্রিক সঞ্চয় কাজের ফলে উপকূলে সৃষ্টি হয়

) তরঙ্গকর্তিত মঞ্চ   ) ব্লো হোল    ) সামুদ্রিক খিলান   ) কাস্পেট ফোরল্যান্ড

১৬. কোন প্রবাল প্রাচীর উপকূল থেকে উপহ্রদ দ্বারা বিচ্ছিন্ন থাকে

) প্রতিবন্ধক   ) প্রান্ত দেশীয়   ) অ্যাটল   ) প্যাচ রীফ

১৭. কেরলের মালাবার উপকূল একটি –

ক. নিমজ্জিত উপকূল   খ. উত্থিত উপকূল   গ. নিরপেক্ষ উপকূল  ঘ. যৌগিক উপকূল

১৮. সমুদ্র ভৃগুর পশ্চাৎসরণের ফলে গঠিত হয় –

ক. ব্লো হোল  খ. সমুদ্র সৈকত গ. তরঙ্গ কর্তিত মঞ্চ  ঘ. সামুদ্রিক গুহা

১৯. হিমবাহ সৃষ্ট উপত্যকার নিমজ্জনের ফলে সৃষ্ট হয় –

ক. রিয়া উপকূল খ. ওয়াতেন  গ. ফিয়র্ড উপকূল ঘ. বার্ম




কোন মন্তব্য নেই:

Deejpilot থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.